• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
কয়েক দিন আগেই গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় আর ঢাকায় ফিরছেন না জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে বিষয়টি। তবে হাথুরুসিংহে ঢাকায় না-ফেরার গুঞ্জনটি সত্য নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ডিপিএলের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা।  বিসিবির সূত্রে জানা গেছে, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে হবে শেষ দুই ম্যাচ।  হাথুরু ইস্যুতে অভিযোগও করেছে বিসিবি। তারা বলছে এই কোচকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন।  বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫২

দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের দলে ফেরা না ফেরার নাটক যেনো শেষই হচ্ছে না। বিপিএলের পর সিদ্ধান্ত আসার কথা থাকলেও তামিমের সঙ্গে এখনও বসতে পারেননি বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এবার জানা গেছে বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্তর সঙ্গে সময় চেয়েছেন তামিম। সোমবার মিরপুরে প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচ শেষে তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি বাণিজ্যিক অনুষ্ঠানে গিয়ে তামিমের সঙ্গে কি কথা হয়েছে জানিয়েছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। ‘একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।’ তামিমকে দলে নেওয়া বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যেকোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া।  ‘তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জিতিয়েছেন টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাই শান্তর কাছে প্রশ্ন আসে তাদের টি-টোয়েন্টিতে ফেরাবেন কি না।  জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেট আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।
১৬ এপ্রিল ২০২৪, ১৪:৫৫

শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না জামাতার
শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের শুকুরকান্দি নামকস্থানে পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  রোববার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী জুই খাতুন (২১) ও শ্যালক জীবন আলী।  নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন মোড়ভাঙ্গা গ্রামের গোলজার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে রাতে নিজের বাড়ি ফেরার পথে শুকুরকান্দি ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মোটরসাইকেলে থাকা স্ত্রী জুই খাতুন ও শ্যালক জীবন আলী আহত হওয়ায় তাদের বামন্দিতে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তার পরিবারের লোকজন কোনো অভিযোগ করেননি। পুলিশ যাওয়ার আগেই মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন তারা।
১৫ এপ্রিল ২০২৪, ১৩:১৫

সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর ডিপিএলে শেখ জামালের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। কারণ, পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরবে যান সাকিব।  এরপর পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে সৌদি থেকেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই বিশ্বসেরা অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-সন্তানদের সঙ্গে সেই ছবিও দেখা গেছে।  তবে কবে নাগাদ দেশে ফিরছেন সাকিব এটি এখন বড় প্রশ্ন। কেননা ঈদের ছুটি শেষে আজ (সোমবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের দশম রাউন্ড। আর এদিন পারটেক্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের শেখ জামাল।  