• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ (শনিবার)। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে জামালপুরের মাদারগঞ্জ চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে রংপুরের মিঠাপুকুর তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ লালমনিরহাটের পাটগ্রাম টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ দুটি হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর প্রেরণাধাত্রী সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে। ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ০১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ০১৮ জন ছাত্রী এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশ নিয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের হলরুমে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী রুমান আলী জানান, শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট দুটির ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধামন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২০ এপ্রিল ২০২৪, ০৮:৪১

জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয় পেয়েছিল লিভারপুল। তবে এই জয় অলরেডদের কোনো কাজেই এলো না। প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে ছিল মোহাম্মদ সালাহর দল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরে থেকে বিদায় নিলো ক্লপের শিষ্যদের। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইতালির গিউইস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক আটালান্টার বিপক্ষে ১-০ জয়ের পরও সেমিফাইনালে যাওয়া হলো না রেডস বাহিনীর।  প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করে লিভারপুল। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের গোল এনে দেন মোহাম্মদ সালাহ। এনফিল্ডে তিন গোলের বড় হারের পর এমন শুরুই প্রত্যাশিত ছিল। এরপর ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। ওই এক গোলেই প্রথমার্ধে লিভারপুলকে আটকে ফেলে আটালান্টা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে বেশ রক্ষণাত্মক খেলতে থাকে আটালান্টা। ৭১ ভাগ বল দখল রাখা লিভারপুল অন টার্গেটে পাঁচটি শট নিয়েছিল। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও আটালান্টার ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফলে দুই লেগ মিলে ৩-১ ব্যবধানে হার নিয়ে কোয়ার্টার ফাইনালেই থামে ইংলিশ জায়ান্টরা।  
১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৭

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
আগামী শনিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে আর্মি স্টেডিয়ামের হল রুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। তিনি বলেন, দল ও খেলোয়াড় সংখ্যা বিবেচনায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’ বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে।  প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে।  ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্রী এ টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। এ সময় সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।
১৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৯

মোবাইলে দেখবেন যেভাবে বিপিএলের ফাইনাল
বিপিএলের দশম আসরের গ্র্যান্ড ফাইনালে আজ (১ মার্চ) তারকায় ঠাসা ফরচুন বরিশালের বিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এবার টিভির পাশাপাশি অনলাইনেও বিপিএলের ফাইনাল দেখার সুযোগ আছে। বিপিএলের দশম আসরের মিডিয়া রাইটস কিনেছে গাজী টিভি এবং টি স্পোর্টস। দেশের বেসরকারি এই দুই চ্যানেলে এবারের বিপিএল ফাইনাল উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।  রোমাঞ্চকর এই লড়াই দেশের বাইরে উপভোগেরও সুযোগ রয়েছে। বিশ্বের ৬৪টি দেশ থেকে বিপিএল ফাইনাল উপভোগ করা যাবে। যা বিপিএল সম্প্রচারের ইতিহাসে নতুন মাইলস্টোন। এদিকে নিজের কাজের ফাঁকে বিপিএলে প্রিয় দলের খবর রাখার চেষ্টা করেন সমর্থকরা। ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই টিভিতে খেলা দেখা সম্ভব হয়ে উঠে না। শেষ পর্যন্ত মোবাইলই তাদের জন্য শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এবারের বিপিএলের ফাইনাল অনলাইনে দেখার সুযোগ রয়েছে। মোবাইল কিংবা পিসি, যেকোনো ডিভাইস থেকেই ফাইনাল ম্যাচ উপভোগ করা যাবে। অনলাইনে র‌্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে ফাইনাল সরাসরি সম্প্রচারিত হবে। বিশ্বের অন্যান্য প্রান্তে টি-স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিপিএলের ফাইনাল উপভোগ করা যাবে।
০১ মার্চ ২০২৪, ১৪:২১

