• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নোয়াখালীতে আধিপত্য বিস্তারে প্রবাসীকে কুপিয়ে হত্যা, আটক ৭
নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান রাহাত (২১), পারভেজ রাজু (২০), আবু নাছের (২৫), মো. ফারুক (৪২), রাকিব উদ্দিন (২৫)। আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।    নিহত মো. সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সী বাড়ির মো. সবুজের ছেলে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানাতে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  উল্লেখ্য, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দুগ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।
৩১ জানুয়ারি ২০২৪, ১৫:১৯

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রবাসীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুইজন ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।    নিহত মো. সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃষ্ণপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে। আর গুরুতর আহতরা হলেন, একই গ্রামের নাজিম উদ্দিন (১৮) রাকিব (২৪) রিয়াজ (২২) রাজিব (২৫)।     সোমবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পূর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে।      স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আজ দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দুইগ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী। তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।   সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হত্যার ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।    
২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭

প্রবাসীকে স্যালুট জানিয়ে কাজ শুরু করলেন ব্যারিস্টার সুমন (ভিডিও)
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শেষে বিমানবন্দরে গিয়ে একজন প্রবাসীকে স্যালুট জানানোর মধ্য দিয়ে কাজ শুরু করেছেন সামাজিকমাধ্যমে আলোচিত মুখ ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন। বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথপাঠ শেষে তিনি প্রতিশ্রুতি মোতাবেক এ কাজ করেন। প্রবাসীকে স্যালুট জানানোর ওই ভিডিও তিনি তার ফেসবুক পাতায় শেয়ার করেছেন। সুমন জানান, আমি ব্শ্বিাস করি প্রবাসীদের ইনকামে আমাদের অর্থনীতির চাকা ঘোরে এবং একটা বড় অবদান রাখেন প্রবাসীরা। এ জন্য একজন প্রবাসীকে স্যালুট দেওয়ার মধ্য দিয়ে আমি কাজ শুরু করব। এরপর আমার নির্বাচনী এলাকায় যাব।  এ সময় তিনি বাংলাদেশ বিমানযোগে দুবাইফেরত প্রবাসী আফজাল হোসেনকে তার প্রবাসজীবনের দু-একটি সমস্যার কথা জিগ্যেস করে তাকে বলেন, আমি নবনির্বাচিত সংসদ সদস্য, আমি আপনাদের পক্ষ হয়ে সংসদে কথা বলব। আপনাদের সমস্যাগুলো তুলে ধরব। এরপর সুমন ওই ব্যক্তিকে স্যালুট জানান।  উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট। ভিডিও দেখতে ক্লিক করুন।
১০ জানুয়ারি ২০২৪, ১৪:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়