• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
জাতীয় স্মৃতিসৌধে তিন দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ
জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এই তিন দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
২১ মার্চ ২০২৪, ১৭:২৫

গাজায় প্রবেশ করেছে বাংলাদেশের ত্রাণ
পবিত্র রমজান মাসের তৃতীয় দিনে অসহায় গাজাবাসীদের সাহায্যার্থে ‘হেল্প গাজা’ প্রচারাভিযানের ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দুই হাজার টন খাদ্যসহ একশত ট্রাকের একটি বহর মিশরের রা’ফা সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে।‌ এ সকল ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, পাস্তা, মটরশুঁটি, চিনি, তেল, চা, খেজুর, পনির, শিশুদের জন্য দুধ, জুস ছাড়াও শীত নিবারণের কম্বল, পরিচ্ছন্ন ও ব্যক্তিগত ব্যবহারিক সামগ্রী। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী হোজাইফা খান জানায়, আল-আজহার কর্তৃপক্ষের অনুমতিক্রমে ‘দ্য ওয়ার্ল্ড অন উম্মাহ ফাউন্ডেশন চ্যারিটি ফান্ড’র মাধ্যমে রমজানের শুরুতেই বাংলাদেশি টাকায় মোট ৩৫ লাখ টাকার ত্রাণ পাঠিয়েছি গাজা’র অসহায় মানুষের জন্য। এই অর্থ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের মাধ্যমে সংগ্রহ করেছিল।  তাছাড়াও বাংলাদেশের একটি স্বনামধন্য বেভারেজ কোম্পানি ৪৮ লাখ টাকার ত্রাণ পাঠানোর জন্য উপায় বের করতে দ্যা ওয়ার্ল্ড অন উম্মাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করছে। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের জাকাত অ্যান্ড চ্যারিটি ফান্ড জানায়, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, তারমধ্যে রমজানের চালানটি বৃহত্তম। বাংলাদেশ ছাড়াও যে আটটি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর, ২০২৩ সাল থেকে ব্যাপক ইহুদিবাদী আগ্রাসনে এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৭১ হাজারের অধিক আহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ শিশু, মহিলা এবং বৃদ্ধ ।
১৩ মার্চ ২০২৪, ২১:২৪

রাত সাড়ে ৮টার পর বইমেলায় প্রবেশ করা যাবে না
আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে শুরু হবে বাঙালির প্রাণের ‘অমর একুশে বইমেলা ২০২৪’। জানা গেছে, বইমেলা প্রাঙ্গণের গেট খুলবে প্রতিদিন বিকেল ৩টায়। তবে রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। ‘পড়ো বন্ধু গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে শুরু হবে ২০২৪ সালের অধিবর্ষের ২৯ দিনের বইমেলা। একদিন মেলার সময় বেশি পাওয়ায় বইপ্রেমী পাঠক, লেখক, প্রকাশক সবাই সন্তোষ প্রকাশ করেছেন। স্টল মালিকদের প্রত্যাশা, মেট্রোরেল এবার বইমেলায় প্রচুর দর্শক বয়ে আনবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মানুষ বেচাকেনাকে সার্থক করে তুলবেন। আগামী ৩০ জানুয়ারি বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘অমর একুশে বইমেলা ২০২৪’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সেখানেই দেয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দুই ক্যাটাগরিতে প্যাভিলিয়ন থাকবে ২৩টি। আর শিশু কর্নারে শিশু বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য থাকছে ৭৫টি ইউনিট। প্রতিবারের মতো এবারো সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত হচ্ছে একুশে বইমেলা। স্টল বিন্যাসের ক্ষেত্রে ফাঁকা জায়গা কম রেখে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে কাছাকাছি রাখা হয়েছিল। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রান্তের স্টল সরিয়ে নিয়ে আসা হয়েছিল উদ্যানের ভেতরের দিকে। এ বছর সে বিন্যাস প্রায় অপরিবর্তিত রাখা হচ্ছে। বাংলা একাডেমির সূত্রে জানা যায়, এবার মেলায় ৫৭৩টি প্রতিষ্ঠানকে মোট ৮৯৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৮৬টি সাধারণ স্টল এবং ১০৯টি স্টল লিটল ম্যাগাজিন চত্বরকে দেওয়া হবে। তাছাড়া এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় চটের ওপর ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেছিলেন চিত্তরঞ্জন সাহা। যা আজ অমর একুশে বইমেলায় পরিণত হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৩২

নিষেধ হলো বাংলাদেশে হৃতিকের প্রবেশ
বলিউডের পাশাপাশি একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে বলে হৃতিক রোশনের ছবি ‘ফাইটার’ বলে শোনা যাচ্ছিল। কিন্তু আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেলেও দেশে ‘ফাইটার’ চলছে না। জানা গিয়েছিল এদিন বিকেলে সেন্সর বোর্ডে দেখানো হবে ছবিটি। তারপর নেওয়া হবে সিদ্ধান্ত। এবার জানা গেল, ‘ফাইটার’ মুক্তি পাচ্ছে না বাংলাদেশে। ভাষার মাসে বিদেশি ছবি চালানোর পক্ষে না সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। বিষয়টি নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশান কাট’-এর কর্ণধার অনন্য মামুন বরাবর একটি চিঠিও প্রদান করেছে তারা। সেখানে মামুনের সহায়তা চাওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’ আমদানি করে আগামি ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে একটি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মামুন বলেন, বাংলাদেশে ‘ফাইটার’ আমরা রিলিজ করব না। কারণ, ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য সিনেমা রিলিজ করবে না। প্রসঙ্গত, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।  ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। 
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:২৪

