• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
সিনেমা দেখলেই বিরিয়ানির প্যাকেট ফ্রি
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করলো হল কর্তৃপক্ষ। ১০০ টাকার টিকিট কাটলেই মিলছে এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়।  বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। ঈদের ছবি ও বিরিয়ানির এই বিশেষ অফারের কারণে বর্তমানে বেড়েছে দর্শক সমাগম— এমনটাই মন্তব্য হল কর্তৃপক্ষের।  এ ব্যাপারে কথা হয় হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের হলে দর্শকের জন্য আসন রয়েছে ৫০০টি। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। বিশেষ অফারে প্রতিটি টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হচ্ছে। এই অফার কতদিন চালু থাকবে জানতে চাইলে তিনি আরও বলেন, আগামী এক মাস খাবারের এই অফার চালু থাকবে।  বর্তমানে ঝংকার সিনেমা হলে ‘লিপস্টিক’ সিনেমার চারটি শো (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা) চলছে। তবে তীব্র গরমের কারণে দুপুর ও বিকেলে দর্শক কিছুটা কম থাকলেও বাকি দুটি শো-এ দর্শক সমাগম বেশি থাকছে বলে জানা যায়।
২২ এপ্রিল ২০২৪, ১০:০০

ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
পবিত্র রমজান শেষে নির্বিঘ্নে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে এবার ৮ ও ৯ এপ্রিল টোল ফ্রি ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার সরকারের তরফ থেকে এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী ৮ এপ্রিল রাত ১২টা থেকে হাইওয়েসহ সকল সড়কে টোল ফ্রি করা হবে। যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ক্যাবিনেটে আলোচনার পর আনুষ্ঠানিক এ ঘোষণা আসে। হিসাব বলছে দুদিনের টোল ফ্রির এ ঘোষণায় ৩৭.৬ মিলিয়ন রিঙ্গিত টোল আদায় থেকে বঞ্চিত হবে সরকার। তবে বিপুল পরিমাণ মুসলিম সম্প্রদায়ের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়। এ সময় নির্বিঘ্ন যাতায়াতে সবাইকে সচেতনভাবে চলাচলের জন্যও পরামর্শ দেওয়া হয়। প্রতি বছর ঈদ ও নতুন বছরকে সামনে রেখে এ ধরনের ঘোষণা দেন মালয়েশিয়ান সরকার।  সরকারের এ ঘোষণায় ৮ ও ৯ এপ্রিল রাস্তায় তুলনামূলক বেশি যানজটের আশঙ্কা করে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। উল্লেখ্য, ঈদ পালনে বেশির ভাগ মালয়েশিয়ান গ্রামে ফিরতে পছন্দ করেন। সেখানে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে বেশ আনন্দঘন পরিবেশে ঈদ পালন করেন তারা।
২৯ মার্চ ২০২৪, ১১:০৯

পোশাককর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া-চিকিৎসা ফ্রি
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের একটি টেক্সটাইল কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নারী পোশাককর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা খরচ সম্পূর্ণ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। শুধু তাই নয়, কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়েসেলের মাধ্যমে জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি কোম্পানিতে মেশিন অপারেটর পদে ১৫০ জন নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সুদান ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।  নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১৯ হাজার ১৮৪ টাকা। একদিন সাপ্তাহিক ছুটি বাদে দৈনিক ডিউটি ৮ ঘণ্টা। ওভারটাইমেরও ব্যবস্থা আছে। চাকরির চুক্তি তিন বছর, তবে নবায়নযোগ্য।  এছাড়া থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন নিয়োগকর্তা। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন। এছাড়া অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনও মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবেন। সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে নিতে হবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড ও শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে নিয়ে যেতে হবে। বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি বাবদ ১০০০ টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ ২২০ টাকা দিতে হবে। এ ছাড়া কোনও খরচ নেই। সাক্ষাৎকারের তারিখ ও সময় আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ মার্চ সকাল আটটায় সাক্ষাৎকার দিতে মিরপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে উপস্থিত হতে হবে। এ-সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।   
১৩ মার্চ ২০২৪, ১০:৪৯

