• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাণ গেল দুই প্রাইভেট কার যাত্রীর, আহত ৩ 
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।   রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেট কার সামনে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি কারও নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় পাওয়া ওই একজনের নাম সাইদ বলে জানা গেছে।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন গাড়িটির চালকসহ আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যোগাযোগ করা হলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে। 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো রকমের বৈষম্য চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রকমের বৈষম্য থাকা উচিত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক। সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে হোয়াইট কালার জবে যেতে পারছে। এ সময় বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফ্যাকাল্টিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করার কথা বলেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি স্থায়ী করা এবং পেনশন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন তিনি। ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সমন্বয়ের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয় জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজ, মানে কলকারখানা। আমি বলছি- ভোকেশনাল। যার সঙ্গে অ্যাকাডেমিয়ার লিংক বড় বিষয়।
১৭ জানুয়ারি ২০২৪, ২১:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়