ভ্যানে চড়ে মিরপুরে প্রবেশ করল ক্রিকেটারদের কিট ব্যাগ
গত আসরে বিপিএলের নানা অনিয়ম চোখে পড়াই সমালোচনার শিকার হতে হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তাই এবারের আসর শুরু অনেক আগে থেকেই টুর্নামেন্টকে জাঁকজমক করার চেষ্টা করছে আয়োজকরা। তবে বিপিএল বলে কথা অনিয়ম থাকবে না, তাই কখনও হয়। এবার দেখা গেল ভ্যানে করে ক্রিকেটারদের কিট ব্যাগ স্টেডিয়ামে প্রবেশ করানো হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুরে অনুশীলন করেছে দুর্দান্ত ঢাকা। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনের দুই ম্যাচে চার দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ সময় দেখা যায় দুটি ভ্যান ক্রিকেটারদের বেশ কয়েকটি কিট ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছেন। তবে নির্দিষ্ট করে বোঝা যায়নি আসলে কোন দলের ক্রিকেটারদের এই ব্যাগগুলো। তবে দুইটি ব্যাগে খুলনা টাইগার্সের লোগো দেখে মনে হচ্ছিল ভ্যান দুটি খুলনা টাইগার্সের হতে পারে। এর আগে আমরা দেখেছি যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে দলগুলো নিজেদের টিম বাসকে ক্রিকেটারদের ছবি এবং দলের লোগোর ছবি দিয়ে রাঙিয়ে তুলতেন। তবে এবারের আসরে সেই ঐতিহ্যও হারিয়েছে দলগুলো। বিসিবি যেখানে নিজেদের লভ্যাংশ ভাগ করতে চাই না, সেখানে দল গুলোই বা কেন বাড়তি খরচ করবে। তাই সাদামাটা ভাবে আয়োজন করে যতটা টাকা বাঁচানো যায়, এই পথেই হাঁটছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। আসরের সব থেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালতো বলেই দিয়েছেন, চলতি আসর শেষে দল রাখবেন না তিনি। আগামীকাল আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম।
১৮ জানুয়ারি ২০২৪, ২১:৩৬

তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন বিএনপি নেতাকর্মীরা
টানা ৭৫ দিন বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে এগারোটার দিকে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা।  এর আগে, বুধবার দলীয় কার্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে প্রহসনের এক নির্বাচন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। 
১১ জানুয়ারি ২০২৪, ২৩:০০

বড় একটা দায়িত্বের মধ্যে প্রবেশ করলাম : ফেরদৌস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আর বিজয়ী হয়েই তিনি বলেন, সামনের দিনগুলোতে রুপালি পর্দার নায়ক নয়, মাঠের নায়ক হয়ে দেশের কাজে নিজেকে মনোনিবেশ করতে চান।       সোমবার (৮ জানুয়ারি) বিজয়ী হওয়ার পর ভারতীয় একটি গণমাধ্যমে এসব কথা বলেন ফেরদৌস। এসময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অনেক বড় একটা দায়িত্ব পেয়েছেন বলেও জানান তিনি।   ফেরদৌস বলেন, যে জার্নিটা শুরু করেছিলাম, সেটা আজকে সফল হলো। আমি চেয়েছিলাম, পর্দার নায়ক থেকে জননায়ক হয়ে উঠতে। গলায় একের পর এক ফুলের মালা যখন পরিয়ে দেওয়া হলো, তখন বুঝতে পারলাম, আমি একটা বড় দায়িত্বের মধ্যে প্রবেশ করলাম।  অভিনেতা আরও বলেন, এতো দিন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এবার তাদের কাছাকাছি গিয়ে যে ভালোবাসা পেলাম, সেটা সম্পূর্ণ অন্যরকম। অনেক বেশি আবেগে পরিপূর্ণ। সেই সঙ্গে এতোদিন আমার ৪-৫ জনের পরিবার ছিল, এখন থেকে আমার পরিবারের সদস্য ২০ লাখ।  নির্বাচনী প্রচারণায় কখনও কি মনে হয়েছে, অন্যদের তুলনায় জনসংযোগে পিছিয়ে পড়ছেন? এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, প্রতিদিন টিমের সঙ্গে আলোচনা করে ঠিক করতাম,  কীভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারি। প্রচারে নেমে প্রতিদিন ১৫-১৮ কিলোমিটার পথ হেঁটেছি।  এই এলাকার একটা বড় সমস্যা, মানুষ খুব একটা ভোট দিতে যান না। কিন্তু এবার সেটা হয়নি। তার কৃতিত্ব আমার এলাকার মেয়র শেখ ফজলে নূর তাপসের। ওনার রাজনৈতিক টিম আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। জয়লাভ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিনা?  উত্তরে ফেরদৌস বলেন, এখনও গেজেট হয়নি। আশা করি, খুব দ্রুত ওনার  সঙ্গে আমার কথা হবে। তবে আমার কাছে এটা খুবই গর্বের বিষয় যে, তিনি আমার কেন্দ্রের ভোটার। ভোটের দিন সকাল ৮টায় তিনি আমাকে প্রথম ভোট দিয়েছেন। এটা আমার কাছে অন্যরকম একটা প্রাপ্তি।    
০৯ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়