• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
নারী দিবস উপলক্ষে পিএসটিসির ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) গোল প্রকল্পের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো কিশোরীদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী এবং আলোচনাসভা। বুধবার (৬ মার্চ) সকালে ঢাকার ধলপুরের সিটি করপোরেশন আদর্শ হাই স্কুলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব মো. শাখাওয়াত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ বাদল সরদার, সিটি করপোরেশন আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। এ সময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মো. শাখাওয়াত হোসেন সরকার বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। আমাদের প্রধানমন্ত্রী নারী, বিশেষ বিশেষ জায়গায় নারীরাই কাজ করে যাচ্ছে। তাই তোমাদেরকে ও এগিয়ে যেতে হবে।  ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার বলেন, এই এলাকায় এত বড় আয়োজন, এলাকার মেয়েদের অগ্ররাধিকার দেওয়া আমি দেখিনি। পিএসটিসির গোল প্রকল্পের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি এই এলাকায় পিএসটিসিকে অনেক কাজ করতে দেখেছি, তাদের কার্যক্রম আমার ভালো লেগেছে।  যেকোনো রকম সহযোগিতায় আমাকে পাশে পাবেন।  পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, আমি আজকের মেয়েদের ফুটবল টুর্নামেন্ট দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, তাদের খেলার ইচ্ছাশক্তি ছিল প্রবল। সবশেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) গোল প্রকল্প দেশের দুটি এলাকায় বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে একটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীনে ৩টি স্কুল ও ২টি ক্লাব এবং অপরটি গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে ৫টি স্কুল ও ১টি ক্লাব। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদ্যালয়ের মেয়েদের গোল পাঠ্যক্রমের সাথে অর্ন্তভুক্ত করা এবং তাদের নিয়মিত গোল সেশনের পাশাপাশি খেলাধুলাসহ উন্নয়নমূলক কার্যক্রম এবং গোল ইভেন্টগুলিতে অংশ নিতে উৎসাহিত করা।
০৬ মার্চ ২০২৪, ১৮:১৭

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আগামী মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে।  প্রতি বছরই বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা ফের আয়োজন করতে পেরে দেশের একমাত্র পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন-বিএসজেএ গর্বিত বিগত বছরগুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজিত হচ্ছে।  এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নক-আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৫ মার্চ টুর্নামেন্ট শুরু হবে এবং ৯ মার্চ টুর্নামেন্টের পর্দা নামবে। এর আগে, রোববার (৩ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তেহসিনা খানম বলেন, বিএসজেএ’র সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি, সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমানতালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক। জাহিদ হাসান এমিলি বলেন, সাংবাদিকরা সারা বছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিতভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব
এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। ইতোমধ্যে সেই লক্ষে কাজ শুরু করেছে দেশটি। গত অক্টোবরে একক বিডার হিসেবে শুধু মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির নাম এসেছিল। ওই সময়ে ফিফার ডেডলাইন শেষ হবার প্রাক্কালে অস্ট্রেলিয়া লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এদিকে চলতি বছরের শেষ দিকে ফিফা কংগ্রেসে স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হবে।  সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসির আল মিসেহাল বলেছেন, দেশটির দ্রুত রূপান্তরের কারণে বিড সফল হবার সম্ভাবনা রয়েছে।  এ প্রসঙ্গে সৌদি ফুটবল প্রধানের ভাষ্য, এক্ষেত্রে আমাদের ফুটবল গল্প বিশ্বের কাছে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী ফুটবলে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি। পুরো বিশ্বকে আমাদের এই চমৎকার যাত্রার সঙ্গে যোগ করতে বিডে উন্মুক্ত আমন্ত্রণ থাকবে। বিডিংয়ে একক প্রার্থী থাকলেও ফিফার আইনানুযায়ী, টুর্নামেন্ট আয়োজন করতে হলে সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে বিডে অংশ নিতে হবে। সৌদি আরবের বিডের মূল স্লোগান হলো, ‘ক্রমবর্ধমান ও একসঙ্গে।’ ২০২১ সালের পর থেকে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সৌদি আরব প্রায় ৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দেশটির যুবরাজ ক্রীড়াঙ্গনকে মূল মন্ত্র হিসেবে বিবেচনা করেছেন। এতে সৌদি আরব ইতোমধ্যে লাভবানও হয়েছে। ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ, বক্সিংয়ের বেশ কিছু বড় ইভেন্ট সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। সৌদি পেশাদার লিগে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এ ছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিয়েছে তারা। ক্রীড়াঙ্গনের এসব বড় ইভেন্টের মাধ্যমে দেশটির পর্যটন শিল্পেরও উন্নতি হয়েছে।  এদিকে ফিফার গাইডলাইন অনুযায়ী, বিশ্বকাপের স্বাগতিক হতে হলে একটি দেশকে অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ধারণা করা হচ্ছে, ২০২২ কাতার বিশ্বকাপের মতোই জুন-জুলাইয়ে প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে ২০৩৪ বিশ্বকাপও নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হবে।  এই প্রথমবারের মতো ৪৮ দলের বর্ধিত কলেবরের টুর্নামেন্ট কোনো একটি একক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মরক্কো, পর্তুগাল ও স্পেনে ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। এই বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।
০২ মার্চ ২০২৪, ১৫:৩৩

সেনবাগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 
নোয়াখালীর সেনবাগে ‘সেনবাগ স্পোটিং ক্লাব’-এর উদ্যোগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ ও আর টিভির পরিচালক ফিরোজ আলম টিপু।  সেনবাগ স্পোটিং ক্লাবের আহ্বায়ক তানভীর সালমান হিরোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, আওয়ামী লীগ বাহাদুর, ব্যবসায়ী হোসাইন আল রশিদ রাজিব ছাত্রলীগ নেতা আবু শোয়েব।  উদ্বোধনী খেলায় সেনবাগ স্পোটওয়াল কানকিরহাট স্টার ট্যালেন্টেড ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৭/৮ পরাজিত করে প্রথম খেলায় বিজয়ী হয়। 
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮

ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক
ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক হয়েছেন।  শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খেলার মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে অভিবাসন বিভাগ। রোববার (১৪ জানুয়ারি) তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ। আরও পড়ুন : ফাইনালে বার্সেলোনাকে হারাতে মোটা অঙ্কের বোনাস ঘোষণা    তিনি জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাই। তারপর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন। অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০ থেকে ৫০ বছর বয়সী তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে। আরও পড়ুন : সুপার কাপ ফাইনালের আগে ইনজুরিতে রাফিনহা   দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১) (সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও বেশি তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৬

এশিয়ান কাপ ফুটবল নিয়ে যা জানা দরকার
কাতারে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে লিওনেল মেসির হাত ধরে ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। এবার সেই কাতারে পর্দা উঠছে এশিয়ান কাপ ফুটবলের। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১০ ফেব্রুয়ারি। জেনে নেওয়া যাক, এশিয়ার এই টুর্নামেন্টের খুঁটিনাটি... স্বাগতিক পরিবর্তন  লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই ভেন্যুতেই পর্দা উঠবে ৩০ দিনের এই ফুটবল উৎসবের। তবে গেল বছরে চীনে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। করোনার বিধিনিষেধের কারণেই তা কাতারে সরিয়ে নেওয়া হয়। বর্তমান ও সর্বোচ্চ চ্যাম্পিয়ন ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কাতার। তবে এশিয়ান এই টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন জাপান। চারবার এই শিরোপা জিতেছে তারা। এ ছাড়া তিনবার এই শিরোপা উঁচিয়ে ধরেছে সৌদি আরব। অভিষেক দল এবার এই টুর্নামেন্টে অভিষেক হচ্ছে তাজিকিস্তানের। ১৯৫৬ সালে এই টুর্নামেন্টের শুরু হলেও কখনো খেলেনি দলটি। যেসব দলের ওপর নজর থাকবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবার ফেভারিট তকমা পাচ্ছে না কাতার। এবারের হট ফেবারিট দলগুলো হলো- জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান। কোন গ্রুপে কোন দল গ্রুপ 'এ' - কাতার, চীন, তাজিকিস্তান, লেবানন গ্রুপ 'বি' - অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া, ভারত গ্রুপ 'সি' - ইরান, সংযুক্ত আরব আমিরাত, হংকং, ফিলিস্তিন গ্রুপ 'ডি' - জাপান, ইন্দোনেশিয়া, ইরাক, ভিয়েতনাম গ্রুপ 'ই' - দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন গ্রুপ 'এফ' - সৌদি আরব, থাইল্যান্ড, কিরগিজস্তান, ওমান।  
১২ জানুয়ারি ২০২৪, ১৪:৩৩

