• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর করেছে আদালত।  বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাছরিন জাহান তার জামিন না মঞ্জুর করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নুরুর রহমান জানান, গত ২০ মার্চ জামিন আবেদন করে দ্বীন ইসলামের আইনজীবী। তখনও তার আবেদন না মঞ্জুর করা হয়। আদালত ও পুলিশ সূত্র জানায়, গত ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরের উত্তর বাগিচাগাঁও এলাকার অরণি নামের ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার আগে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি মৃত্যুর জন্য জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন। ঘটনার পরদিন অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ডিএমপি এ মামলায় ওই দুই জনকে গ্রেপ্তার করে ১৭ মার্চ কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন এ মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী আম্মানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে উভয় আসামি কুমিল্লা কারাগারে আছেন।  গত শনিবার (১৬ মার্চ) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
১৪ ঘণ্টা আগে

এন্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু, ফের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে
ফের চিকিৎসায় অবহেলা ও গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে ল্যাবএইড হাসপাতাল ও চিকিৎসক ডা. স্বপ্নীলের বিরুদ্ধে।এবার ভাইয়ের মৃত্যুর অভিযোগ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দারস্থ হয়েছেন খায়রুল বাশার নামে এক ব্যক্তি। জানা গেছে, ভাইয়ের মৃত্যুর সাড়ে ৪ মাস পর রোববার (২৪ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে একটি লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগে ‘চিকিৎসায় অব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও গাফিলতির’ কারণে তার বড় ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন খাইরুল। লিখিত অভিযোগে খায়রুল বাশার উল্লেখ করেন, তার ভাই ২০২৩ সালের ৫ নভেম্বর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে মামুন আল মাহতাব স্বপ্নীলের কাছে চিকিৎসা নিতে যান। ডা. স্বপ্নীল তাকে দেখে ব্যবস্থাপত্র দেন এবং অ্যান্ডোস্কপি, কোলনস্কপিসহ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। চারদিন পর ৯ নভেম্বর সকালে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। সেখানে তাকে জানানো হয় বিকাল ৪টায় অ্যান্ডোস্কপি করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সকালে শুরু করা হলেও পরীক্ষাটি করা হয় রাত ৮টায়।  তিনি লিখেছেন, ডা. স্বপ্নীল এসে রোগীর শারীরিক অবস্থার কোনো পর্যবেক্ষণ না করে, কোনো ধরনের প্রি-ইভাল্যুয়েশন ছাড়াই অ্যানেস্থিশিয়া প্রয়োগের নির্দেশ দেন। এরপর তিনি টেস্ট করানোর প্রক্রিয়া শুরু করেন। টেস্ট করানোর এক পর্যায়ে আমার ভাইকে আইসিইউতে নেওয়া হয়। কারণ জিজ্ঞেস করলে বলা ভাইয়ের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে। সেদিন রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি আরও লিখেছেন, তার ভাই সুস্থ্য অবস্থায় ওই পরীক্ষাটি করাতে গিয়েছিলেন। কিন্তু কিছু সময়ের ব্যবধানে লাশ হয়ে ফিরেছেন। এ ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করেন মারা যাওয়া আফসার আহমেদের ভাই। অভিযোগের বিষয়ে খাইরুল বাসার গণমাধ্যমকে বলেন, ভেবেছিলাম অভিযোগ করব না কিন্তু ডা. স্বপ্নীলের হাতে আরেকজন রোগী মারা গেল। এ কারণে আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টিও সামনে আনা উচিত। নইলে ওই চিকিৎসকের সম্পর্কে মানুষ জানতে পারবে না। অভিযোগের বিষয়ে কিছু বলতে চাননি ডা. স্বপ্নীল। এ বিষয়ে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বলেন, এই কাজগুলো ওই পেশেন্টের (রাহিব রেজা) লোকজন করাচ্ছে। পুরোনো রোগী খুঁজে বের করে। যারা মারা যায় তাদের স্বজনদের ইনসিস্ট করে আমাদের বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য, যেন তাদের পাল্লাটা ভারী হয়। তাদের ভিত্তিটাকে মজবুত করার জন্য পুরোনো রোগী খুঁজে বের করে। সবাইকে অ্যাপ্রোচ করে, দুয়েকজন হয়তো তাদের কথায় রাজি হয়ে যায়। খাইরুলের অভিযোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। প্রসঙ্গত, সম্প্রতি ডা. স্বপ্নীলের তত্ত্বাবধানে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে এন্ডোস্কপি করাতে এসে মারা যান রাহিব রেজা নামে এক যুবক। এরপর রাহিবের পরিবারের তিন সদস্য চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাদের অভিযোগ, এন্ডোস্কপি করার পরপরই অ্যানেস্থেসিয়ার কারণে রাহিবের ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। পরে ১৯ ফেব্রুয়ারি আইসিইউতে তার মৃত্যু হয়।  এদিকে রিট আবেদনের প্রেক্ষিতে ওই ঘটনার বিশদ অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
২৬ মার্চ ২০২৪, ১১:২৭

