• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
ফরিদপুর শহরতলীর কানাইপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।  সোমবার (২২ এপ্রিল) দুপুরে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (২১ এপ্রিল) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে চারটি কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। তা হলো- ঈদের পরে বাসচালকের দীর্ঘ সময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম; দুটি যানের অধিক গতি; মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশা-ভ্যানের উপস্থিতি। হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান সোমবার বলেন, গাড়িচালককে র‍্যাব আটক করেছে, তা জানতে পেরেছি। তবে চালককে এখনও হাইওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। হাইওয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার পর চালককে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  নারী, পুরুষ, শিশুসহ ১৫ জন নিহত হন।
২২ এপ্রিল ২০২৪, ২২:১১

ফরিদপুরের সাবেক চেয়ারম্যান ভোলা মাস্টারের ওপর হামলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনী এজেন্ট ও জেলার প্রবীণ রাজনীতিবিদ শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় জেলার আলম মোল্লা ডাঙ্গী এলাকায় একই আসনের নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালায়। এ ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছে। আহত ভোলা মাস্টারকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাড়া আহত অন্যদের মধ্যে পান্নু, সজীব, খোকন সরদার ও কাইয়ুম হাসানের নাম জানা গেছে। চিকিৎসকরা জানান, ভোলা মাস্টারের মাথার মাঝখানে ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান চারটি সেলাই লেগেছে। এ ছাড়া তার দুই চোখের মাঝখানে আঘাত লেগেছে। আহত ভোলা মাস্টারের মাথার ভেতরের অবস্থা দেখার জন্য সিটিস্ক্যান করতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে ভোলা মাস্টারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ৮-১০টি মোটরসাইকেলে এসে হামলাকারীরা ‘ধর ধর’ বলে ভোলা মাস্টারের ওপর হামলা চালায়। ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ব শোয়েবুল বলেন, আমাদের নির্বাচন বানচাল করতে ভোলা মাস্টারের ওপর আতর্কিত হামলা চালানো হয়েছে। ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়