কুড়িগ্রামে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশের ‘লিটল ফ্রি লাইব্রেরি’
কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার চরাঞ্চলে সকল শ্রেণি পেশার মানুষের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা পুলিশ। আর এমন লাইব্রেরি পেয়ে এলাকার জ্ঞানপিপাসু মানুষসহ সকল পেশার মানুষ অত্যন্ত খুশি। তারা কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে ধন্যবাদ ও স্বাগত জানিয়েছেন। এ ধরনের লিটল ফ্রি লাইব্রেরি রয়েছে জেলার নদনদী চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত। এ লাইব্রেরিগুলো স্থাপন করে ওইসব এলাকায় প্রতিদিন জ্ঞানের আলো ছড়াচ্ছে। সম্প্রতি সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় ও বউ বাজার এলাকায় নতুন করে লিটল ফ্রি লাইব্রেরির আয়োজন করে জেলা পুলিশ। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যক্তি মো. আখতারুজ্জামান বাবু বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কারণ আসলেই এটি একটি পুলিশের ব্যতিক্রম আয়োজন। এই লাইব্রেরি স্থাপন হওয়ার কারণে উঠতি বয়সী ছেলে মেয়েরা অবসর সময়টাতে বই পড়ে দেশ ও মুক্তিযুদ্ধের বিষয়ে জ্ঞানার্জন করতে পারবে।  বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন, চরাঞ্চলে শিক্ষার হার অনেক কম। এসব এলাকা তো একদম প্রত্যন্ত। এখানে আশেপাশে কোনো লাইব্রেরি নেই। বই পড়ার সুযোগও নেই তেমন এ জায়গায়।কুড়িগ্রাম জেলা পুলিশ এমন বই পড়ার যে উদ্যোগটি নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, লিটল ফ্রি লাইব্রেরি আমাদের পুলিশি কার্যক্রমের বাইরে একটি ব্যতিক্রমী বই পড়ার প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে সুদূরপ্রসারী করতে সহায়ক ভূমিকা পালন করবে এ লাইব্রেরি। আমরা চাই জেলার প্রত্যন্ত চরের সম্মানিত নাগরিক বৃন্দ অবসরে আষাঢ়ে গল্প না করে বই পড়ে জ্ঞান অর্জন করবেন। তিনি আরও বলেন, মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা ও কার্যসমূহ সম্পর্কে জেনে নিজেকে বিকশিত করতে সক্ষম হবেন এখানকার নাগরিকগণ। প্রসঙ্গত, লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু ,সমাজ জীবন নির্ভর ও ভবিষ্যতমুখী বই সমূহ রাখা হয়েছে পাঠকদের জন্য। ভবিষ্যতে আরও অন্যান্য বই এ লাইব্রেরিতে যেমন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনি এমন লাইব্রেরি জেলা জুড়েই পর্যায়ক্রমে স্থাপন করার পরিকল্পনা রয়েছে পুলিশ প্রশাসনের।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীদের অর্থায়নে পাচঁ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই শরীফ জামে মসজিদ মাঠে কেন্দুয়াই প্রবাসী সমাজকল্যাণ একতা সংগঠনের উদ্যোগে এ বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।   আয়োজকরা জানান, সকাল ১০ টাকা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত প্রায় পাচঁ শতাধিক অসহায় মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদেরকে ওষুধও প্রদান করা হয়। কোন ফি ও ভোগান্তি ছাড়া এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা। দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক-কান-গলা রোগে অভিজ্ঞ সহকারী সার্জন ডা. ইকরাম চৌধুরী, গাইনী ও শিশু রোগের চিকিৎসায় অভিজ্ঞ ডা. জান্নাতুল মাওয়া। এদিকে এ সেবা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সেবার মান ও কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান প্রবাসীরা।   
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬

টাঙ্গাইলের সখিপুরে ফ্রি ক্যাম্পে ৩ হাজার রোগীর চিকিৎসা
প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদের স্মরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। বুধবার (২১ ফেব্রুয়ারি) সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসাসেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় ৩ হাজার রোগীর মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ ছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় ৩০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা। অধ্যাপক ডা. এম এ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ। ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারিসুল হকসহ বরেণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দেড়যুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজন করে থাকে।  
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