এই ম্যাচে সাকিবকে পাওয়া যাবে না সেটি স্পষ্ট করেছেন শেখ জামালের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী ম্যাচ আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে দেখা যেতে পারে তাকে। রোববার (১৪ এপ্রিল) গণমাধ্যমে সোহেল বলেন, সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে। এদিকে পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে শেখ জামালের খেলা সহজ হবে না বলে জানিয়েছেন দলের কোচ সোহেল। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, আবাহনী অনেক ভাল দল। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। তবে ক্রিকেট খেলা, জানেন তো। আমাদের দলও বেশ ভাল। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।  ‘গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি। আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি। যখন আবাহনীর সঙ্গে খেলা হবে, তখন আমাদের চেষ্টা থাকবে ভালো করার।’  
১৫ এপ্রিল ২০২৪, ১৩:০৬

ঈদের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার, হাসপাতালে মেয়ে
গাজীপুরের কাপাসিয়ায় মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ইদের দাওয়াত দিয়ে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় বাবা নিহত ও শিশু মেয়ে আহত হয়েছে।  রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাইদ-বারিষাব সড়কের আমারাইদ ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রফিকুল ইসলাম (৪২) কাপাসিয়া উপজেলার টোক নয়ন গ্রামের নজিবুল্লাহর ছেলে। গুরুতর আহত নিহতের শিশু মেয়ের (০৪) নাম পাওয়া যায়নি।  স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। দুর্ঘটনার পর চালক অটোরিকশা ফেলে পালিয়ে গেছে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার আমরাইদ-বারিষাব সড়কের আমারাইদ ব্রিজের কাছে অটোরিকশা পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ সময় রফিকুল ইসলাম নিহত ও তার শিশু মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে।  তিনি আরও জানান, নিহতের মরদেহ আমরাইদ জেনারেল হাসপাতালের রয়েছে। স্থানীয় আমরাইদ জেনারেল হাসপাতালের স্টাফ এখলাস মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রফিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। জানায় ।  
০৮ এপ্রিল ২০২৪, ০৪:১৭

তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
বিপিএলের পর তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে জাতীয় দলে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা ছিল বিসিবির। তবে এখনও তামিমের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ক্রিকেট বোর্ড। এবার দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দেশের একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যেকোনো ক্রিকেটারের সঙ্গেই আমাদের হাই-হ্যালো হয়। তামিমকে কে না দলে চায়, সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই।  ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ২২ গজ মাতিয়েছেন তামিম ইকবাল। তারপর বেশ চড়াই উৎরাই, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গিয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে যাওয়া, প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় ফিরে আসা। তারপর বিশ্বকাপের দল থেকে ছিটকে যাওয়া কি হয়নি এই সময়ে। সবকিছুকে পিছনে ফেলে বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। টুর্নামেন্টে সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এ ছাড়াও চলতি ডিপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ড্যাশিং ওপেনার। এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিবকে নিয়েও কথা বলেন লিপু। তিনি বলেন, সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিলো। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে।  সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কিভাবে রাখতে হবে।’ 
