• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের স্বত্বাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটি ৫টি পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম : ডেপুটি ম্যানেজার (আইটি অ্যান্ড কমিউনিকেশন)  পদসংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। আইটি অ্যান্ড কমিউনিকেশন সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার বা সমমানের পদে ২ বছরের অভিজ্ঞতাসহ ৭ বছরের চাকরির অভিজ্ঞতা। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ৮৪,০০০ টাকা (গ্রেড-৬) ২. পদের নাম : সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (অক্যুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি)  পদসংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক ডিগ্রি বা যেকোন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে অক্যুপেশনাল সেফটি অথবা ইন্ডাস্ট্রিয়াল সেফটি সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে।   প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ৭৫,৬০০ টাকা (গ্রেড-৭) ৩. পদের নাম : জুনিয়র ক্রেন অপারেটর পদসংখ্যা : ৮টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রেন চালনার জন্য প্রযোজ্য লাইসেন্স বা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া যেকোন প্রতিষ্ঠানে ক্রেন চালানোর কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ৩১,২০০ টাকা (গ্রেড-১৩) ৪. পদের নাম : ফোরম্যান (মেকানিক্যাল) পদসংখ্যা : ৭টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪) ৫. পদের নাম : ল্যাব টেকনিশিয়ান (মেকানিক্যাল) পদসংখ্যা : ৭টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোন বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোন জায়গায় বেতন : ২৪,০০০ টাকা (গ্রেড-১৫) যেভাবে আবেদন করা যাবে: আগ্রহীদের এ ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।
২৭ মার্চ ২০২৪, ০৯:৪৫

কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্টের অনন্য অর্জন
ট্রাইটেক সরবরাহকৃত এইচভ্যাক প্রযুক্তির সহায়তায় বিশ্বসেরা লিড প্ল্যাটিনাম পরিবেশবান্ধব ওয়াশিং প্ল্যান্টের তালিকায় কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট ফ্যাক্টরি।   অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ফ্যাসিলিটি, নবায়নযোগ্য এনার্জির ব্যবহার এবং অবিশুদ্ধ পানির পুনঃব্যবহারের মাধ্যমে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাচ্ছে দেশীয় তৈরি পোশাক কারখানাগুলো। এরই ধারাবাহিকতায় ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের এইচভ্যাক ইঞ্জিনিয়ারিং সহায়তায় এবং কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার ব্যবহার করে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ওয়াশিং প্ল্যান্টের তালিকায় জায়গা করে নিয়েছে এম এন্ড জে গ্রুপের কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট। জাপানে প্রস্তুতকৃত কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য, দীর্ঘস্থায়ী এবং এফিশিয়েন্ট অ্যাবজরপসন চিলার। অত্যাধুনিক ম্যাটেরিয়াল গ্রেড এবং সিলিং কোয়ালিটি এর কারণে এ চিলার অন্যান্য অ্যাবজরপসন চিলার থেকে দ্বিগুণের বেশি সময় পর্যন্ত কার্যকরী থাকতে সক্ষম।   ট্রাইটেক ইনস্টলকৃত কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার, ইনডিরেক্ট ইভাপোরেটিভ কুলিং টেকনোলজি, স্পেশাল ডাস্ট কালেকশন সিস্টেম এর মাধ্যমে কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট সমগ্র বিশ্বের মোট ৬৩টি লিড প্লাটিনাম পরিবেশবান্ধব ফ্যাক্টরিগুলোর মধ্যে অন্যতম হিসেবে সমাদৃত হয়েছে। কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্টে স্থাপিত কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার কোনো অপারেশন খরচ ছাড়াই পরিবেশে নির্গত হওয়া অব্যবহৃত তাপ ব্যবহার করে কুলিং এনার্জি সরবরাহ করে, যা সম্পূর্ণ প্ল্যান্টের এনার্জি খরচ এবং কার্বন নিঃসরণ এর পরিমাণ কমিয়েছে বহুগুণে। কারখানাটি সম্পর্কে ট্রাইটেকের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবু আল মোত্তালিব রাজু গণমাধ্যমকে জানান, লিড সার্টিফিকেশন অর্জনের জন্য সঠিক পরিকল্পনার মাধ্যমে, সাশ্রয়ী এবং নবায়নযোগ্য এনার্জি সোর্স ব্যবহার করা, এনার্জি এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করা, ব্যবহৃত পানির সঠিক ব্যবস্থাপনা, জীববৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এমন কোনো প্রযুক্তি বা উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকার মাধ্যমে সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং এর এই চর্চা, দেশের শিল্পক্ষেত্রে একটি অনুকরণীও দৃষ্টান্ত। দেশের অন্যান্য ওয়াশিং প্ল্যান্টগুলোর জন্য কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এর আগে, ট্রাইটেক মিডিয়া ভি আর এফ এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করে একই শিল্পগোষ্ঠীর জেনেসিস ওয়াশিং প্ল্যান্টের এয়ার কন্ডিশনিং এর কাজ সম্পন্ন করে, যা বিশ্বের সর্বোচ্চ পরিবেশবন্ধব ওয়াশিং প্ল্যান্টগুলোর মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশে প্রায় ২০০টি লিড পরিবেশবান্ধব ফ্যাক্টরি রয়েছে এবং শীর্ষ ১০০টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির বেশিরভাগই বাংলাদেশে অবস্থিত।  
২৯ জানুয়ারি ২০২৪, ১৫:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়