• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
নিয়ম ভেঙে চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশকে নিষেধাজ্ঞা
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মনীতি অমান্য করে জুরি বোর্ড গঠন ও এক আয়োজকের চলচ্চিত্র পুরস্কার জেতার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিপ্রেসি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস)। এবারের উৎসবে জুরি বোর্ড গঠন ও পুরস্কারে অনিয়ম প্রমাণিত হওয়ায় শনিবার (১০ ফেব্রুয়ারি)  এক চিঠির মাধ্যমে বাংলাদেশের ফিপ্রেসি চ্যাপটার আইএফসিএবিকে (ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রেসি। অভ্যন্তরীণ তদন্তে তারা বিধিমালা, আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন খুঁজে পেয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ফিপ্রেসি বাংলাদেশের সভাপতি মফিদুল হক এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি আহমেদ মুজতবা জামালকে পাঠানো ওই চিঠিতে সংস্থাটির সভাপতি আহমেদ শাওকি জানিয়েছেন, উৎসব আয়োজনে জড়িত এমন একজন পরিচালকের সিনেমা প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের অবশ্যই নিজস্ব লাইনআপ তৈরির পূর্ণ অধিকার রয়েছে, তবে ফিপ্রেসি অ্যাওয়ার্ডের তালিকা থেকে সিনেমাটিকে বাদ দেওয়া উচিত ছিল। এছাড়া জুরি বোর্ডে এমন সদস্য ছিলেন যিনি উৎসব আয়োজনের সঙ্গেও যুক্ত। চিঠিতে এ ধরনের কাজ ভবিষ্যতে হবে না মর্মে বাংলাদেশ বিভাগ ও উৎসব কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা দিতে বলেছে ফ্রিপেসি। বাংলাদেশ প্যানোরামা বিভাগের তিনজন জুরি সদস্যের একজন ছিলেন মফিদুল হক। যিনি এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একজন নির্বাহী সদস্য ও আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির উপদেষ্টা। ফিপ্রেসির বিধিমালার ১০ নম্বর ধারায় বলা আছে, সংশ্লিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত কেউ জুরি কমিটিতে থাকতে পারবেন না। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মফিদুল হক বলেন‌, আয়োজকরা এই ভুলটি করেছে। এ ধরনের ভুল করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেতন থাকব। অন্যদিকে, ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে ফিপ্রেসি পুরস্কার জিতেছে ‘লায়লা’। এর নির্মাতা বৈশাখী সমাদ্দার ঢাকা চলচ্চিত্র উৎসবের আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটিরও নির্বাহী সদস্য। অর্থাৎ একই সঙ্গে আয়োজক, আবার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগেও তিনি ছিলেন- যা ফিপ্রেসি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২

ফেডারেশন কাপের শেষ আটে আবাহনী ও মোহামেডান
একই দিনের ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়ে ফেডারেশন কাপের কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোটিং ক্লাব। আগামী ১৩ ফেব্রুয়ারি গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মঙ্গলবার (৩০ জানুয়ারি) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান। একই গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রথম ভালো সুযোগটি অবশ্য পেয়েছিল চট্টগ্রাম আবাহনীই। ২৫তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান জাহেদুল আলম, কিন্তু এই ফরোয়ার্ডের শট আটকে দেন আরেক ডিফেন্ডার মিলাদ শেখ সুলেমানি। ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে একজনকে ডোজ দিয়ে জায়গা করে জোরালো শটে জাল কাঁপান ব্রুনো। বিরতির পর আবাহনী লিমিটেডের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে বাড়ে ব্যবধান। ব্যবধান দ্বিগুণ করে ম্যাচে চালকের আসনে বসে আবাহনী। নিখুঁত টোকায় রানাকে পরাস্ত করেন ওগবাহ। ৮৩ মিনিটে আবাহনী লিমিটেডের স্কোর ৩-০ করেন ওয়াশিংটন। মেহেদী হাসান রয়েলের পাসে দ্রুত গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে তৃতীয় গোল উপহার দেন এই ব্রাজিলিয়ান। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের ম্যাচের সপ্তম মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন জাফর। তিন মিনিট পর কর্নারে দূরের পোস্টে থাকা দলটির কোত দি ভোয়ার ফরোয়ার্ড দোসো সিদিকও ঠিকঠাক হেড নিতে পারেননি। অষ্টাদশ মিনিটে ব্রাদার্সের একটি প্রচেষ্টা ক্রসবার কাঁপায়। অবশেষে ৬৬তম মিনিটে গোলের দেখা মেলে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সুলেমানে দিয়াবাতে, ফাঁকায় থাকা সৌরভ দেওয়ান নিখুঁত প্লেসিং শটে গোলটি করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়