০৬ এপ্রিল ২০২৪, ১৪:২৯

‘ব্যবস্থাপনার ত্রুটি সারালে ঈদযাত্রায় ভোগান্তি কমবে’
ঈদযাত্রার শেষ দিনগুলোতে প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়বে। এতো মানুষের চাপ মোকাবিলা করা কঠিন। তবে ব্যবস্থাপনাগত ত্রুটিগুলো দূর করা গেলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। এজন্য ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সক্রিয় থাকতে হবে। ঈদের আগে পরে যেন কোনোভাবেই মহাসড়কে থ্রি হুইলার বা অযান্ত্রিক যানবাহন উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিভিন্ন সেতু বা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাগুলোতে যেন ভোগান্তি না হয় তার কৌশল ঠিক করতে হবে। প্রয়োজনে ঈদের দু’একদিন আগে থেকে টোল ফ্রি করে দিতে হবে।  বুধবার (৩ এপ্রিল) রাতে আরটিভির বিশেষ আয়োজন ‘ঈদে ঘরে ফেরা’ অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, গণপরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদের আগে-পরে লম্বা ছুটি থাকার কারণে এবার অন্যান্যবারের চেয়ে বেশি মানুষ বাড়ি যাবে। ফলে ঈদের আগে ছুটি বাড়াতে বলেছিলাম, কিন্তু সরকার সেটি করেনি। তাই মানুষ ঈদের আগে মাত্র একদিন ছুটি পাচ্ছে। রাজধানী থেকে সড়ক, রেল ও লঞ্চসহ চারটি পথে একদিনে ২০ লাখের মতো মানুষ ঢাকা ছাড়তে পারে। অতিরিক্ত যাত্রীপরিবহন করা হলে হয়তো সর্বোচ্চ ত্রিশ লাখ হবে। কিন্তু আমরা আশঙ্কা করছি আগামী ১০ এপ্রিল একসঙ্গে ৪০ থেকে ৫০ লাখ লোক একসঙ্গে রাস্তায় নামবে। এদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ফিটনেসবিহীন গাড়ি, বাস-ট্রাকের ছাদে কাউকে যেতে দেওয়া হবে না। কিন্তু এতো লোক যখন রাস্তায় নামবে তখন কোনো ঘোষণাই কাজে আসবে না। এর অনিবার্যে পরিস্থিতি হিসেবে আমরা শতশত প্রাণহানি এবং ঈদযাত্রার পথে পথে ভোগান্তির আশঙ্কা করছি। তিনি বলেন, এ ছাড়া সড়ক পরিবহনের নেতারা, হাইওয়ে পুলিশ এবং বিআরটিএ’র পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু আমরা দেখছি, প্রকাশ্যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় যদি বন্ধ না হয়, তাহলে সাধারণ মানুষকে বাসের ছাদে, ফিটনেসবিহীন গাড়িতে, কাভার্ড ভ্যানে চড়ে বাড়ি যেতে হবে। এতে তাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ঈদে প্রতিবছর অনেক মানুষ ঢাকার বাহিরে যায়। স্বাভাবিক কারণেই সবচেয়ে বড় চাপটা এসে পড়ে সড়কে। কারণ রেলে সবাইকে পরিবহন করতে পারবে না আবার সবাই বিমানে যেতেও পারবে না। আর নৌ পরিবহনকেও আমরা সম্পূর্ণ কাজে লাগাতে পারিনি। তাই মূল চাপটা সড়কে পড়ে আর বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়। শুধু কাঁচপুর থেকে সোনারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় দেখবেন কিরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। ইন্দোনেশিয়ায় ৯ কোটি মানুষ ঈদে বাড়ি যায়। একসময় তাদেরও সমস্যা হতো। কিন্তু তারা বেশকিছু কাজ করেছে। পর্যায়ক্রমে ছুটি দেওয়া, দরিদ্র মানুষকে ফ্রিতে পরিবহন করে। এমনকি নৌবাহিনী জাহাজ দিয়ে সহযোগিতা করে। বিআরটিএ বা বিআরটিসি এমনটি করতে পারে কি না? আমাদের সেক্টর করপোরেশনগুলোর বাসগুলো পড়ে থাকে। আমরা সেগুলো নামাতে পারি কি না। এই বাসগুলোর কন্ডিশন ভালো এবং চালকারও দক্ষ। এ ছাড়া প্রত্যেকবার বলা হয় সেতু, ফ্লাইওভার ও সড়ক টোল ফ্রি রাখতে। কিন্তু শেষ পর্যন্ত কেন রাখা যায় না? তিনি বলেন, সামগ্রিকভাবে নির্বিঘ্নে ঈদযাত্রার জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জটা নিয়েই আমাদের ঈদের সময়টা পার করতে হয়। তবে শেষসময়ে না এসে ঈদযাত্রা নিয়ে আমাদের অনেক আগে থেকেই চিন্তা করতে হবে। আমাদের রেলকে আরও গুরুত্ব দিতে হবে। আরও দ্রুতগতি সম্পন্ন রেল আনতে হবে।