• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
অবশেষে বাগানে ফুল তোলার চাকরি নিলেন তটিনী
হালের অন্যতম প্রিয়মুখ তানজিম সায়রা তটিনী। যার হাসিতে বুঁদ হয় থাকেন সবাই। ক্যারিয়ারে ইতোমধ্যেই বেশ কিছু কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় মেলে ধরতে চান তটিনী। শিগগিরই ‘গোলাপ গ্রাম’ নামের একটি নাটকে দেখা যাবে তটিনীকে। যেখানে ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। নাটকটির প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। তবে মহাজন কুতুব মিয়া তাদের জীবনে ধরা দেয় কাঁটা হয়ে। প্রসঙ্গত, আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলাপ গ্রাম’।  তটিনী-ইয়াশ ছাড়া আরও অভিনয় করেছেন— মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।
২১ মার্চ ২০২৪, ১৬:৩৬

সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশেরে মেয়েরা। ফাইনালে নির্ধারিত সময় শেষেও ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী মেয়েরা। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইকে বিকেল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর তাদের বিমান বন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ্য থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পুরো টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বাংলাদেশ। যেখানে ভারতকেই দুইবার হারাতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। লিগ পর্বের প্রতিবেশী দেশটিতে ৩-১ ব্যবধানে এবং ফাইনালে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে ওঠে  প্রীতি-ফাতেমারা। মেয়েদের এমন অর্জনের পর পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।  এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো।    
১১ মার্চ ২০২৪, ১৬:১৪

‘চুরি করা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাঝেও আনন্দ ছিল’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন তারাকারাও। অন্যান্যদের মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতিও।     বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের এক গণমাধ্যমে ছোটবেলার একুশে ফেব্রুয়ারির নানান স্মৃতি শেয়ার করেন জ্যোতি। এসময় অনুভূতি শেয়ারের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান এই অভিনেত্রী। জ্যোতি বলেন, আমার শৈশব কেটেছে গ্রামের বাড়িতে। আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেখানে কোনো শহীদ মিনার ছিল না। একুশে ফেব্রুয়ারির দিন সকালে মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজানো হতো। এটি ভীষণ আবেগতাড়িত করে। আমরা তখন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ফুল সংগ্রহ করতাম। এরপর স্কুলে গিয়ে ইট দিয়ে শহীদ মিনারের মতো তৈরি করে শ্রদ্ধা জানাতাম। অভিনেত্রী বলেন, এদিন গ্রামের সবাই নিজেদের গাছের ফুলগুলোর প্রতি বিশেষ নজর রাখতেন, যাতে কেউ ছিঁড়ে নিতে না পারেন। কারণ গ্রামে তো ফুল কিনতে পাওয়া যায় না। ফুলের প্রতি নজর রাখাটা এক প্রকার কপট রাগ বলা যেতে পারে। যার কারণে সবাই একটু সতর্ক থাকেন। তবে চুরি করা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মাঝেও দারুণ আনন্দ ছিল, এটা অন্যরকম আনন্দ। একুশে ফেব্রুয়ারিতে স্কুলে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন উল্লেখ করে   জ্যোতি বলেন, একুশে ফেব্রুয়ারিতে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতাম। কখনও রচনা প্রতিযোগিতা, কখনও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতাম। এই সময়গুলো খুব মনে পড়ে, স্মৃতিকাতর করে তোলে।  ঢাকায় আসার পর একুশে ফেব্রুয়ারিতে নিয়মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জ্যোতি। তবে মাঝে কয়েক বছর যেতে পারেননি তিনি। শহীদ মিনারে না যেতে পারলে ভীষণ খারাপ লাগে বলেও জানান এই অভিনেত্রী। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বহুবার শহীদ মিনারে সারা রাত কাটিয়েছেন। সেটা স্মরণ করে জ্যোতি বলেন, কয়েক বছর ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাটিয়েছি। সেসময়টাতে রাস্তায় আল্পনা এঁকেছি, কখনও গালে শহীদ মিনার কিংবা বাংলা বর্ণ এঁকেছি। এসব স্মৃতি এখন আবেগ তাড়িত করে।   
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে দীর্ঘ লাইন
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন সাধারণ মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সবাই। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৫৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গেট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী জগন্নাথ হলের গেটের সামনের রাস্তায় পুরো রাস্তাজুড়ে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে। পরে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে হচ্ছে। অন্য রাস্তা দিয়ে বের হতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে সবাইকে নিয়ম মেনেই প্রবেশ করতে হচ্ছে। এক্ষেত্রে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১

