• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
দুর্গম চরে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করল প্রচেষ্টা ফাউন্ডেশন
নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দুর্গম চরে আশ্রয় নিয়েছে প্রায় ৯০ টি পরিবার। কুড়িগ্রাম সদর থেকে অটোরিকশা, তারপর ঘোড়ার গাড়ি, সবশেষে নৌকায় করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে। মূল শহর থেকে অনেক দূর ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সেখানকার বাসিন্দারা থাকেন নিদারুণ কষ্টে।   শুক্রবার (২২ মার্চ) দুপুরে সেই দুর্গম চরে দেখা মিললো একদল স্বেচ্ছাসেবীর, যারা রমজানের খাদ্যসামগ্রী নিয়ে এসেছেন সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য। খাদ্যসামগ্রীতে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি ছোলা। অভাব অনটনে থাকা চরের এই মানুষগুলো তাতেই খুশি। ‘বাহে বুটের যে দাম, আইজ ৮ দিন থাকি চাইল ভাজা দিয়া ইফতারি করি। ছোলা বুটের নাগাল না পাই। চাউল, ডাইল, বুট পায়া খুব ভালো নাগছে।’ খাদ্য সামগ্রী পাবার পর এভাবেই কথাগুলো বলছিলেন চরের বাসিন্দা ছামিনা বেগম।  পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেটের সহায়তায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করে প্রচেষ্টা ফাউন্ডেশন। আর তাদের আর্থিকভাবে সহায়তা করে আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট। প্রচেষ্টা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান  বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতেই আমরা কাজ করি। রমজামের শুরু থেকেই তৃপ্তির রমজান ক্যাম্পেইনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। কুড়িগ্রামের দুর্গম চরের এই মানুষগুলোর পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।’ যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘এখন জিনিসপত্রের যে দাম, কুড়িগ্রামের একটি প্রত্যন্ত এলাকায় ঢাকা থেকে এসে এই রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ করল সংগঠনটি। এতে চরের সুবিধাবঞ্চিত মানুষগুলো খুবই খুশি। এ রকম মানবিক কাজ সবার করা দরকার।’
২৩ মার্চ ২০২৪, ১৭:২০

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করল ইসলামিক ফাউন্ডেশন
হিজরি ১৪৪৫ সনের হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। এর আগে, গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন। নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।
২৩ মার্চ ২০২৪, ২০:২০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৪৪ প্রাণ
চলতি বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সড়ক, নৌ ও রেলপথে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। ৯৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৩টি জাতীয় মহাসড়কে, ২৩৪টি আঞ্চলিক সড়কে, ৯৩টি গ্রামীণ সড়কে, ৭২টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি সংঘটিত হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান অনুয়াযী, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনা এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২০ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। উল্লেখ্য, জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৭২ জনের মৃত্যু হয়েছিল।
১৩ মার্চ ২০২৪, ১৪:৪৮

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল
রহমত, বরকত, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। তারাবি নামাজের মধ্য দিয়ে সোমবার (১১ মার্চ) শুরু হয়েছে মাহে রমজানের আনুষ্ঠানিকতা। প্রথম তারাবিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ পাড়া-মহল্লার মসজিদেও মুসল্লিদের ঢল নেমেছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ পাড়া-মহল্লার মসজিদেও তিল ধারণের জায়গা নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়েও মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী, তারাবির নামাজে প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করতে হবে। সারাদেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে একই পদ্ধতিতে তারাবি নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই রাজধানীসহ সারাদেশেই বিরাজ করছে রোজার আমেজ। ভোরে সেহরি খেয়ে এবারের প্রথম রোজা রাকবেন মুসল্লিরা।
১১ মার্চ ২০২৪, ২৩:৩০

তারাবিতে কোন দিন কত পারা পড়াতে হবে, জানাল ইসলামিক ফাউন্ডেশন
পবিত্র রমজানের গুরুত্বপুর্ণ ইবাদত ও সুন্নত আমল তারাবি। এই নামাজ কেউ একা পড়েন, আবার কেউ মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে পড়ে থাকেন। বিশেষ করে একেক মসজিদে একেক নিয়মে তারাবি পড়ার কারণে অনেক মুসল্লি কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও বঞ্চিত হন। এ অবস্থায় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  শুক্রবার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়। এতে বলা হয়, পবিত্র রমজানে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবি নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তেলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এর পরিপ্রেক্ষিতে মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ অবস্থায় দেশের সব মসজিদে খতমে তারাবি নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
০৮ মার্চ ২০২৪, ২২:৩৫