টেকনাফ সীমান্তে ফের মর্টারশেলের বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে আবারও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মর্টারশেল ও গোলাগুলির শব্দ শোনা গেছে। রোববার (২৪ মার্চ) রাত ১০টার পর থেকে থেমে থেমে টেকনাফের হোয়াইক্যংয়ের নাফ নদীর সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা জানান, সবশেষ তারা গত ১৮ মার্চ মর্টারশেলের শব্দ শুনেছিলেন। কয়েক দিন গোলাগুলির শব্দ বন্ধ থাকার পর রোববার রাত থেকে হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তের মিয়ানমারের ভারী গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক বলেন, রোববার রাত থেকে নাফ নদের ওপার থেকে ভারী গোলার শব্দ ভেসে আসছে। এর ফলে সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। অন্যদিনের তুলনায় আজ শব্দ অনেক বেশি।  মিয়ানমারের অভ্যন্তরে কয়েকমাস ধরে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। সংঘর্ষের কারণে কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। সীমান্ত অনুপ্রবেশ ঠেকানার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
২৫ মার্চ ২০২৪, ১১:০১

ফের ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল
কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসে ব্যবসায়ী খলিলুর রহমান। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে তার দোকান ‘খলিল গোস্ত বিতানে’ ক্রেতাদের ঢল নামে। কিন্তু ১০ রোজা না যেতেই প্রতি কেজি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন এই মাংস ব্যবসায়ী। তবে এবার সেখান থেকে সরে এসে আবারও ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। উত্তর শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল বলেছেন, লাভ-লোকসান বুঝি না ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। আমি কথা দিয়েছিলাম সেটা রাখবো। প্রতিদিন ২০টি করে গরু জবাই হবে বিকেল পর্যন্ত। রোববার (২৪ মার্চ) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি বিষয়ে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খলিল। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন, মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  মাংস বিক্রেতা খলিল বলেন, আমি ৫৯৫ টাকায় মাংস বিক্রি করে আসছিলাম। গরুর দাম বেড়ে যাওয়ায় আমি ১০০ টাকা বাড়িয়েছিলাম। আমার লোকসানের অবস্থা হয়েছিল। আমার স্টাফদের নিয়ে চলতে কষ্ট হচ্ছিল এ কারণে দর বৃদ্ধি করা হয়েছিল। তিনি বলেন, যেহেতু আমি কথা দিয়েছিলাম তাই আবারও বলছি ৫৯৫ টাকায় বিক্রি করা হবে ২০ রমজান পর্যন্ত। প্রতিদিন ২০টি গরু জবাই করা হবে। আমার দোকান চলবে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময় মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বল বলেন, আমি সেবামূলক কাজ করেছি। ৫৯৫ টাকায় বিক্রি করেছি আমার সাধ্য অনুযায়ী। এখন ৩৫ টাকা বাড়িয়েছি। আমি সেবা করছি আবার নিজেও লাভ করছি। লোকসান করে বিক্রি করবো না তাই ৬৩৫ টাকা মাংসের দর নির্ধারণ করেছি। যতদিন পারবো আমি এ দামে সেবা দিয়ে যাবো। পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন বলেন, আমি ৫৭০ টাকায় মিক্সড মাংস বিক্রি করেছিলাম। এখন ৩৫ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় বিক্রি করবো। আর ঝুলানো মাংস ৬৫০ টাকায় বিক্রি করবো। এতোদিনে মিক্সড মাংস ছিল ৫৭০ টাকা আর ঝুলিয়ে রাখা মাংস ৬০০ টাকায় বিক্রি করা হয়েছিল। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০-৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন তিনি কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ তার দোকানে মাংস কিনতে ভিড় করে। গত শুক্রবার তিনি এক কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন বলে জানিয়েছিলেন।
২৪ মার্চ ২০২৪, ১৪:৩১

