• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা-আইন-সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন প্রিয়ন্তী মন্ডল। তিনি খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তিনি ১০৫ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। এবার বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন প্রতীক রসূল। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১১১.২৫। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১১০০৭৩৭। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী। চারুকলা ইউনিটে প্রথম হয়েছেন মো. বাঁধন তালুকদার। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৯৮.১৬। তার পরীক্ষার রোল নাম্বার ৫১০৬৩৮৯। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী।   ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন অথৈ ধার। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫.৫০। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩২০৩৪৫১। তিনি চট্টগ্রাম গভ কমার্স কলেজের শিক্ষার্থী।   
২৮ মার্চ ২০২৪, ১৭:৪১

জাবির ‘বি’ ইউনিটের ফলাফল নিয়ে বিতর্ক, পুনরায় প্রকাশ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্কের জেরে পুনঃনিরীক্ষণের পর পুনরায় ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল পুনঃনিরীক্ষণে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা পরিবর্তন হলেও মূল মেধাক্রমের কোনো পরিবর্তন হয়নি। সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ। পুনঃনিরীক্ষণের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পূর্ববর্তী মেধাতালিকায় ছাত্রদের মাঝে ৬০৭ জন ও ছাত্রীদের মাঝে ৩২৫ জন অর্থনীতি বিভাগে মনোনীত হওয়ার যোগ্যতা অর্জন করলেও ফল পুনঃনিরীক্ষণে তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৬২২ ও ৪৯০ জনে। তবে পূর্ববর্তী ও পরিবর্তিত মেধাতালিকা অপরিবর্তিত রয়েছে। বি ইউনিটের টেকনিক্যাল কমিটির সদস্য ও আইআইটির পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার বলেন, ফলাফল পুনঃনিরীক্ষণের বিষয়ে মেধাতালিকার প্রতিটি শিক্ষার্থীদেরকে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে সব তথ্য জানতে পারবে। এ ছাড়া পুনঃনিরীক্ষণে মেধাতালিকার কোনো পরিবর্তন ঘটবে না। মেধাক্রম অনুসারে সকলের ভর্তি নেওয়া হবে তাই কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিষয়ভিত্তিক নাম্বার দেখানো হয়েছে। সে জায়গায় এক সেগমেন্টের নাম্বার অন্য সেগমেন্টে চলে যাওয়ায় ফল পুনঃনিরীক্ষণ করা হয়। ভুল ইনপুটের জন্য সাধারণ জ্ঞানের নাম্বার গণিতে এবং গণিতের নাম্বার সাধারণ জ্ঞানে পরিবর্তন হয়। তবে এতে মেধাতালিকার কোনো পরিবর্তন হয়নি, শুধু অর্থনীতি বিভাগে মনোনীত হওয়ার যোগ্যতার তালিকা পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণের ব্যাপারে শিক্ষার্থীদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া সিরিয়াল অনুযায়ীই বাকি বিভাগগুলোতে ভর্তি নেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা উপাচার্যের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। তিনি ভর্তি পরীক্ষার ফলসংক্রান্ত যেকোনো জটিলতা গুরুত্বের সঙ্গে সমাধানের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে, শুক্রবার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়। ফলাফলে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন তৌহিদুল ইসলাম। তিনি মোট ৮৩ নম্বর পেয়েছেন। অপরদিকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন মোসাম্মৎ মারিয়া জাহান। তিনি মোট ৭৪ দশমিক ২০ নম্বর পেয়েছেন।
০৪ মার্চ ২০২৪, ২৩:৪৬

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইমরানের পিটিআই
নির্বাচনের এতদিন পরও পাকিস্তানে কোনো দল সরকার গঠন করতে পারেনি। এরই মধ্যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।   শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালতে এই সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে পিটিআই। পিটিশনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১৮০টি আসনে জয়ী হয়েছে পিটিআই। কিন্তু কারচুপি ও কারসাজির মাধ্যমে মাত্র ৯২টি আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে। দলটিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এই ‘ডাকাতি’ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পিটিশনে। সর্বোচ্চ আদালতে পিটিশন জমা দেওয়ার তথ্যটি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা শের আফজাল মারওয়াত। তিনি আরও জানিয়েছেন, পিটিশনে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করেন আলী খান নামে অবসরপ্রাপ্ত এক পাকিস্তানি সেনা কর্মকর্তা। বুধবার  সেই আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেন আদালত। তবে সেদিন আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় সেই পিটিশন বাতিল করে দেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আলী খানকে ৫ লাখ রুপি জরিমানা করেন সর্বোচ্চ আদালত। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে পাকিস্তানে। ১১ ফেব্রুয়ারি সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি, তার মধ্যে নির্বাচন হয়েছে ২৬৫টি আসনে। কোনো দল যদি সরকার গঠন করতে চায়, তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলির অন্তত ১৩৩টি আসনে সেই দল বা জোটকে জয়ী হতে হবে। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবচেয়ে বেশি আসন পেয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে কারাবন্দি নেতা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)— ৯২টি আসন। পিটিআইয়ের পর এই তালিকায় যথাক্রমে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)— ৭৫টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)— ৫৪টি আসন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)— ১৭টি আসন, জামায়াতে উলামায়ে ইসলাম- ফজলুর (জেইউআইএফ)—৪টি আসন এবং স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৯টি আসন। অর্থাৎ কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসন পায়নি। এই অবস্থায় জোট সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয় পিএমএলএন এবং পিপিপির মধ্যে। ১২ দিন ধরে আলোচনার পর ঐকমত্যে পৌঁছায় পিএমএলএন এবং পিপিপি; সিদ্ধান্ত হয়— পিএমএলএনের চেয়ারম্যান শেহবাজ শরিফ পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন, আর রাষ্ট্রপতি হবেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির পিতা ও দলটির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৬