ঢাকায় চারদিনব্যাপী কোরআন বিষয়ক ওয়ার্কশপ ও প্রদর্শনী চলছে
বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ‘কোরআনের দিনগুলো’ শীর্ষক চারদিনব্যাপী কোরআন বিষয়ক ওয়ার্কশপ ও প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বশিরুল আলম এই ওয়ার্কশপ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।  ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কনস্যুলার (ইকোনোমিক অ্যাফেয়ার্স) মাহমূদ খোসরাভী এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। অনুষ্ঠানে ড. বশিরুল আলম বলেন, ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে দেশটি অত্যন্ত সমৃদ্ধ। সারাবিশ্বে ইসলামের প্রচার প্রসারে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুজন বাংলাদেশি প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছে। তাদের জন্য আমরা গর্ববোধ করি।  তিনি আরও বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা আশা করি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আগামীতে ইরানের সঙ্গে বাংলাদেশের ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বলেন, পবিত্র কোরআন এসেছে মানুষকে হেদায়েতের জন্য। আল্লাহর বান্দা হিসাবে আমাদের দায়িত্ব কোরআন চর্চা করা। মুসলমান এবং আল্লাহর বান্দা হিসেবে আমাদের প্রত্যেকের ওপর দায়িত্ব কোরআনের সঙ্গে পরিচিত হওয়া। এক কথায় বলতে গেলে কোরআন এসেছে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাই উত্তম জীবন যাপনের জন্য আমাদের কুরআনকে অনুসরণ করতে হবে। ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কনস্যুলার মাহমূদ খোসরাভী এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।  আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়ার্কশপ ও প্রদর্শনী চলবে। শবেবরাত উপলক্ষে আজ (সোমবার) বন্ধ রয়েছে। ইরানের বিখ্যাত কারী ও কোরআনের শিল্পীরা এই প্রদর্শনী ও ওয়ার্কশপ পরিচালনা করছেন।  
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৯

নতুন ঘর পেয়ে খুশি গফুর 
সন্দ্বীপের মুছাপুর গ্রামের বাসিন্দা মো. গফুর। জরাজীর্ণ, ভাঙাচোরা আর জোড়াতালি দেয়া ঘরে স্ত্রী রোকেয়া বেগম এবং দুই মেয়ে নুর নাহার পলি ও মহিমাকে নিয়ে বসবাস করে আসছিলেন। ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর এগিয়ে আসে ইরামন নামে সেচ্ছাসেবী সংগঠন। ইরামন ফাউন্ডেশনের অর্থায়নে টিনের নতুন ঘর করে দেওয়া হয়।  নতুন ঘর পেয়ে গফুরের স্ত্রী রোকেয়া বেগম বলেন, একটু বৃষ্টি হলে আমার ঘরে পানি পড়তো। পলিথিন টানিয়ে পানিপড়া বন্ধ করতাম। রাতে আকাশে মেঘ দেখলেই ভয়ে থাকতাম, মনে হয় আজ সারারাত জেগে থেকে পানি সরাতে হবে। দুটি মেয়ে নিয়ে অনেক দুঃখে কষ্টে রাত পার করতাম। খেয়ে না খেয়ে দিন কাটাতাম। মুন্না স্যারেরা আমাদের মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক।  ইরামন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. রুস্তম বলেন, ফেসবুকের মাধ্যমে অসহায় গফুরের ভাঙ্গা ঘরে তার সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে এমন সংবাদ দেখতে পেয়ে ইরামন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকবর হায়দার মুন্না সাহেব আমাদেরকে ঘরটি করে দেয়ার নির্দেশ দেন।  আমরা তাদেরকে বসবাস উপযোগী একটি নুতন ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। সেই লক্ষ্যে গফুরের পরিবারের নিকট গৃহ নির্মাণের টিন ও কাঠসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করেছি। আজ ঘরটি পূর্ণাঙ্গ রূপে তৈরি করে পরিবারটির কাছে হস্তান্তর করে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সামান্য সহযোগিতায় অসহায় পরিবারটির মুখে হাসি ফুটেছে। তাতে আমরা গর্ববোধ করছি। সমাজের সকল বিত্তবানরা এই সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ইরামন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হায়দার মুন্না বলেন, আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই হত-দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা অসহায় ও দুস্থদের শিক্ষা-চিকিৎসায় সহায়তা ও বাসস্থান নির্মাণ করে দিয়ে থাকি। এর আগে গত বছরের জুনেও সন্দ্বীপের একটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছি। সম্প্রতি আমরা খুলনার মংলা থানার মাদুর-পালটা গ্রামে চার সদস্যের একটি পরিবারকে বসতের, একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের ছয় সদস্যের একটি পরিবারকে বসতের তৈরি করে দিয়েছি। ইরামন ফাউন্ডেশন আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশেও দাঁড়ায়। গত বছরের এপ্রিলে সাতক্ষীরার শ্যামনগর থানার গড়কুমারপুর গ্রামে অন্তত ৪১টি পরিবারের জন্য নলকূপ স্থাপন করেছি। তিনি আরও বলেন, ইরামন ফাউন্ডেশন এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি নলকূপ (চাপকল) প্রতিস্থাপন করেছে। রংপুরে একসঙ্গে ৫ পরিবারকে এবং যশোরেও ঘর নির্মাণ করেছে। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আকবর হায়দার মুন্না নিজে উপস্থিত থেকে ঘর হস্তান্তর করা হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার আকবর হোসেন, এম কে মিশন, মো. রুস্তম, ইরামন ফাউন্ডেশনের আজীবন সদস্য আবির, জয়, ফরহাদ, এমিলসহ টিম কম্ফিটের খেলোয়ারবৃন্দ।  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৬