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের হামলা, নিহত ১৯
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ওপর ফের নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। শনিবার (২৩ মার্চ) রাতের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলে সাহায্যপ্রার্থীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভূখণ্ডটির মিডিয়া অফিস জানিয়েছে, একদল বেসামরিক নাগরিক আটা ও অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য আল কুয়েত মোড়ে অপেক্ষা করছিল। এমন সময়ে ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে এবং ২৩ জনকে আহত করেছে। ইসরায়েলি দখলদার বাহিনী একটি গণহত্যা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সাহায্যপ্রার্থীদের ওপর ভারী গোলাবর্ষণ চালানো হয়েছে। হতাহতদেরকে নিকটস্থ আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু গাজার সংকটাপন্ন স্বাস্থ্যসেবার কারণে অনেককেই খোলা আকাশের নিচে চিকিৎসা দিতে হয়েছে। কয়েকজনের শরীরে গোলার টুকরা ছিটকে এসে লাগার ফলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুবই কঠিন ও বেদনাদায়ক। ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী আলা আল-খুদারি আলজাজিরাকে বলেছেন, ইসরায়েলি বাহিনী ভিড়ের ওপর এমন সময় গুলি চালায়, যখন অনেক শিশু ত্রাণের রুটিতে কামড় বসিয়েছিল। তাৎক্ষণিক অনেকে মারা যায়।   এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সাহায্যপ্রার্থী জনতার ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে। এমনকি সাহায্য নিতে আসা এসব মানুষের ওপর গুলি চালানোর খবর ‘ভুল’ বলেও দাবি করেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন বহু মানুষ। হামলায় বাড়ি-ঘর হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন ১০ লাখের বেশি ফিলিস্তিনি।
২৪ মার্চ ২০২৪, ১১:০৭

ফের যে কারণে এক হলেন এ আর রহমান-প্রভু দেবা
বলিউডের জনপ্রিয় দুই তারকা এ আর রহমান ও প্রভু দেবা। একজন গানের জগতে অনন্য, আরেকজন নাচের গুরুদেব। ২৫ বছর পর ফের এক হলেন তারা। ‘মুকাবলা’ এবং ‘উর্বশী’সহ তামিল মুভি ‘কাধলান’র হিট গানগুলো ব্যাপক সাফল্য অর্জন করে। ২৫ বছর পরও সেই গানগুলোর চর্চা তুঙ্গে। হিন্দি এবং তেলেগুতে ডাব করা সংস্করণের পাশাপাশি এই গানগুলোর আসল ভার্সনও বক্স-অফিসও মাতায়। শুধু তাই নয়, একটি প্রজন্মকে প্রভু দেবার নৃত্যের চাল অনুকরণ করতেও অনুপ্রাণিত করে। বর্তমানে নির্মিত হওয়া ‘এআরআরপিডি-৬’ সিনেমায় একসঙ্গে আবারও দেখা যাবে রহমান ও প্রভু দেবাকে। সিনেমাটি লেখক ও নির্মাতা মনোজ এন এসের একটি সৃজনশীল প্রচেষ্টা। গত ২২ মার্চ সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই। মিউজিক মেস্ট্রোর শেয়ার করা পোস্টারটিতে ‘মুকাবলা’ গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবির পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে। ‘এআরআরপিডি-৬’র প্রভু দেবা, যোগী বাবুসহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন—মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও। যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় রয়েছেন মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডা. প্রবীন এলাক। সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন রহমান। শিগগিরিই একসঙ্গে কাজের চিত্রগ্রহণ শুরু হতে চলেছে রহমান ও প্রভু দেবার।      
২৩ মার্চ ২০২৪, ১৫:২৮

