• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
প্রতিবছর আমার জন্য রানী টাইপ ড্রেস নিয়ে আসতেন : ফারিন খান
ঈদুল ফিতরের আজ দ্বিতীয় দিন। আর এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই গিয়েছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েবফিল্ম শুরু করে নানা ধরণের কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ঈদ নিয়ে পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো ছোট ও বড় পর্দার অভিনেত্রী ফারিন খানের সঙ্গে। জানালেন ঈদ পরিকল্পনা সহ নানা কথা। আরটিভি : ঈদ কেমন কাটলো?  ফারিন : ঈদ সবসময় সাভারেই করি। অনেকেই মনে করেন আমার বাড়ি সাভারে। কিন্তু আমার আসল বাড়ি ইন্ডিয়ার বহরমপুরে। তারপর বাংলাদেশে আসার পর কুষ্টিয়ায় মাঝে মাঝে ঈদ করেছি। ইন্ডিয়ায় তেমনভাবে আমার ঈদ করা হয়নি। ইচ্ছে আছে ভবিষ্যতে সেখানে ঈদ করার। এবার ঈদ সাভারেই করেছি। আমি একটি এতিমখানার সঙ্গে সম্পৃক্ত আছি। ঈদের দিন ওখানেহ সময় দিয়েছি। ওদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছি। দুই বছর হলো আমি আমার ছোট খালুকে মিস করছি। কারণ দুই বছর হলো তিনি মারা গেছেন। উনার সাথে আমার ঈদের অনেক স্মৃতি আছে। আমার খালু বাংলাদেশ ব্যাংকে জব করতো ওখান থেকে বাসায় ফেরার আগে মানে সন্ধ্যার দিকে আমি তখন রোজ তাদের বাসায় যেতাম। দেখতাম নতুন জামা এনেছে কিনা? খালু রোজ বলতেন অনেক খুঁজেছি কিন্তু ভালো ড্রেস পায়নি। দেখা যেত ঈদের আগের দিন রাতে কল দিতেন বলতেন আমার জন্য সারপ্রাইজ আছে। আমি বাসায় গিয়ে আলমারি থেকে নতুন জামা বের করতাম। প্রতিবছর খালু আমার জন্য রানী টাইপ ড্রেস নিয়ে আসতেন। খালুকে এ বছর অনেক মিস করেছি। আরটিভি : ঈদ নিয়ে মজার কোন স্মৃতি? ফারিন : ছোট বেলায় ঈদে সালামির জন্য নতুন একটা ব্যাগ কিনতাম। আর ঐ ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতাম সালামি নেয়ার জন্য।     আরটিভি : তারকা হবার পর ঈদ কেমন কাটছে?  ফারিন : নিজের কাজ নিয়ে আসলে ঈদ কাটে তারকা হওয়ার পর। এবার ঈদেও আমার আটটি কাজ মুক্তি পাচ্ছে। সবাইকে দেখার অনুরোধ রইলো।  আরটিভি : ঈদে কোন কোন সিনেমা দেখা হবে?  ফারিন : শাকিব ভাই আমার অনেক পছন্দের নায়ক। তার কোন কাজ আমি মিস করি না। সবার আগে শাকিব ভাইয়ের রাজ কুমার দেখবো। এরপর মুক্তি পাওয়া সব সিনেমা গুলোই দেখবো।   
১২ এপ্রিল ২০২৪, ১৯:০৮

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসান-ফারিণ
অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে একটি লাইভ আপলোড হয়, কিন্তু আবার কয়েক ঘণ্টার মধ্যে মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। ভিডিওটি দেখে তাহসানের ফ্যানপেজে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মিমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। অন্যদিকে তাসনিয়া ফারিনও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম’। এরপর এই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যায় সোশ্যাল মিডিয়া, টিভি-নিউজ, বিনোদনমূলক পেজ ও বেশ কয়েকটি খবরের অনলাইন পোর্টালে। গত দুইদিন এই বিষয়টি নিয়ে দুই তারকাদের সঙ্গে যোগাযোগ করেও কিছু জানা যায়নি। অবশেষে তাহসান এবং ফারিন শুত্রবার (১ মার্চ) রাজধানীর একটি হোটেলে একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কিছুটা খোলাসা করেন।   তারা জানালেন, দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি। তারা ভক্তদের উদ্দেশে জানিয়েছেন সুস্থ-সবল আছেন আর আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।
০১ মার্চ ২০২৪, ২১:৪১

ফারিনের প্রথম
বর্তমান প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। নিয়োমিত কাজ করছেন নাটকে। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল ৩’ নাটকে কাজ করে সর্বশেষ আলোচনায় আসেন তিনি। পাশাপাশি তার অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন ফারিন। তিন জুটির গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি বানাচ্ছেন আলোক হাসান।   ‘ত্রিভুজ’এ  জুটি হিসেবে প্রথমবার পর্দায় হাজির হচ্ছেন ইমতিয়াজ বর্ষণ ও ফারিন খান। এতে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব। সমাজের উঁচু, নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে। পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে।  ফারিন খান বলেন, এর গল্পটি বেশ আলাদা। প্রথম শুনেই ভালো লেগেছে। ত্রিভুজ বিষয়টি এখানে একটি রহস্য। অনেকে শব্দটি বলতে যা বোঝেন আসলে এখানে ঠিক তা দেখানো হবে না। আর কাজটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি আসলে কাজে বিশ্বাসী। সেটা যে পর্দাতেই হোক না কেন। ভালো গল্প ও চরিত্র পেলে আমি উৎসাহী হই সে কাজে। এটাও তেমন একটি কাজ। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।   প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ধ্যাৎতারিকি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর সাময়িক বিরতি নিয়ে ফের কাজে ফিরেন তিনি। কাজ করেন একাধিক নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে। বর্তমানে তিনি নাটক ও ওয়েবেই বেশি মনোযোগী।
২১ জানুয়ারি ২০২৪, ১৮:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়