সড়কের আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। গণপরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ঈদে আমাদের চাহিদার তুলনায় জোগান (পরিবহন) কম। আমরা হিসেব করে দেখেছি প্রতিদিন প্রায় ১০ লাখ বা ৩৫ শতাংশ মানুষের ঈদযাত্রার জন্য কোনো বিকল্পই থাকবে না। তারা বিভিন্নভাবে, ট্রেনের-বাসের ছাদে করে যেতে বাধ্য হবে। এসব মানুষের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা কী হবে, সেটি ভেবে দেখা দরকার।  আমাদের সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত পরিবহন পুলে যেসব বাস রয়েছে, সেগুলো নিয়মিত মেরামত করা হয় এবং চালকরাও দক্ষ। এসব বাস নিয়ে যদি আমরা জোগান দেই এবং ঢাকা থেকে আনফিট গাড়িগুলো বের হতে না দিই, তাহলে সড়কে প্রতিবছর আমরা যে রক্তক্ষরণ ও যানজট দেখি তা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, প্রতিবছরই ঈদের আগে বলা হয়, লক্কড়-ঝক্কড় আনফিট গাড়ি মহাসড়কে নামতে দেওয়া হবে না। অথচ আনফিট গাড়িগুলো যে রাস্তায় নামানোর জন্য ঘষামাজা করে প্রস্তুত করা হচ্ছে সেখানে বাধা দেওয়া হচ্ছে না। এ ছাড়া বলা হচ্ছে রুট পারমিটবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। অথচ ইতোমধ্যে রুট পারমিটিবিহীন গাড়ি ঢাকা শহরে ঢুকে গেছে। তার মানে আমরা নীতি নিচ্ছি, কিন্তু পরবর্তী ব্যবস্থাপনাটা ঠিকভাবে করছি না। অন্যবার যে আমরা সরাসরি অবকাঠামোর উপর দোষ চাপাই এবার সেই সুযোগ নাই। কারণ আমাদের অনেকগুলো চারলেনের সড়ক, এক্সপ্রেসওয়ে, ব্রিজ-কালভার্ট, সেতু হয়েছে। আমাদের নীতি ও ব্যবস্থাপনার বিষয়ে কঠোর ও তৎপর হতে হবে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে বের হওয়ার জন্য আমাদের ১১টি পথ রয়েছে। সেখান থেকে কয়েকটি পথ প্রধান। এগুলো হলো- গাবতলি, আব্দুল্লাহপুর এবং সায়েদাবাদ হয়ে পোস্তগোলা ব্রিজ ও সিলেট-চট্টগ্রামের দিকে। এসব জায়গায় আমরা ডিএমপির পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে যেন, সহজভাবে কোনো জ্যাম ছাড়াই গাড়িগুলো ঢাকা থেকে বের হতে পারে। এর জন্য অতীতের সমস্যাগুলো বিশ্লেষণ করে আমরা কিছু সমাধান বের করার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় কাজ চলছে। সবকিছু মাথায় রেখেই আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি যেন সব গাড়িকে আমরা সহজে ঢাকা থেকে বের হতে দিতে পারি। এ ছাড়া দুর্ঘটনা কমাতে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি যেন চলতে না পারে সেই প্রচেষ্টা আমাদের থাকবে। পাশাপাশি কেউ যেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে না পারে, সেজন্য স্পিডমিটার নিয়ে হাইওয়ে পুলিশ মাঠে থাকবে। আমরা সবাই আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং সচেতন রয়েছি। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেন, রেলপথে যাত্রা নিরাপদ করতে ইতোমধ্যে আমরা সব রুট পর্যবেক্ষণ করে যেখানেই সংস্কারের প্রয়োজন ছিল করেছি। আমাদের প্রতিটি ট্রেন যাত্রা শুরু করার দুই ঘণ্টা আগে ওই রুটের সিকিউরিটি চেক হবে। ট্রেন দুর্ঘটনা বা লাইনচ্যুত এড়ানোর জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া কেউ যেন ট্রেনের ছাদে না উঠে সেজন্য আমরা মাইকিং করছি। যেসব স্টেশনে এক্সেস কন্ট্রোল নেই, সেসব জায়গায় আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছি। যাত্রীরা ছাদে উঠলে যখন ওভারলোড হয়ে যায় তখন ট্রেনের শক এভজরবারগুলো ভেঙে যায় তখনই দুর্ঘটনা ঘটে। আমরা কখনই চাই না কেউ ট্রেনের ছাদে উঠুক। তিনি বলেন, আমরা দশদিন