ফ্রি প্রশিক্ষণে ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার, দিনে ভাতা ৫০০
দেশে আগামী তিন বছরে প্রায় ২৯ হাজার তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার। এই প্রশিক্ষণ নেওয়ার সময় ভাতা হিসেবে দিনে ৫০০ টাকা ও প্রশিক্ষণে কোনো ফি দিতে হবে না।  সরকারের নতুন এই প্রকল্পে সব মিলিয়ে খরচ হবে ৩০০ কোটি টাকা। এটির নাম ‘দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’। প্রকল্পের মেয়াদ চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। সম্পূর্ণ দেশীয় অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় একনেক সভায় সব মিলিয়ে ১০টি প্রকল্প উঠতে পারে অনুমোদনের জন্য। যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে- এই প্রশিক্ষণ দিতে প্রতিটি জেলায় ২৫টি কম্পিউটার ও হাইস্পিড ইন্টারনেট-সংবলিত দুটি ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি ল্যাবে ২৫ জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রতি জেলায় একেক ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষেরা আবেদন করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পর প্রশিক্ষণার্থী চূড়ান্ত করা হবে। প্রশিক্ষণার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তিন মাসের এই প্রশিক্ষণকালে প্রত্যেকে দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবেন। আর খাবারের জন্য দৈনিক ৩০০ টাকা হারে দেওয়া হবে। এভাবে সারা দেশে সব মিলিয়ে ২৮ হাজার ৮০০ জন ফ্রিল্যান্সার তৈরি করা হবে, যাদের অর্ধেকই হবেন নারী।  ভর্তি কীভাবে- প্রতি ব্যাচে ভর্তির জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী প্রশিক্ষণার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাছাই পরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে নির্বাচন করা হবে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি প্রশ্ন ব্যাংক থাকবে। প্রতিটি ব্যাচের জন্য প্রশ্ন নবায়ন করা হবে। এই নবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালককে সভাপতি ও প্রকল্প পরিচালককে সদস্যসচিব করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে সভাপতি এবং সহকারী পরিচালককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি প্রশিক্ষণার্থী নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন।  প্রশিক্ষণে কী কী থাকবে- পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা জানান, প্রশিক্ষণার্থীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে হাতে কলমে ৮টি বিষয় শেখানো হবে। তিনি বলেন, “ফ্রিল্যান্সিং সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশগুলোর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অনলাইনে তাদের কাজ করতে করা। এজন্য প্রথমেই ইংরেজিতে যোগাযোগ করার মতো দক্ষতা অর্জন করতে হবে। তাই এই প্রশিক্ষণে ফ্রিল্যান্সিংয়ের উপযুক্ত একটি বেসিক ইংরেজি শেখানোর কোর্স থাকবে। “এ ছাড়াও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং প্রশিক্ষণার্থীদের সফট স্কিল ট্রেইনিং দেওয়া হবে।”
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭

নড়াইলে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলে বয়:সন্ধিকারীন স্বাস্থ্য শিক্ষা, স্যানিটারি প্যাড বিতরণ ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) কৈশোর বান্ধব নড়াইল জেলার উদ্ভাবনী প্রকল্পের আওতায় নড়াইল সরকারি মহিলা কলেজে সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসন, নড়াইল এর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কৈশোর বান্ধব নড়াইল জেলার একটি উদ্ভাবনী প্রকল্পের আওতায় বয়:সন্ধিকারীন স্বাস্থ্য শিক্ষার বিষয়ে আলোচনা শেষে নড়াইল সরকারি মহিলা কলেজের ৪ শত শিক্ষার্থীর মাঝে ফ্রি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ ছাড়াও দিনব্যাপী ব্র্যাক ভিশন সেন্টার এর পক্ষ থেকে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সিভিলসার্জন ডা. সাজেদা বেগম এর সভাপতিত্বে নড়াইল সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সোশ্যাল মার্কেটিং কোম্পানীর কর্মকর্তা শাহীণ আহসান, ডা. ফৌজিয়া খাতুন লিজা, ডা. শুভাশীষ বিশ্বাস কলেজের শিক্ষক-মহিলা শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।  
২২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়