রোনালদোর গোলে কোয়াটার ফাইনালের পথে আল নাসর
চলতি বছরটা ‍দুর্দান্তভাবে কাটিয়েছে পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও দেশের হয়ে সর্বোচ্চ গোল করেন তিনি। নতুন বছরের শুরুটাও করেছে দুর্দান্তভাবে। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে রোনালদোর এক মাত্র গোলে আল ফায়হাকে হারাল আল নাসর।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করে আল নাসর। কিন্তু কোনো গোল না পেয়ে হতাশ হন রোনালদো। পর্তুগিজ তারকার কয়েকটি শট রুখে দেন আল ফায়হার গোলরক্ষক ভ্লাদিমির স্টোজভিক। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রোনালদোর একটি দুর্দান্ত হেডও রুখে দেন সার্বিয়ান এই গোলরক্ষক। এ ছাড়া আল নাসর তারকা এন্ডারসন তালিস্কার শটও ফিরিয়ে দেন তিনি। আল ফায়ার বিপক্ষে এর আগে দুই ম্যাচ খেলে একটিতেও গোল পাননি রোনালদো। তৃতীয় ম্যাচে গোল না পাওয়ার দিকেও হাঁটছিলেন তিনি। তবে ম্যাচের ৮১তম মিনিটে মার্সেলো ব্রজোভিচের ফ্লিক থেকে দারুণ ভলিতে বছরে নিজের প্রথম গোলটি করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। রোনালদোর এই গোলে অবশ্য ভাগ্যের হাত আছে বলে মনে করেন আল ফায়া কোচ। তিনি বলেন, আল নাসরকে গোল করতে সাহায্য করেছিল ভাগ্য।  সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, এই মৌসুমে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি করতে থাকব আমি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব।  রোনালদোর ক্লাব ক্যারিয়ারের হাজারতম ম্যাচ এটি। ২০০২ সালে ক্লাবের খেলায় অভিষেকের পর এখন পর্যন্ত গোল করেই চলেছেন ৩৯ বয়সী পতুগিজ তারকা। এর মধ্যে এই ২২ বছরের ক্যারিয়ারে প্রত্যেক বছরই গোল পেয়েছেন তিনি।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪

দেশে ফিরেই পরীর সঙ্গে ফাইনাল কথা বলবেন মারুফ
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় নায়ক কাজী মারুফ। সেখান থেকেই ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সিনেমার জন্য নায়িকা হিসেবে অভিনেতার পছন্দের তালিকায় রয়েছেন পরীমণি। ইতোমধ্যে ‘রাজা গোলাম’ সিনেমায় অভিনয়ের বিষয়ে পরীমণির সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন সিনেমাটির নির্মাতা। এবার জানা গেল, দেশেই ফিরেই নায়িকার সঙ্গে চূড়ান্ত আলাপ করবেন মারুফ। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে মারুফ বলেন, ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। সিনেমার গল্প পরীমণিকে শোনানো হয়েছে। তবে ফাইনাল কোনো কথা হয়নি। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ করব।   তবে এর আগে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তি দেবেন বলে জানান মারুফ। এরপরই একটানা শুটিং হবে ‘রাজা গোলাম’ সিনেমার। জানা গেছে, ‘গ্রিন কার্ড’র মুক্তিকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমার গান মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন মারুফ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ। শুধু তাই নয়, পারিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।    ‘গ্রিন কার্ড’ সিনেমায় মারুফের বিপরীতে দেখা যাবে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন— নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩

সেনবাগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে বক্স আলী মিয়াজী বাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর বক্স আলী মিযাজী বাড়ীর সামনে এ খেলা অনুষ্ঠিত হয়।   স্পোর্টিং ক্লাবের সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ছাত্র নেতা রিয়াদ মিয়াজীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও বেঙ্গল গ্রুপের পরিচালক ফিরোজ আলম টিপু।  এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগান, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম মেম্বারসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে অতিথিরা বিজয় ও আনার আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। রাকিব একাদশ আবদুল্লা একাদশের মধ্যেকার খেলায় রাকিব একাদশ চ্যাম্পিয়ন হয়।
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়