মেট্রোরেলে ফুল নিয়ে ওঠায় নিষেধাজ্ঞা
নানান আয়োজনের মধ্যে দিয়ে চলছে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপন। জোড়া উৎসবের আমেজ দেশজুড়ে ছড়িয়ে পড়লেও মেট্রোরেল যেন বেরসিক। মেট্রোরেলের বেঞ্চে ফুল নিয়ে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করবে হয়তো এমন কল্পনা করেছিলেন অনেকেই। তবে এর আগে ফুলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন এলাকায় এ নোটিশ দেখা যায়।  সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞার মধ্যেই হাতে ফুল নিয়ে কয়েকজনকে স্টেশনের ভেতর অবস্থান করছেন। অনেকেই আবার কৌতূহলে দেখছেন ট্রেনে ফুল নিয়ে না ওঠার নোটিশ। যাত্রীরা বলছেন, ট্রেনের পরিবেশ নষ্ট না করার বিবেচনায়ই হয়ত নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এর আগে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত কারওয়ান বাজার স্টেশনে কাঁচা শাক-সবজি ও মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে প্রবেশে নিষেধ করে নোটিশ টানানো হয়। সেখানে বলা হয়, কাঁচা শাক-সবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ। মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। পরবর্তী সময় ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশনের সবগুলো থেকেই যাত্রী ওঠা-নামা করে। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে।   এদিকে মেট্রোরেলে যাত্রীর চাপ বাড়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে ।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০

শাহবাগে ফুল দোকানিদের মারধরের শিকার ৩ সাংবাদিক
ফুলের দোকানগুলোতে সংবাদ সংগ্রহে গিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অতর্কিত হামলা ও মারধরের শিকার হয়েছেন তিন সাংবাদিক।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগের পাইকারি ফুলের দোকান মালিক সমিতির নেতা শেখ মো. মেরিনের ‌‘ফুলতলা ফ্লাওয়ার শপে’ এ ঘটনা ঘটে।  হামলার শিকার ওই তিন সংবাদকর্মী হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  রাসেল সরকার, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম এবং রেডিও টুডের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল আজাদ। জানা গেছে, এ ঘটনায় রেডিও টুডের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল আজাদ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  (ঢামেক) চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের মনিরুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে অভিযুক্ত করে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন।  পুলিশকে দেওয়া লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম। এতে বলা হয়েছে, ‘মঙ্গলবার বিকেল ৪টার দিকে আমি ও আমার সহকর্মী রাসেল সরকার শাহবাগ মোড়ের ফুল মার্কেটের ফুলতলা ফ্লাওয়ার শপে ফুলের দাম বাড়ার কারণ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাই। ওই দোকানে কর্মরত পায়েলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আমাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেন এবং আমাদের ভুয়া সাংবাদিক আখ্যায়িত করেন। মৌখিকভাবে এর প্রতিবাদ করলে তিনি উত্তেজিত হয়ে আমাকে এলোপাতাড়ি কিলঘুসি ও চড়থাপ্পড় মারতে শুরু করেন। আমার সহকর্মী রাসেল তার প্রতিবাদ করতে গেলে পায়েল, সাল্লু, আ. রাজ্জাক, বুলু, দিদার, বাবু, জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা ছয়-সাতজন এসে আমাদের দুজনকে মারধর করেন।’ অভিযোগে আরও বলা হয়েছে, ‘মারধরের ঘটনার খবর পেয়ে ইমদাদুল আজাদ (২৪) নামের আমাদের আরেক সহকর্মী সাংবাদিক পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ জানতে চাইলে ওই ব্যক্তিরা তাকেও মারধর করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। আমরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আসামিরা পেছন দিক থেকে আমাদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় ইমদাদুল আজাদকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমাদের চিনতে পেরে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন এবং ইমদাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান।’ মনিরুল ইসলাম বলেন, আমাদের গায়ে হাত তোলার খবর জানতে পেরে আমার সহকর্মী ইমদাদুল আজাদসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক পরিচয়ে ঘটনার বিবরণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে হাত তোলার চেষ্টা করেন। পরে মূল অভিযুক্ত পায়েল পালিয়ে যাচ্ছেন এ রকম সংবাদ পেয়ে তারা পায়েলের গতিবিধি অনুসরণ করে তার পিছু নেন। তবে সে পালাচ্ছে না বুঝতে পেরে তারা ফিরে আসতে চাইলে অভিযুক্তরা পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় ইমদাদের ডান চোখে রক্তক্ষরণ হওয়ায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে শাহবাগ থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেন। এ বিষয়ে শাহবাগ ফুলতলা ফ্লাওয়ার শপের মালিক মো. মেরিন শেখ বলেন, আমি ঢাকার বাইরে আছি। শুনেছি দোকানে ঝামেলা হয়েছে। আমাদের দোকান ভাঙচুর করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, তিন সাংবাদিককে শাহবাগ মোড়ের ফুল মার্কেটে মারধরের অভিযোগ পেয়েছি। এই ঘটনায় মামলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬

সাকিবকে ফুল দিয়ে বরণ করল অপু ও রনি
ক্রিকেট মাঠে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সফলও হন তিনি। এবার রাজনীতির মাঠে প্রবেশ করেই বড় জয় পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয় পেয়েছেন।  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। মাগুরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। আসটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫২টি। ভোট গণনার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব। একেকটি কেন্দ্রের ফলাফল আসার পর থেকেই শুরু হয় সাকিব ভক্তদের বিজয়ের উল্লাস। সাকিবকে একপর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু এবং রনি তালুকদার। নির্বাচনের শুরু থেকেই সাকিবের সঙ্গেই ছিলেন জাতীয় দলের এই দুই তারকা।   
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়