পাকিস্তানের নির্বাচনের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণে হোয়াইট হাউস
হোয়াইট হাউস বলেছে, পাকিস্তানে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও দমনের খবরে তারা উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, আমরা উদ্বিগ্ন, ভোটারদের দমন পীড়ন ইত্যাদি বিষয়ে আমরা পাকিস্তান থেকে যেসব প্রতিবেদন শুনেছি তা নিয়ে আমাদের উদ্বেগ জানাচ্ছি। সুতরাং, আমরা পাকিস্তানের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হোয়াইট হাউসে জাতীয় সুরক্ষা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমি যতটুকু বুঝেছি, এখনো ভোট গণনা হচ্ছে, তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখনো এসব হিসাব দেখছেন। এক প্রশ্নের জবাবে কিরবি বলেন, আমি এই প্রক্রিয়ার আগে কোন কথা বলব না। ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি, যিনি হাউস চায়না কমিটির কো-চেয়ার, বিজয়ীর স্বীকৃতি বিলম্বিত করার জন্য স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে কৃষ্ণমূর্তি বলেন, বৃহস্পতিবারের নির্বাচনের ফল পাল্টে দিতে পাকিস্তানের সেনাবাহিনী ভোট কারচুপি ও সহিংসতায় লিপ্ত রয়েছে এমন অসংখ্য খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের নির্বাচনের ফলাফলে অবশ্যই দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে, সেনাবাহিনীর নয়। প্রতিটি ভোট যাতে সুষ্ঠু ও নির্ভুলভাবে গণনা করা হয় এবং যেকোনো মূল্যে সহিংসতা প্রতিরোধ করা যায় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো জরুরি। কৃষ্ণমূর্তি বলেন, যেহেতু আমরা পাকিস্তানের ফলাফল পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি, তাই আমি স্টেট ডিপার্টমেন্টকে এই অভিযোগগুলো পুরোপুরি পর্যালোচনা না করা পর্যন্ত বিজয়ীকে স্বীকৃতি দিতে বিলম্ব করার আহ্বান জানাচ্ছি।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৪

ভোটের ফলাফল নিয়ে ১৪ দলে বিরূপ প্রভাব পড়বে না : মেনন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ১৪ দলে বিরূপ প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের ফলাফল মূল্যায়ন নিয়ে দলগুলো এখন পর্যন্ত নিজেরা বসতে পারেনি। তবে এ নিয়ে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া হবে বলে মনে করি না। রাশেদ খান মেনন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ভোটের পরে যেসব বিদেশি রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের কূটনৈতিক তৎপরতার রুটিন ওয়ার্ক। তাদের এসব প্রতিক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। বিদেশি কয়েকটি রাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের হস্তক্ষেপ নির্বাচনকে অবাধ করার উদ্দেশ্যে ছিল না। তারা হস্তক্ষেপ করেছিল নির্বাচন বানাচাল করার জন্য। বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। সভায় ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতানসহ আরও বেশকয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
১৬ জানুয়ারি ২০২৪, ২৩:১৮

কুড়িগ্রামে দুটিতে আ.লীগ, জাতীয় পার্টি-স্বতন্ত্র একটিতে জয়ী
কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনের মধ্যে বেসরকারি ফলাফলে দুটি আসনে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি এবং একটি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ রোববার (৭ জানুয়ারি) রাতে কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জানা যায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ২৮ হাজার ২৬৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান। তার প্রাপ্ত ভোট ৮৮ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রার্থী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে মো. আব্দুল হাই পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬ ভোট।  কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ৫৫ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডা. হামিদুল হক খন্দকার। তার প্রাপ্ত ভোট এক লাখ ২ হাজার ১২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৬ হাজার ৯৪৫ ভোট।  কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৭ হাজার ৮৫২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। তারপ্রপ্ত ভোট ৫৩ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার পেয়েছেন ৩৫ হাজার ৫১৫ ভোট।  কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে ৭৩ হাজার ৯৭৪ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের তরুণ প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬৫৮। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসী। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৬৮৪।
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭

বিরোধীদের বয়কট মানেই নির্বাচনের ফলাফল বাতিল নয় : পাউলো কাসাভা
বিরোধীদের নির্বাচন বয়কট মানেই নির্বাচনকে অবৈধ কিংবা অংশগ্রহণমূলক হয়নি—এমন বলা যায় না বলে মন্তব্য করেছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাউলো কাসাভা। আরও পড়ুন : চাঁদপুরের ৫টি আসনেই নৌকার জয়     সোমবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।   পাউলো কাসাভা বলেন, নির্বাচন বয়কট মানেই এই নয় যে নির্বাচন অবৈধ কিংবা অংশগ্রহমূলক হয়নি। এখানে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ যথেষ্ট ভালো ছিল। প্রিসাইডিং অফিসাররা দারুণ কাজ করেছে। আরও পড়ুন : জয় লাভ করেই ফেরদৌসের নতুন কর্মসূচি   পাউলো কাসাভা আরও বলেন, নির্বাচনে না এসে বিএনপি খেলার বাহিরে নিজেকে নিয়ে গেছে। ট্রেন মিস করেছে। যে ভুল আগামীতে দলটি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭

ময়মনসিংহে নৌকা ৪ ও স্বতন্ত্র ৬, একটির ফলাফল স্থগিত  
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ২টি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ভোটের ফলাফলে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তারা। ফলে ক্ষমতাসীনদের সঙ্গে আসন ভাগাভাগিতে পাওয়া এই দুইটি আসনেও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের কাছে। এ নিয়ে ময়মনসিংহের ১১টি আসনের মধ‍্যে ৬টিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। এবং ৪টি আসনে বিজয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। এতে উচ্ছ্বসিত বিজয়ীদের কর্মী-সমর্থকরা।  রোববার (৭ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকতার্রা এই ফলাফল ঘোষণা করেন। তবে ময়মনসিংহ-৩ আসনে ভোটের পরিসংখ্যানে নৌকা এগিয়ে থাকলেও হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এই আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।  এ ছাড়া ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ১৪৩টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান সংসদ সদস্য জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৮৯২ ভোট। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১৭৪টি কেন্দ্রে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি নৌকা প্রতীকে ২ লাখ ৬০ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন মাত্র ১২ হাজার ১৫ ভোট।  ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৯২ কেন্দ্রে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩,১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২,২১১ ভোট। তবে একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এই আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।  ময়মনসিংহ-৪ (সদর) আসনে ১৭৭ প্রাপ্ত কেন্দ্রে মোহিত উর রহমান শান্ত নৌকা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৪৬ ভোট। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ১০৪ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৬৮ ভোট।  ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ১২১ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান এমপি মোসলেম উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট।   ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ১২০ কেন্দ্রে ১২০ স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান এমপি হাফেজ রুহুল আমিন মাদানি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট।  ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ৯২টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার বতর্মান এমপি ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।  ময়মনসিংহ-৯ (নান্দাইল)  আসনে ১২১টি কেন্দ্রে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮০ হাজার ৭৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৫৮৬ ভোট। ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে  ১১১টি কেন্দ্রে বতর্মান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে টানা তৃতীয় বার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা ড. আবুল হোসেন দীপু ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট।   ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১০৫ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।  
০৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬

ময়মনসিংহ-৩ / এক কেন্দ্রের সব ব্যালট বাক্স ছিনতাই, বন্ধ পুরো আসনের ফল
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ফলাফল ঘোষণা করা হলেও একটির ফলাফল স্থগিত করা হয়েছে।  এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ জানুয়ারি) দিনভর নানা অনিয়ম-সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোটগ্রহণ। বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একইসঙ্গে কেন্দ্র দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনাও ঘটেছে। ফলে এই এক কেন্দ্রের অনিয়মে আটকে গেল ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল। জানা গেছে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় ফলাফল স্থগিত রয়েছে। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নির্বাচনী অনিয়ম নিয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। তবে দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে। তারপরও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আরো লোকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে। সব ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সবাইকে একটি কক্ষে অবস্থান করার নির্দেশ দেন। সব ব্যালট বাক্স যেহেতু ছিনতাই হয়ে গেছে, সেখানে ভোট গণনার প্রশ্নই আসে না। তাছাড়া আমিতো এখানকার লোকাল না। তাই কাউকে চিনতে পারিনি। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 
০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়