• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
দুই হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার
দেশের বাইরে দুই হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাফর সাদিক নামের এক চলচ্চিত্র প্রযোজককে। তিনি ডিএমকের প্রাক্তন সদস্য ও কর্মকর্তা। মূলত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন সাদিক।   গত ১৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন সাদিক। অবশেষে শনিবার (৯ মার্চ) গ্রেপ্তার করা হয় এই প্রযোজককে। বিষয়টি নিশ্চিত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মাদক পাচারের চক্রের মূল হোতা ছিলেন সাদিক। ভারত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন তিনি। ৩ হাজার ৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাচার করেছেন সাদিক। নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে এসব পার্সেল দেশটিতে পাঠানো হয়েছিল।   বিভিন্ন দেশের মাদক পাচার থেকে আসা টাকাই চলচ্চিত্রে বিনিয়োগ করতেন সাদিক। সদ্য মুক্তি পাওয়া ‘মঙ্গাই’ সিনেমাতেও সেই টাকা খরচ করা হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়ে একটি হোটেলও কিনেছেন এই প্রযোজক।     গত সপ্তাহে দুই রেল যাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করার পরেই  উঠে আসে সাদিকের নাম। আটককৃতরা জানান, মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল। তাদের দুজনের কাছে যথাক্রমে ৩৬ কেজি এবং ৬ কেজির মাদক উদ্ধার করা হয়। এই সিউডোফেড্রিন একটি অত্যন্ত নেশাজাতীয় জিনিস। অনেকটাই  কোকেনের মতো। সূত্র : হিন্দুস্তান টাইমস  
১০ মার্চ ২০২৪, ১০:৫৮

উধাও পপি, ফেঁসে গেলেন তিন প্রযোজক
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘসময় আড়ালে আছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা। শোনা গেছে বিয়ে করে সন্তান-সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। বহু চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি সাংবাদিক থেকে শুরু করে তার কাছের অনেক মানুষ। সর্বশেষ পপি একসঙ্গে তিনটি সিনেমার কাজ করছিলেন। আড়ালে যাওয়ার কারণে সেই তিনটি সিনেমার প্রযোজক বেশ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। কাজ শেষ না হওয়ার কারণে সিনেমাগুলোর মুক্তিও দিতে পারছেন না।  ২০১৮ সালের প্রথম দিকে আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় শুরু করেন পপি। ছবির নির্মাতা জানান, তার শুধু একটি গান বাকি। সিকোয়েন্স সব শেষ। তবে সিনেমাটিতে গানটা জরুরি। এটি ছাড়া কাজটি অসম্পূর্ণ হবে। তার সঙ্গে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করব। একান্ত না পেলে বিকল্প ভাবতে হবে। দুই দিন শুটিং বেশি করতে হবে। তবে আমি আশাবাদী তাকে পাব। বাকি শিল্পীদের সিকোয়েন্স ঠিক আছে। প্রায় একই সময় রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ নামে আরও একটি সিনেমায় কাজ করেন। পাশাপাশি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হন। প্রযোজকের ভাষ্যমতে, এ সিনেমার এক লাখ টাকা সাইনিং মানি নিয়েছেন পপি। এ সিনেমার কাজ অবশ্য শুরু হয়নি। তবে অন্য দুটি সিনেমার কাজ অর্ধসমাপ্ত। প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর থেকে উধাও তিনি। এরপর তাকে নিয়ে নানা খবর চাউর হয়। মাঝে  জানা যায় তিনি পুত্রসন্তানের মা হয়েছেন। যার কারণে আড়ালে তিনি।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়