• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
নিপুণের প্যানেলে মাহমুদ কলির প্রার্থিতা নিয়ে সংশয়
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যেনো আলোচনা-সমালোচনা থামছেই না। কেউ নতুন করে প্যানেল করছেন, কেউ আবার সতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন।  এদিকে শাকিব খান, মৌসুমী, ফেরদৌস, অনন্ত জলিলসহ বেশ কয়েকজন নিপুণের প্যানেল থেকে সভাপতি প্রার্থী হতে রাজি হননি। শেষ পর্যন্ত সভাপতি খুঁজে পান এই নায়িকা। সংবাদ সম্মেলন করে জানান, নব্বই দশকের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি শিল্পী সমিতির নির্বাচনে তার প্যানেল থেকে সভাপতি হিসেবে নির্বাচন করবেন। তবে তার প্রার্থিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মাহমুদ কলি দীর্ঘদিন ধরে সমিতির আজীবন সদস্য ছিলেন। নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকায় তাকে সাধারণ সদস্য দেখানো হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ৫ (গ) অনুযায়ী আজীবন সদস্যরা নির্বাচন করতে পারবেন না। করতে হলে তাকে আজীবন সদস্য পদত্যাগ করে সাধারণ সদস্য হতে হবে। এই ইস্যুতে বলা হচ্ছে, আজীবন সদস্যপদ থেকে আবার সাধারণ সদস্য পদে ফেরত যেতে হলে সাধারণ সদস্যদের মিটিংয়ে উত্থাপনের মাধ্যমে পাশের নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। শিল্পী সমিতির ২০২১-২৩ মেয়াদের কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জয় চৌধুরী বলেন, ২ বছর মেয়াদে কিংবা সবশেষ তিনটা মিটিংয়ের তিনটাতেই আমি ছিলাম সেখানে মাহমুদ কলি সাহেবের আজীবন সদস্যপদ থেকে সাধারণ সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন সেটা শুনেনি। এ ধরণের আলোচনা হয়নি কোনো মিটিংয়ে।  গেলো কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে এই ইস্যুতে বক্তব্য জানার জন্য বেশ কয়েকবার ফোন করা হয়। তাদের দুজনের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। জানা গেছে, ইলিয়াস কাঞ্চন বুধবার (২৭ মার্চ) ওমরা হজ পালনের উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রযোজক খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন প্রযোজক ও নির্মাতা এ জে রানা ও বি এইচ নিশান। প্রধান নির্বাচন কমিশনার ব্যস্ত থাকায় এ প্রসঙ্গে কথা বলেন এ জে রানা। তিনি বলেন, ভোটার তালিকায় আমরা তাকে (মাহমুদ কলি) সাধারণ সদস্য হিসেবে পেয়েছি। তাই আইন আনুযায়ী তার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। কোনো অনিয়ম বা ভুল হয়ে থাকলে সেটার দায়ভার শিল্পী সমিতির আগের কমিটির। তারা কীভাবে পাশ করেছে, সেটা তো আমরা জানি না। কোনো অনিয়মের মাধ্যমে সাধারণ সদস্য হয়েছেন মানতে নারাজ মাহমুদ কলি। বর্ষীয়ান এ নায়ক বলেন, আমি নিয়ম মেনেই শিল্পী সমিতিতে আবেদন করেছিলাম এবং তারা সেটা পাশ করেছে। আমার আগে যারা আজীবন সদস্য ছিল তারা যেভাবে নির্বাচন করেছে তাদের ক্ষেত্রে যে নিয়ম মানা হয়েছে আমার ক্ষেত্রেও তাই করা হয়েছে। কোনো ব্যত্যয় ঘটেনি। তবে কবে আবেদন করেছিলেন এবং কবে আজীবন সদস্য থেকে সাধারণ সদস্য হয়েছেন  সেটা জানাতে রাজি হননি। উত্তরে তিনি বলেন, আপনি সমিতির অফিসে খোঁজ নিলেই জানতে পারবেন।  
২৭ মার্চ ২০২৪, ১৯:১২

প্রার্থিতা ধরে রাখাই ছিল চ্যালেঞ্জ, এখন পরিকল্পনামন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেলেন ময়মনসিংহ-৯ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম। অথচ, নির্বাচনে প্রার্থীতা ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সব সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত এই সংসদ সদস্যকে নির্বাচনে দিতে হয় কঠিন পরীক্ষা। বিশেষ করে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে আপিল করলে ঋণ খেলাপি দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। পরে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম উচ্চ আদালতে আপিল করলে তাকে বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন। তবে, চেম্বার আদালতে শুনানি হলে হাইকোর্টের আদেশ বহাল রেখে নির্বাচনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নিজের প্রার্থিতার বৈধতা প্রমাণ করে নির্বাচনে টিকে থাকার লড়াই করতে নির্বাচন কমিশন ও আদালতের বারান্দায় বারবার দৌড়াতে হয় আব্দুস সালামকে। শেষ পর্যন্ত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের চেয়ে ১৯ হাজার ২৭১ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম। এতো লড়াইয়ের পর তার বিজয়ে এবং মন্ত্রিত্ব পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত তার কর্মী সমর্থকরা। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বিজয় ও মন্ত্রিত্ব পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আনন্দের জোয়ার।  মেজর জেনারেল (অব) আব্দুস সালাম আওয়ামী লীগ থেকে  ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি  যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া এর আগে আব্দুস সালাম ব্রাজিলের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।  
১১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

চট্টগ্রাম-১৬ / আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল
চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে তার প্রার্থিতা বাতিল করা হয়। রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে পুলিশের এক কর্মকর্তাকে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকাচ্ছেন মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে এবার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এ ছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন। চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটগ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪২

ডিসি-এসপিকে হুমকি দেওয়া পবনের প্রার্থিতা বাতিল
আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে ইসি। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক চিঠিতে তার প্রার্থিতা বাতিল করে সংস্থাটি। চিঠিতে ইসি বলেছে, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন- মর্মে অভিযোগ করে গত ৩০ ডিসেম্বর পবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ইসি সচিবালয়ের সচিব বরাবর পত্র প্রেরণ করেন।  এর পরিপ্রেক্ষিতে এই প্রার্থীকে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পত্র প্রেরণ করা হয়। এরপর বর্ণিত প্রার্থী উল্লিখিত তারিখে ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে কমিশনের কাছে ব্যাখ্যা দেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। চিঠিতে বলা হয়, এমতাবস্থায়, আপনার (হাবিবুর রহমান পবন) বিরুদ্ধে বর্ণিত নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে আপনার প্রার্থিতা বাতিল করা হলো। 
০২ জানুয়ারি ২০২৪, ১৬:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়