• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ফেসবুকে প্রেম, প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ চাইলেন প্রেমিকা
বাগেরহাটে জন্মদিন পালনের কথা বলে প্রেমিকা এক কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভিকটিম প্রেমিক কলেজছাত্রকেও উদ্ধার করা হয়েছে।  রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। আটককৃতরা হলেন বাগেরহাটে চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের সৈয়দ আল রোকিবের ছেলে সৈয়দ আল হারুন (২০), কাদের মীরের ছেলে সেলিম ওরফে ছলিম মীর (৫৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাঠিভাঙ্গা গ্রামের মাসুদ হোসেনের ছেলে তামিম হোসেন (২৩), আবুল বাসার শেখের ছেলে সুজন শেখ (২৫), বাবর আলী ফরাজীর ছেলে ডালিম ফরাজী (২০) এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া গ্রামের ইবাদত শেখের ছেলে সুজন শেখ। পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মাসুদ শেখের ছেলে সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রবিউল শেখ স্বাধীনের সঙ্গে ফেসবুকে শারমিন আক্তার শিলা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে ওই তরুণী ফোন করে বলে এ দিন তার জন্মদিন, তাই তার কাছে গিফট নিতে আসছে। স্বাধীন তার কথিত প্রেমিকাকে তার বাড়ির ঠিকানা বলে দিলে ওই তরুণী স্বাধীনের বাড়ির সামনে এসে স্বাধীনকে মেসেঞ্জারে কল দেন। স্বাধীন সেসময় তার বাড়ির সামনে একটি মাইক্রোবাস দেখতে পায়। এ সময় কথিত প্রেমিকা তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে অপহরণকারীরা স্বাধীনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘুরে অজ্ঞাত স্থানে গিয়ে ভিকটিমের মোবাইল দিয়ে তার বাবাকে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি ভিকটিমের বাবা পুলিশকে জানালে পুলিশ চিতলমারীর শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করে। আর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।  ভুক্তভোগী রবিউল শেখ স্বাধীন জানান, ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার তার জন্মদিন এ কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে অপহরণ করা হয়।  বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাসেলুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।  সতর্ক না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রতারক চক্রের শিকার যে কেউ হতে পারে  বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৯

প্রেমিকের বিসিএসের প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন প্রেমিকা। তার নাম প্রিয়তি জান্নাত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। বুধবার (২৪ জানুয়ারি) নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। তিনি জানান, পরীক্ষায় দায়িত্ব পালন করা পরিদর্শক হাজিরা শিটে সই নেওয়ার সময় ওই মেয়ে ছেলের নামে স্বাক্ষর করে। পরে তিনি জানতে পারেন ওই ছাত্রী একজন ছেলের হয়ে প্রক্সি দিতে এসেছেন।  তিনি আরও জানান, আটক ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মো. জসিম উদ্দিন বলেন, যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়েটির ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জেনেছি। এর বেশি আর কিছু বলেনি। ওই ছেলের পরিচয় এখনও জানতে পারিনি।
২৫ জানুয়ারি ২০২৪, ১১:১২

প্রেমিকের বাড়িতে নির্যাতনের শিকার প্রেমিকা
সারিয়াকান্দিতে স্মৃতি আক্তার (১৯) নামে এক তরুণী প্রেমিকের বাড়িতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।  শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ বিষয়ে ওই তরুণীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, স্মৃতির নানার বাড়ি সারিয়াকান্দির হরিণা গ্রামে। নানার বাড়ি যাতায়াত করতে করতে ৪ বছর আগে ওই গ্রামের বাহাদুর রহমানের ছেলে সাফিউর রহমান সাফির (২৫) সঙ্গে স্মৃতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার বিয়ের প্রলোভন দেখিয়ে সাফি স্মৃতিকে তাদের বাড়িতে ডেকে নেয়। সেদিন দুপুরে স্মৃতি সাফির বাড়িতে এলে সাফির মা এবং তার আত্মীয় স্বজন স্মৃতিকে মারপিট করে এবং তার জামাকাপড় ছিঁড়ে দেয়। এরপর তারা স্মৃতির নিকট থেকে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। যার ভেতরে নগদ টাকা এবং মোবাইল ছিল। মারপিটের পর স্মৃতিকে সাফির নানার বাড়িতে রেখে আসা হয়। এ বিষয়ে স্মৃতি বলেন, সাফির সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিষয়টি নিয়ে সাফির বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের সঙ্গে মোবাইল ফোনেও পাওয়া যায়নি। সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩ জানুয়ারি ২০২৪, ২৩:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়