• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্যারিসের একটি অভিজাত হলে শনিবার (৩০ মার্চ) ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আহ্বায়ক গোলাম মাহমুদ আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আলী চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক (সহসভাপতি পদ মর্যাদায়) নাসির আহমদ শাহীন, আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আসলাম ফকির লিটন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, ফ্রান্স বিএনপি সহসভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ জে লিমন।  এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখা ড্যাব’র সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ রাজা, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০২২ সালের জুনে গোলাম মাহমুদ আজমকে আহ্বায়ক ও এম আলী চৌধুরীকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। তাদের সাক্ষরিত কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে এই কর্মী সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।  
৩১ মার্চ ২০২৪, ২১:৪৮

প্যারিস অলিম্পিক / কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ও নারী ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তুলনায় অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক ফ্রান্স। গ্রুপ পর্ব পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ফ্রান্সকে তাই ফেবারিট মনে করা হচ্ছে। তবে দেশটির সবচেয়ে আলোচিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পের খেলা এখনও নিশ্চিত নয়। ড্রয়ের পর এ প্রসঙ্গে ফরাসি কোচ সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরি বলেছেন, ‘এখানে বলার কিছু নেই।’ এর আগে, ঘরের মাঠে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল মরক্কো ও মিশরকে এড়াতে পেরে স্বস্তি পেয়েছেন অঁরি। ১৯৮৪ সালের পর এই প্রথমবারের মতো স্বর্ণ জয়ের লক্ষ্যে স্বাগতিকরা তাই সুস্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে। ১৬ দলের এই টুর্নামেন্টে লস ব্লুজরা গ্রুপ এ’তে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে-অফ জয়ী দলের সঙ্গে লড়বে। অন্যদিকে গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও এশিয়া থেকে আসা তৃতীয় দল।  দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে গত মাসে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় করেছে আর্জেন্টিনা। যে কারণে টানা তৃতীয়বার পুরুষ ফুটবলে অলিম্পিক স্বর্ণ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সেলেসাওরা। টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী স্পেন গ্রুপ সি’তে মিশর, ডোমিনিকান রিপাবলিক ও এএফসির দ্বিতীয় বাছাই দলের সঙ্গে খেলবে। এ ছাড়া গ্রুপ-ডি’তে রয়েছে প্যারাগুয়ে, ইসরায়েল, মালি ও এএফসির প্রথম বাছাই দল। আগামী ২৪ জুলাই থেকে পুরুষ ফুটবলের ইভেন্ট শুরু হবে। এর দুইদিন পর গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর ৯ আগস্ট প্যারিসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।  ২০২৪ অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলের পূর্ণাঙ্গ ড্র : গ্রুপ-এ : ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, এএফসি-সিএএফ’র প্লে-অফ জয়ী দল গ্রুপ-বি : আর্জেন্টিনা, মরক্কো, এএফসি-৩, ইউক্রেন গ্রুপ-সি : এএফসি-২, স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক গ্রুপ-ডি : এএফপি-১, প্যারাগুয়ে, মালি, ইসরায়েল উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ও তৃতীয় স্থান অর্জনকারী দল সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে গেমসের সবশেষ দল হিসেবে অংশ নেবে এএফসি-সিএএফ’র প্লে-অফ জয়ী দল। আফ্রিকান দল গিনি ও এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের চতুর্থ দলের মধ্যে এই প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
২২ মার্চ ২০২৪, ১১:২১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে সহযোগিতার হাত বাড়াতে চায় ফ্রান্স
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ফরাসি রাষ্ট্রদূত। বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, স্যাটেলাইট ছাড়াও এয়ারবাস ক্রয় ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।   ম্যারি মাসদুপুই বলেন, আমাদের উভয়পক্ষের  দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছি। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কৃতি বিনিময়, সামরিক খাত, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আরেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতা দিতেও প্রস্তুত ফ্রান্স। বিশেষ করে বাংলাদেশের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে আগ্রহী দেশটি।
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৩

ট্রেনে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় ফ্রান্স
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই মতামত দিয়েছেন। তিনি এর জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। সেই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই মতামত জানান তিনি। পোস্টে ফ্রান্স রাষ্ট্রদূত বলেন, দুর্ভাগ্যবশত আগেই বলা হয়েছে, কোথাও সহিংসতা বাড়ছে না। নিহত চারজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নতুন এই ট্র্যাজেডির পর বিচার বিভাগীয় তদন্তের ফলাফল জানতে আগ্রহী। এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি ইউনিট। গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়