চলে গেলেন ফুটবল কিংবদন্তি বেকেনবাওয়ার
অধিনায়ক ও কোচ হিসেবে জার্মানির হয়ে দুটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফ্রাঞ্জ ফুটবলার বেকেনবাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  সোমবার তার পরিবারে পক্ষ থেকে এক বিবৃতিতে বেকেনবাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, খুব দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি, বাবা ও স্বামী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। এ সময় পরিবার তার পাশে ছিল।  বিশ্ব ফুটবলে যে তিনজন ফুটবলার একইসঙ্গে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন, বেকেনবাওয়ার তাদের একজন। পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলেন তিনি।  জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও অসামান্য সফলতা আছে তার। সত্তরের দশকে বায়ার্ন মিউনিখের হয়ে হ্যাটট্রিক (১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুম) ইউরোপিয়ান কাপও (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছেন বেকেনবাওয়ার।  মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বেকেনবাওয়ার। পরে ডিফেন্ডার রূপে খেলে খ্যাতির শীর্ষে আরোহণ করেন। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও তিনি অবদান রাখতেন। ডিফেন্ডার হয়েও দুবার ব্যালন ডি’অর শিরোপা জিতেছেন তিনি।
০৯ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ
কাতার বিশ্বকাপের পর থেকেই মাঠ ও মাঠের বাইরে টালমাটাল অবস্থা ব্রাজিল ফুটবলের। গত ডিসেম্বরে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এনদালদো রদ্রিগেজকে। এতে দেশটিকে ফুটবল থেকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কিন্তু উচ্চ আদালতের রায়ে আবারও পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। রিও ডি জেনেরো আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। তবে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রদ্রিগেজকে তার পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।     রদ্রিগেজের পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায় স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি। এর আগে রিও ডি জেনেরো কোর্ট ব জাস্টিস গত ডিসেম্বরে সিবিএফের প্রধানের দায়িত্ব থেকে রদ্রিগেসকে সরিয়ে দেওয়ার রায় দিয়েছিল। কারণ, হিসেবে দেখানো হয়েছিল নির্বাচনে অনিয়ম করেছিলেন সিবিএফ প্রধান। একই সঙ্গে তার নিয়োগ দেওয়া বাকি কর্মকর্তাদেরও ছাটাই করা হয়।  এরপর রদ্রিগেজকে সরানোর পর ডিসেম্বরের শেষ দিকে সিবিএফকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছিল ফিফা ও কনমেবল। সেই চিঠিতে বলা হয়েছিল, এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও দেয় প্রতিষ্ঠান দুটি।
০৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ
কাতার বিশ্বকাপের পর থেকেই মাঠ ও মাঠের বাইরে টালমাটাল অবস্থা ব্রাজিল ফুটবলের। গত  ডিসেম্বরে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এনদালদো রদ্রিগেজকে। এতে দেশটিকে ফুটবল থেকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কিন্তু উচ্চ আদালতের রায়ে আবারও পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ।   রিও ডি জেনেরো আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। তবে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রদ্রিগেজকে তার পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।      রদ্রিগেসের পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায় স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।  এর আগে রিও ডি জেনিরো কোর্ট ব জাস্টিস গত ডিসেম্বরে সিবিএফ-এর প্রধানের দায়িত্ব থেকে রদ্রিগেসকে সরিয়ে দেওয়ার রায় দিয়েছিল। কারণ হিসেবে দেখানো হয়েছিল নির্বাচনে অনিয়ম করেছিলেন সিবিএফ প্রধান। একই সঙ্গে তার নিয়োগ দেওয়া বাকি কর্মকর্তাদেরও ছাটাই করা হয়।  এরপর রদ্রিগেজকে সরানোর পর ডিসেম্বরের শেষ দিকে সিবিএফকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছিল ফিফা ও কনমেবল। সেই চিঠিতে বলা হয়েছিল, এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও দেয় প্রতিষ্ঠান দুটি।  
০৫ জানুয়ারি ২০২৪, ১৯:১২

২০২৪ সালে যেসব ম্যাচ খেলবে ফুটবল দল 
২০২৩ সালে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যর্থ হলেও দুর্দান্ত এক বছর কাঁটিয়েছেন ফুটবলাররা। ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়ন শিপের সেমিফাইনাল এবং ঘরের মাঠে বড় দল গুলোর বিপক্ষে বেশ কিছু জয় পেয়েছে পুরুষ ফুটবলাররা। অন্যদিকে নারী ফুটবলেও এসেছিলো বেশ কিছু সাফল্য। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপানের মতো বড় দল গুলোর বিপক্ষে ভালো খেলে নজর কেঁড়েছেন সাবিনারা। এবার নতুন বছরের নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফুটবলাররা। বাংলাদেশের পুরুষ ফুটবলে মূল ব্যস্ততা বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচ। সাবিনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাফ চ্যাস্পিয়ন শিপের শিরোপা ধরে রাখা।  ২০২৪ সালে বাংলাদেশ ফুটবলের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে ১ ফেব্রুয়ারি সাফ অনুর্ধ্ব- ১৯ নারী টুর্নামেন্ট দিয়ে। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হবে। আগামী ১৯-২৮ ফেব্রুয়ারি সিনিয়র নারী ফুটবল দলের ফিফা উইন্ডো। বাফুফে এই উইন্ডোতে খেলার জন্য এশিয়ার দেশগুলোতে চিঠি দেওয়ার কাজ চলছে। মার্চের প্রথম দিন সাফ নারীদের আরেকটি টুর্নামেন্ট। অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ভেন্যু এখনো ঠিক হয়নি। এছাড়াও মার্চে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জামালদের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ এবং ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ম্যাচের এক মাস আগে অ্যাওয়ে ম্যাচের ভেন্যু জানতে পারবে বাফুফে। এপ্রিলের ১ থেকে ৯ তারিখ এবং ২৭ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে সিনিয়র নারী ফুটবলের ফিফা উইন্ডো। ফেব্রুয়ারি উইন্ডোর পর বাফুফে এপ্রিল-মে উইন্ডো নিয়ে কাজ করবে। অন্যদিকে ৬ জুন   বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পুরুষ ফুটবল দল। ১১ জুন মাঠে গড়াবে বাংলাদেশের লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ।
০১ জানুয়ারি ২০২৪, ১৪:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়