• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বড় বোন হারালেন মোস্তফা সরয়ার ফারুকী
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বড় বোন। শনিবার (২০ এপ্রিল) মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বোনের মৃত্যুর খবরটি নিজেই নিশ্চিত করেছেন ফারুকী।   এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় বোনের মৃত্যুর খবরটি জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন জনপ্রিয় এই নির্মাতা।  পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘তিনজন শক্তিশালী মহিলা— আমার মা, আমার বড় বোন এবং আমার স্ত্রী। যারা আমাকে অনেক প্রভাবিত করেছে। তারা আমাকে সরাসরি কিছু না বলে জীবন কী সেটা শিখিয়েছে এবং নীরবে আমাকে একজন ব্যক্তি হিসাবে রূপ দিয়েছে। ১০ বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ চলে গেলেন আমার বড় বোন।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে ফারুকীর কমেন্টসবক্সে। শোবিজের তারকা থেকে শুরু করে দুঃখ প্রকাশ করছেন তার ভক্তরাও। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চরকিতে মুক্তি পায় তার নির্মিত ওয়েবফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও গায়িকা জেফার। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করলেন তিনি। মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।   
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুকী
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই নির্মাতা। তাই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুকী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিশা-ফারুকীর পরিবারের এক ঘনিষ্ঠজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গত ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।  এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিশা জানান, সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।  নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে। উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।  
৩০ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

আইসিইউ থেকে কেবিনে ফারুকী
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার তিনি জানালেন, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ফারুকীকে। তবে আগের চেয়ে এখন ভালো আছেন ফারুকী। তাই কেবিনে স্থানান্তর করা হয়েছে এই নির্মাতাকে। কিন্তু কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিশা।   হাসপাতালে ফারুকীর সঙ্গে রয়েছেন তিশা। সেখান থেকেই দেশের এক গণমাধ্যমে ফারুকীর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানান এই অভিনেত্রী।   তিশা বলেন, আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ, খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব। এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিশা জানিয়েছিলেন, সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে। উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।    
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬

ফারুকী এখন বিপদমুক্ত
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি জানান। স্ট্যাটাসে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন। তাদের ফোন, মেসেজের জবাব দিতে পারিনি। সেজন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।’ এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয়ও করেন এই খ্যাতিমান নির্মাতা। প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩২

মোস্তফা সরয়ার ফারুকী আইসিইউতে
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউতে অবজারভেশনে আছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসারত ইমরোজ তিশা। সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিশা জানান, আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩

সেদিন রাতে আতঙ্কে ছিল আমার মেয়ে : ফারুকী
তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায় সময়ই কাজ, অভিজ্ঞতা কিংবা নানান বিষয়ে নিজের মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবারও তার ব্যতিক্রম হয়।  ডিসেম্বরের ৩১ তারিখ ছিল ২০২৩ সালের শেষ দিন। তাই নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়েই ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করেছেন সবাই। নানান ধরনের আতশবাজি আর ফানুস উড়িয়ে ওয়েলকাম জানিয়েছে ২০২৪ সালকে।  তবে এসব আতশ বাজির কারণে অনেক সময়ই ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও ভয় পেয়ে যায়। সেই তালিকায় ছিল ফারুকী-তিশা দম্পতির মেয়ে ইলহাম। ওই দিন রাতে আতঙ্কে ছিল ছোট ইলহাম। মূলত এ কারণেই একটি স্ট্যাটাস দিয়েছিলেন এই নির্মাতা। এবার সে প্রসঙ্গেই একটি সমাধান জানিয়ে ফের পোস্ট দিলেন ফারুকী।   সোমবার (১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দেন ফারুকী। সেখানে আতঙ্ক না ছড়িয়ে সুন্দরভাবে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের একটি সমাধানের কথা জানান এই নির্মাতা।     পাঠকদের সুবিধার জন্য ফারুকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-  ‘ওকে, আই হ্যাভ অ্যা সাজেশন।   উৎসব যেহেতু থাকবে, আবার এই শহরে ছোট শিশু-বয়স্ক, মানুষ-রোগী-পশু-পাখীদেরও থাকতে হবে, তাহলে একটা উপায় বের করা যায়?  পুরো শহরটাকে যুদ্ধক্ষেত্র না বানিয়ে শহরের তিনটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া যায়।  যেখানে উৎসব করার জন্য মানুষ জড়ো হবে। আমাদের এখানে তো আর সিডনি হারবারের মতো কোনো জায়গা নাই। আমাদের সব জায়গাইতো আবাসিক। সেই জন্য জায়গার পাশাপাশি সময়টাও বেঁধে দেওয়া দরকার! উচ্চশব্দ হয় এমন কোনো কিছু করলে এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে হবে। তাতে করে নির্দিষ্ট করে দেওয়া জায়গাগুলোর আশপাশের ভবনের মানুষেরা জানবে কোন সময়টাতে এ রকম শব্দ হতে পারে এবং সেই অনুযায়ী একটা প্রস্তুতি রাখতে পারে। কালকে রাতে যেমন দুইটার পরেও চলছে এই বিভৎস তাণ্ডব! শেষ করতে চাই একটা কথা বলে, আমি আনন্দ-উৎসবের বিরুদ্ধে না। কিন্তু ভাইয়েরা একটা কথা বলি—  আমরা যখন কোনো ছাদে দাঁড়াই, আমরা কিন্তু সেখান থেকে একটা আস্ত ইট নিয়ে বাইরের দিকে ছুড়ে মারি না! কারণ, আমরা চিন্তা করি নিচে দিয়ে হেঁটে যাওয়া কারও না কারও মাথায় এটা পড়তে পারে, একটা অ্যাকসিডেন্ট হতে পারে। এই যে আমরা এটা ভাবি, এটাই সভ্য মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমার কোনো কাজে অন্যের ক্ষতি হতে পারে কিনা, এইটা ভাবা মানুষের বেসিক জিনিস হওয়া উচিত। সবার নতুন বছর আনন্দের হোক, এমনকি যারা কালকে আমার মেয়েকে  আতঙ্কের ওপর রেখেছিলেন, তাদেরও!’
০২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯

তোদের অসভ্যতার শেষ হোক : ফারুকী
তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায় সময়ই কাজ, অভিজ্ঞতা কিংবা নানান বিষয়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সঙ্গে. এবারও তার ব্যতিক্রম হলো না। অভিশাপ দিয়েই নাকি নতুন বছরকে স্বাগত জানাতে হলো এই নির্মাতাকে।  রোববার (৩১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী।  পাঠকদের সুবিধার জন্য নির্মাতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-  নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারও আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি— তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক! একজন লিখেছেন, লজ্জা লাগছে আজকে আমার। আরেক নেটিজেন লেখেন, শব্দবাজিসহ সবরকম আতশবাজি নিষিদ্ধ হোক। সে উৎসবের দিন হোক বা অন্য আনন্দ ফুর্তির।  ফারুকীর এক ভক্ত লিখেছেন, আমাদের মতন অসভ্য কেউ নাই, ভাই।  গতকাল ছিল ২০২৩ সালের শেষ দিন। তাই নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুজুড়েই ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করেছেন সবাই। নানান ধরনের আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে ওয়েলকাম জানিয়েছেন ২০২৪ সালকে।  তবে এসব আতশ বাজির কারণে অনেক সময়ই ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও ভয় পেতে যান। মূলত এ কারণেই এমন স্ট্যাটাস দিয়েছেন ফারুকী।  ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে। শুধু তিশা-ফারুকী নয়, তাদের সঙ্গে সিনেমায় আরো অভিনয় করেছেন এই তারকা দম্পতির একমাত্র কন্যা সন্তান ইলহাম।  প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর মুক্তি পায়  নির্মাতা ফারুকী ও তিশার প্রেমের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’র প্রথম সিনেমা।
০১ জানুয়ারি ২০২৪, ১০:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়