ফের ফেসবুকে সমস্যা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। কাভার ফটো দেখা না যাওয়াসহ বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া হিসেবে বিশ্বজুড়ে বহুল পরিচিত মাধ্যমটিতে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এসব সমস্যা দেখা গেছে। জানা গেছে, ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না, ফেসবুক সার্চ রেজাল্টও (আগে যেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল) খালি দেখাচ্ছে। এমনকি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলগুলোর সবুজ বাতিও দেখা যাচ্ছে না। তবে সার্চ রেজাল্টে কোনো কিছু না দেখালেও প্রত্যাশিত ব্যক্তি বা পেজ খুঁজে পেতে কোনো সমস্যা হচ্ছে না। এদিন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট দিয়ে এসব সমস্যার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ মেটার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এর আগে গত ৫ মার্চ বিশ্বজুড়ে ফেসবুকে লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে আইডি হ্যাকিং নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে।
২০ মার্চ ২০২৪, ২৩:৩৮

ফের অদ্ভুত পোশাকে উরফি
শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। অদ্ভুত সব পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও কোনো কিছুকেই পাত্তা দেন না উরফি। কখনও অ্যালুমিনিয়াম পাত গায়ে জড়িয়ে, কখনও শুধু ছবি দিয়ে শরীর ঢেকে কখনও  বা আবার সুতোয় নিজেকে সাজিয়ে চর্চায় এসেছেন উরফি। কিন্তু এবার এক অদ্ভুত পোশাকে দেখা গেছে তাকে। শরীরের মধ্যে গোটা সৌরজগৎ জড়িয়ে হাজির হলেন উরফি। আর এতে ফের সমালোচনার মুখে পরেছেন তিনি।      খুব শিগগিরই ‘ফলো করলো ইয়ার’ সিরিজে দেখা যাবে উরফিকে। মূলত সেই সিরিজ মুক্তির আগেই আমাজনের লঞ্চ ইভেন্টে আউটফিটে সৌরজগৎকে সঙ্গে করে উপস্থিত হন উরফি। আর সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। জানা গেছে, উরফির জীবনের কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করেই সিরিজটির গল্প সাজানো হয়েছে। একদিকে যশ-খ্যাতি এবং অন্যদিকে পারিবারিক প্রতিকূলতা পেরিয়ে আসা সব নিয়েই গড়ে উঠেছে সিরিজটি।  এর আগে ভারতীয় গণমাধ্যমে উরফি জানিয়েছিলেন, নতুন কিছু করতে চলেছেন তিনি। যাতে নাটকীয়তার পাশাপাশি ভালোবাসাও আছে। একটি রিয়েলিটি শো আয়োজন করতে চলেছেন উরফি, যেখানে সহিংসতাও থাকবে।   ‘ফলো করলো ইয়ার’ সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছে সোল প্রোডাকশন, ফাজিলা আলানা ও কামনা মেনেজেস প্রোডাকশন। সিরিজটি নির্মাণ করবেন পরিচালক সন্দীপ কুকরেজা, ক্রিয়েটিভ ডিরেক্টর মেঘনা বদোলা, ক্রিয়েটিভ কনসালট্যান্ট নাওমি দত্ত, স্টোরি সুপারভাইজর অনীশা রাইসুরানা প্রমুখ। 
২০ মার্চ ২০২৪, ১৫:৩৬

