• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
জাতীয় ইভেন্টে পুরুষদের ম্যাচ পরিচালনায় নারী রেফারি
ইউরোপ আমেরিকা নয়, দৃশ্যটি ঢাকায় ৩৪তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার। দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন রেফারি ফারজানা আক্তার লিলি।  পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে লিলির হ্যান্ডবলে হাতেখড়ি গ্রামের স্কুল থেকে। জাতীয় পর্যায়ে একটি টুর্নামেন্টে স্কুল চ্যাম্পিয়ন হলেও খেলার দিকে বেশি ঝোঁকেননি তিনি। বরং রেফারিং-এর চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহ বরাবরই। তার ভাষ্য, ২০২০ সালে আমি একটি কোর্স করেছি। ট্রেনিং করেছিলাম। সেখান থেকেই আমার যাত্রা শুরু হয়। প্রথমে মহিলা প্রিমিয়ার লিগে রেফারিং করেছি। এরপর বিজয়ে কাপে রেফারিং করি। এবার প্রথমবার জাতীয় পর্যায়ে করছি। তিনি যোগ করেন, আমার নার্ভাসনেস কাজ করেনি। আমি শুরু থেকেই পেশাদার কাজ করছি। সামাজিক বাধা আটকাতে পারেনি, গণবিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের প্রথমবর্ষের শিক্ষার্থী লিলিকে। পুরুষতান্ত্রিক প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে ঠিকই প্রতিভার বিকাশ ঘটান। নিজের কাজে শতভাগ মনোযোগী লিলি পুরুষকে দেখেন সহযোগী হিসেবেই। লিলির মন্তব্য, আমরা দুইজন মেয়ে এখানে কাজ করছি। শুরু থেকেই সহযোগিতা পাচ্ছি। এই পাটাতনে দাঁড়িয়ে নিজের দক্ষতা বৃদ্ধিতে সদা তৎপর হ্যান্ডবলকে আবেগ বানানো লিলি। শুধু জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকতে চান না। নিজের অগ্রযাত্রায় দেশের মেয়েদেরও অনুপ্রাণিত করতে চান ফারজানা আক্তার লিলি।
০৮ মার্চ ২০২৪, ১৫:০৯

‘বাবার আদর্শ ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই’
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার উম্মে ফারজানা। মনোনয়ন পেয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমার বাবা দল ও গণমানুষের জন্য জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন। তার আদর্শ ধরে দেশের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই। সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ থেকে এমপির মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এসব কথা বলেন উম্মে ফারজানা। তিনি ময়মনসিংহ-৮ আসনের সাবেক এমপি আব্দুস সাত্তারের মেয়ে। মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার কথা উল্লেখ করে উম্মে ফারজানা বলেন, আমার বাবা দলের জন্য কয়েকবার ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী বাবার প্রতি সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। বাবার আদর্শকে ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো। এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষাসহ এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে চাই। প্রসঙ্গত, ব্যারিস্টার উম্মে ফারজানা কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১০ সালে ঢাকা বারের সদস্য এবং ২০১৩ সাল থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়