আগে টিকিট বিক্রি করছি এ কারণেই যেন তাদের যাত্রা নির্বিঘ্ন হয়। ট্রেনের টিকিট না পেলেও যেন অন্য মাধ্যমে যেন বাড়ি যেতে পারে। কিন্তু যারা ঈদের একদিন আগে ছুটি পায়, সে তো ট্রেনের ছাদে চড়ার চেষ্টা করবেই। সে জন্য আমরা যাত্রীদের সচেতন করতে প্রচার চালিয়ে যাচ্ছি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, এ বছর আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমরা সারাদেশের মহাসড়কের ১৫৫টি যানজট স্পট চিহ্নিত করেছি। এসব স্পটে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। তার সঙ্গে পুলিশও থাকবে। পাশাপাশি জেলা সেচ্ছাসেবকসহ পরিবহনের লোকজনও মাঠে থাকবে। এভাবেই কিন্তু গতবারও আমরা কাজ করে সফল হয়েছি। গতবারের অভিজ্ঞতার আলোকে আশা করি এবারও আমরা সফল হবো, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। এজন্য আমি সবার সহযোগিতা চাই। তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে আমরা ১১টি সেতুতে ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু রেখেছি। ১০ শতাংশ ডিসকাউন্টও দিচ্ছি। তবে অনেকেই এটির সুবিধা নিচ্ছে না। আমাদের পরিকল্পনা এ বছর থেকেই মানুষকে ইটিসির সুবিধা নিতে বাধ্য করব। ইটিসি ছাড়া কোনো গাড়ি সেতু পার হতে পারবে না।
০৪ এপ্রিল ২০২৪, ২২:২৯

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা জানালেন পাপন
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সব ঠিক থাকতে চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই তারকা ক্রিকেটার। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাম নাজমুল হাসান পাপন। গেল বিপিএলের শুরুটা ভালো না হলেও দুর্দান্তভাবে কামব্যাক করেছিলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখলেও দ্বিতীয় টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এই টাইগার অলরাউন্ডার। যার জন্য বিসিবি সভাপতি ও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব। এক সাক্ষাৎকারে পাপন বলেন, পরিচালকদের নাকি বলেছে সে (সাকিব) দ্বিতীয় টেস্ট খেলবে। এখানেও  এসেছিল । বলল যে, খেলতে চাচ্ছে। ওর নিজেরও একটু বোঝা দরকার। কী অবস্থা ফিটনেসের। দুই একটা ম্যাচ না খেললে বলা যাচ্ছে না। এটা নির্ভর করছে ওর ওপরে। ওর ফিটনেসের কী অবস্থা সেটার ওপর।   প্রথম টেস্টের আগে ইনজুরিতে পড়েছে মুশফিকুর রহিম। তাই দলে ব্যাটিং ঘাটতিও রয়েছে। এ ছাড়াও সাকিব দলে যোগ হলেও বোলিং শক্তিও বাড়বে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় টেস্টেই মাঠে ফিরছেন সাকিব। এরই মধ্যে সবুজ সংকেতও দিয়েছেন বোর্ড সভাপতি। লঙ্কানদের বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে চায় বাংলাদেশ। তিনি বলেন, যদি সব কিছু ঠিক থাকে, দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা খুব বেশি ওর। কারণ এই টেস্ট ম্যাচটা যে খেলবে আমাদের তো প্লেয়ার-ই পাচ্ছি না। এখন পর্যন্ত, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের মতো খেলোয়াড় আমাদের বাংলাদেশে নাই। এর মধ্যে কঠিন সাকিব হওয়া। কারণ ও ব্যাট না হয় বল, একটা না একটা দিয়ে অবদান রাখবে।   সম্প্রতি রাজনীতির মাঠের নানা বিতর্ক ঘিরে ধরেছে সাকিবকে। সেই বেড়াজাল থেকে বেরিয়ে একটু প্রশান্তি কুড়ানোর জন্য হয়তো দ্রুতই মাঠে ফিরতে চান সাকিব। আগামী ৩০ মার্চ চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সেই দিনই মাঠে নামবেন টাইগার পোস্টার।  
২৩ মার্চ ২০২৪, ০০:৫৮

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