প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, ফের বিয়ে করলেন স্বামী
৬ বছর সংসার করার পর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে। সেই ক্ষোভে নিজেকে শুদ্ধ করতে এক মণ দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেছেন মামুন মোল্লা নামের এক ব্যবসায়ী। গত রোববার (১৭ মার্চ) এ ব্যতিক্রমী ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে শোলাবাড়ী গ্রামে।  মামুন মোল্লা ওই গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে। মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার ভিডিওটি ভাইরাল হয়।  ভিডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে টুলের ওপর বসে আছেন। পাশে রয়েছে বালতিভর্তি দুধ। সেখানে থাকা কয়েকজন নারী মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ দিয়ে গোসল করাচ্ছেন। স্থানীয়রা জানান, মামুন মোল্লা লেপ-তোশকের ব্যবসা করেন। ৬ বছর আগে মামুন মোল্লা ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বালিয়াকান্দির নবাবপুরের বালিয়াচরের শাম্মী আক্তারকে। বিয়ের পর তাদের সংসার জীবন সুখেই কাটছিল। কিন্তু মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকায় তপন আলী নামের এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২ মার্চ শাম্মী তার স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে মামুন গত রোববার দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেন। মামুন মোল্লা জানান, ভালোবেসে ৬ বছর আগে বিয়ে করে সংসার করছিলেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে বেঈমানি করে অন্যের হাত ধরে চলে গেছে। তাদের সংসারে কোনো অভাব-অনটন বা দুঃখ-কষ্ট ছিল না। চলে যাওয়ার সময় সে নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আসলে তিনি তাকে চিনতে ভুল করেছিলেন। যার কারণে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামুন মোল্লার প্রতিবেশী নারুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আলী। তিনি জানান, মামুন তার প্রতিবেশী। মামুনের স্ত্রী শাম্মী পরকীয়া করে পালিয়েছেন। কিন্তু তারাও প্রেম করে বিয়ে করেছিলেন এবং ৬ বছর সংসারও করেছেন। স্ত্রী পালিয়ে যাওয়ায় গত রোববার মামুন দ্বিতীয় বিয়ে করেছেন এবং বিয়ের আগে মামুন দুধ দিয়ে গোসল করেছেন।
২০ মার্চ ২০২৪, ১১:০৯

ফের হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যু, আটক ৪ ডাক্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মারা গেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী তা‌ছিয়া জাহান তনায়া (১২)। তিনি সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ‌্যা‌নিকেতনের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ ভুল চি‌কিৎসায় তাদের সন্তান‌কে হত‌্যা ক‌রা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ ) দুপুর ২টার দি‌কে এ ঘটনা ঘটে বসুন্ধরা আদদ্বীন হাসপাতা‌লে।  স্বজনদের অভিযোগ, দুপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের জন্য ওটিতে হেঁটে যায় তা‌স‌নিয়া জামান তনয়া। কিন্তু তনয়া ওটি থেকে ফেরে লাশ হয়ে। ভুল চি‌কিৎসায় তাদের সন্তান‌কে হত‌্যা ক‌রা হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা। তনয়ার বাবা ম‌নিরুজ্জামান বলেন, আমার মে‌য়ে পে‌টে ব‌্যথা অনুভব কর‌লে সোমবার আদদ্বীন হাসপাতা‌লে নি‌য়ে যাই। তখন ডাক্তার এটা এপেন্ডিসাইটিসের ব্যথা উল্লেখ করে অপারেশন করার কথা বলেন। তখনি মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। দ‌ক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম ব‌লেন, এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য ৪ জন চি‌কিৎসক‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। কয়েক মাস আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। তারপরেই মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় নাড়া দেয় সারাদেশ।
২০ মার্চ ২০২৪, ০৯:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়