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
১২ মার্চ পবিত্র রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি (সোমবার) ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

শখের প্রসাধনী ফ্রিজে রাখছেন কি 
প্রসাধনী সংরক্ষণের ক্ষেত্রে যত্নশীল না হলে তার বেহাল দশা হয়। আর প্রতি মৌসুমে প্রসাধনী সংরক্ষণের ক্ষেত্রে আলাদা পন্থা অবলম্বন করতে হবে। প্রসাধনী ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হলো ফ্রিজে রাখা। অনেকেই সাজগোজের সামগ্রী ফ্রিজে রাখেন, এতে ভালো থাকবে প্রসাধনী। তাই বলে সব কিছুই কী আর ফ্রিজে রাখা যায়? তাই ফ্রিজে কোন প্রসাধনী রাখবেন আর কী রাখবেন না তা জানা জরুরি। একনজরে দেখ নিন কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখবেন। জেনে নিন ফ্রিজে কোন প্রসাধনী রাখবেন- >> নিয়মিত রূপচর্চায় ব্যবহৃত হয় টোনার। বিশেষজ্ঞদের মতে, টোনার ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে।  >> এ ছাড়া নাইট ক্রিম বা ডে ক্রিম ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা আই ক্রিম চোখে লাগালে দূর হয় ডার্ক সার্কেলের সমস্যা। >> অনেকেই ফ্রিজে লিপস্টিক রাখেন। এতে লিপস্টিকের মধ্যে থাকা তেল ভালো থাকে। ফলে দীর্ঘদিন লিপস্টিকের রং এক থাকে ও আর্দ্রভাবও নষ্ট হয় না। >> পাশাপাশি ফ্রিজে রাখতে পারেন অ্যালোভেরা জেল। ত্বকে ট্যান পড়লে বা পুড়ে গেলে ঠান্ডা অ্যালোভেরা জেল ব্যবহার করলে কাজ হবে। >> নেলপালিশও ফ্রিজে রাখতে পারেন। এতে নেলপালিশ জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে না। আর ঠান্ডা নেলপালিশ নখে দীর্ঘদিন থাকে। >> সানস্ক্রিন ব্যবহারের পরেই ফ্রিজে ঢুকিয়ে রাখুন। কারণ বাইরের তাপে সানস্ক্রিনের এসপিএফ নষ্ট হয়ে যায়। >> যে কোনও ধরণের লিক্যুইড মেকআপ ফ্রিজে রাখলে সেটা চলে অনেকদিন। বিশেষ করে লিক্যুইড ফাউন্ডেশন বা জেল জাতীয় ক্রিম ফ্রিজে রাখলে তা ভালো থাকে। এ ছাড়া ময়শ্চারাইজারও ফ্রিজে রাখা যায়।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়