ইনজুরির কারণে এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট মিস করবেন নেইমার জুনিয়র, তা অনেক আগে জানা গিয়েছিল। তবে আল হিলালে ফিটনেস অনুশীলন করতে দেখে অনেকেই ভেবেছিলো টুর্নামেন্ট শুরুর আগে মাঠে ফিরবেন এই ব্রাজিলিয়ান পোস্টার। নেইমারের মাঠে ফেরার নিয়ে কথা বলেছেন তার চিকিৎসক রদ্রিগো লাসমার। গত বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার। এরপর স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোকে এই চিকিৎসক জানান, আমরা এখনো তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি।  তিনি বলেন, যখন আমরা ৯ বা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো। গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ৪৪তম মিনিটে চোট পান নেইমার। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার।  ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এরপরে ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয় তার পায়ে। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ব্রাজিল দলের চিকিৎসক লাসমার। এরপর অনেক কষ্ট করেই আল হিলালে যোগ দিয়েছিলেন। ক্লাবটির চিকিৎসক দল নেইমারের পেশির শক্তি বাড়ানোর কাজ করেছেন বলে জানা গেছে। কারণ, কয়েক মাস আগে এক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। যেখানে ফিজিওর সাহায্যে তিনি পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন। বিছানায় শুয়ে-বসে সেই কাজটি করতেই নেইমারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কখনও ব্যথায় চিৎকার করছেন, কখনও সেটি সহ্য করার আপ্রাণ চেষ্টা করছেন।   
১৭ মার্চ ২০২৪, ২২:৫৭

জাতীয় দলে ফেরা ও সাকিব ইস্যুতে যা বললেন তামিম
সময় যত গড়াচ্ছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার পথ ততই কঠিন হচ্ছে। বিপিএলের ফাইনালের ম্যাচ শেষে এই টাইগার ওপেনার জানিয়েছিলেন তাকে দলে ফেরাতে অনেক কিছু ঠিক করতে। সেই বিষয়গুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করছেন তিনি। রোববার (১০ মার্চ) বিসিবির দুই পরিচালকের সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনায় বসেছিলেন তামিম। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আলোচনার বিস্তারিত সবকিছু দ্রুত বোর্ড সভাপতিকে জানানো হবে বলে জানা গেছে। বোর্ড সভার এ ব্যাপারে দেশের একটি দৈনিক পত্রিকাকে তামিম বলেছেন, আমার তো নতুন করে কিছু বলার নেই। আগে যা বলেছি, এবারও তাই বলেছি। এর বেশি কিছু বলব না। কারণ, বিসিবি আমার অভিভাবক। সময় হলে তারাই জানাবেন। এ ছাড়াও দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তবে সেই ভিডিও প্রকাশ না হলেও তাদের প্রকাশিত টিজারে তামিমকে বেশ কয়েকটি বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। যা রীতিমতো আলোচনার শিরোনাম হয়েছে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন। অন্যদিকে সেই টিজারে সাকিব আল হাসানের দিকেও তীর ছুড়তে দেখা গেছে তামিমকে। তাতে ‘অনেক কিছুর’ একটি যে সাকিব সংক্রান্ত তার আভাস অনেকটাই মিলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিসিবির ঊর্ধ্বতনরা তামিমকে ফেরাতে চান। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ড্রেসিংরুমের দ্বন্দ্ব ওভাবে প্রকাশ্যে চলা আসার পর ‘অনেক কিছু ঠিক’ আসলেই আর হবে কিনা, সন্দেহ আছে।  আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনা তাই নেই বললেই চলে। তবে একবার অবসর নিয়ে সিদ্ধান্ত বদলানোর পর নতুন করে আর অবসর নেওয়ার পক্ষপাতী নন তিনি। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ অবসর নেন তামিম। একদিন বিরতি দিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এলে তাকে ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ফিরলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তার। সে সময় তামিম ও সাকিবের মধ্যকার দ্বন্দ্ব উঠে আসে পাল্টাপাল্টি সাক্ষাৎকারে।   
১১ মার্চ ২০২৪, ১৫:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়