• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
গভীর সমুদ্র থেকে প্রথমবারের মতো সরাসরি রিফাইনারিতে এলো তেল
প্রথমবারের মতো গভীর সমুদ্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি পাইপলাইনের মাধ্যমে রিফাইনারিতে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। শুক্রবার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।  মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) থেকে প্রথমে মহেশখালি পাম্পিং স্টেশনে এবং সেখান থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) ৪০ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল সফলভাবে পরিবহন করা হয়েছে আজ শুক্রবার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো গভীর সমুদ্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি পাইপলাইনের মাধ্যমে রিফাইনারিতে এলো। বঙ্গোপসাগরের গভীরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বাংলাদেশের জ্বালানি খাতে যুগান্তকারী একটি সংযোজন। এর মাধ্যমে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।  দেশের ক্রমবর্ধমান জ্বালানি তেলের চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানীকৃত ক্রুড অয়েল ও ফিনিশড প্রডাক্ট স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং নিরাপদে খালাস করার জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ কোম্পানি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
১৫ মার্চ ২০২৪, ২৩:৫০

প্রথমবারের মতো ভারত থেকে এলো ৫০ টন নারকেল
প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হলো নারকেল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় ২ ট্রাকে ৫০ টন নারকেল আমদানি করা হয়েছে। জানা যায়, হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারকেলগুলো আমদানি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন নারকেল আমদানি হয়েছে। ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে নারকেল আমদানি হলো। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে। এ বিষয়ে মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বলেন, ভারতে প্রতি টন নারকেল কিনতে ২৫০ ডলার খরচ পড়েছে। আমার প্রতিষ্ঠানের নামে কাল-পরশু আরও ছয় ট্রাক নারকেল আসবে। ঢাকা ও চট্টগ্রামে এসব নারকেলের চাহিদা বেশি। পরিবহন খরচ ও বন্দরে অন্যান্য চার্জ পরিশোধ করে আগে হিসাব–নিকাশ করে দেখি, তারপর দাম বলা যাবে যেখানে পাঠালে পরতা (লাভ) বেশি হবে, সেখানে পাঠাব। 
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৪

প্রথমবারের মত অনলাইনে ফল প্রকাশ করলো যবিপ্রবি
প্রথমবারের মত সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে ফলাফল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ১ম বর্ষ ২য় পর্বের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফলাফল অনলাইনে প্রকাশের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হলো। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানিয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী সকল শিক্ষাবর্ষের ফলাফল এখন থেকে অনলাইনে প্রকাশ করা হবে। তবে, আগের শিক্ষাবর্ষগুলোর ফলাফল বরাবরের মতো অফলাইনেই প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল যথাযথ অনুমোদনের পর সার্ভারে আপলোড হবে। শিক্ষার্থীরা http://exam.just.edu.bd/ug/index.php এই ওয়েবসাইটে লগইন করে Result অপশনে ক্লিক করে তাদের ফলাফল দেখতে পারবেন।  পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ জানান, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল যবিপ্রবি।  এ সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, স্যারের হাত ধরে যবিপ্রবি পর্যায়ক্রমে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে। যবিপ্রবি তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয় যেখানে প্রচলিত রীতি অনুসরণ করে অফলাইনে ফলাফল প্রকাশ করে, সেখানে যবিপ্রবি অনলাইনে ফল প্রকাশের চল শুরু করে অনেকটা এগিয়ে গেল। এজন্য সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ড. ইকবাল কবির জাহিদ এরপর বলেন, যবিপ্রবির মাননীয় উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের উপর জোর দিয়েছেন। আগামীতে তার হাত ধরে যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর শতভাগ অটোমেশনে যাবে। আগামীতে যবিপ্রবির সব পরীক্ষার খাতায় কিউআর কোড যুক্ত হবে, যা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।  অনলাইনে ফলাফল প্রকাশের সার্ভার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিস্টেম এনালিস্ট সাগর চক্রবর্তী জানান, পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করেছি আমরা এবং এই সিস্টেম ক্রমাগত আপডেট করা হবে। ভবিষ্যতে একটি অ্যাপও তৈরি করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাধারণ শিক্ষার্থীরা বলছে, এ ধরণের কাজের মাধ্যমে স্মার্ট বিশ্ববিদ্যালয় হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল যবিপ্রবি। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা তাদের।  
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮

কিশোরগঞ্জে প্রথমবারের মতো ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ১৬ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মতো ভোট দেবেন ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার। কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কিশোরগঞ্জ জেলায় এবার মোট ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন। যারা প্রথমবারের মতো নিজ পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তার মধ্যে জেলার সদর উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলার ৫ জন, তাড়াইল উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, অষ্টগ্রাম উপজেলায় ১ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল আলম জানান, কিশোরগঞ্জ জেলায় ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনে এবার ২৫ লাখ ৩৩ হাজার ৬৮৫ জন ভোটার রয়েছেন। তার মধ্য নারী ভোটার ১২ লাখ ৪০ হাজার ২৫৫ জন ও পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪১৪ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। এই ৬টি আসনে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে ৫ জন, জাতীয় পার্টি থেকে ৫ জনসহ অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৩ জন প্রার্থী এবার ভোটের লড়াইয়ে নেমেছেন। জেলার ৬টি আসনে ৮৯৭টি কেন্দ্রের মধ্যে ৫৯১টি গুরুত্বপূর্ণ ও ৩০৬টি সাধারণ কেন্দ্র রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও পরিবেশ স্বাভাবিক রাখতে জেলায় ৩ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব, আড়াই হাজার পুলিশ ও ১৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন জেলার নির্বাচনে।
০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়