• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় প্রতিপক্ষের হামলায় ধলু বেপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।  বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার বড় কৃষ্ণনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধলু বেপারী ওই এলাকার মৃত হুকুম আলী বেপারীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মৃধাকান্দি এলাকার ধলু বেপারীর সঙ্গে প্রতিবেশী দুদু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এ বিষয়ে আদালতে উভয়পক্ষের বেশ কয়েকটি মামলাও চলমান আছে। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে পাট বুনছিলেন প্রতিপক্ষ দুদু মিয়া ও তার লোকজন। এ সময় সেখানে ধলু বেপারীর সঙ্গে কথা কাটাকাটি হয় দুদু মিয়ার। এক পর্যায়ে ধলু বেপারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরে আহত অবস্থায় ধলু বেপারীকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধলু বেপারীর পরিবারের লোকজনের দাবি, দুদু মিয়া বেপারী ও তার লোকজন আমাদের জমিতে জোর করে পাট মেস্তা বুনছিলেন। আমার শ্বশুর সেখানে গেলে তাকে মারধর করা হয়। মারধরেই তিনি মারা যান। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় অভিযুক্ত দুদু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২৭ মার্চ ২০২৪, ১৩:৩০

ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে কৃষক খুন
নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।   রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্লার ছেলে নফু মোল্লার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো। গত একবছর ধরে এ বিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে কমপক্ষে উভয়পক্ষের ৪টি মামলা চলমান রয়েছে।  সর্বশেষ শনিবার বিকেল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকালে প্রিন্সের পক্ষের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্লার লোকজন বাধা দিলে সংঘর্ষ হয়। এ সময় নফু মোল্লার সমর্থক ইসরাফিল মোল্যা মারাত্মক আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে তিনি মারা যান।  কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজন কুমার বকশী বলেন, ইসরাফিল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। 
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত
কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ হত্যাকাণ্ড। নিহত কামরুল ইসলাম চালিভাঙ্গা গ্রামের আবদুর রবের ছেলে। তিনি চালিভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মো. দেলোয়ার হোসেন। স্থানীয়রা জানান, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ও জেলা পরিষদের সদস্য (মেঘনা) মো. কাইয়ুম হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এতে কয়েক মাস আগে কাইয়ুম গ্রুপের হামলায় হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম সরকার নিহত হন। সম্প্রতি নিজাম সরকার হত্যায় অভিযুক্ত আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পায়। আসামিরা বাড়িতে ফিরতে চাইলে গত রোববার (২৮ জানুয়ারি) তাদের ধাওয়া দেয় হুমায়ুন চেয়ারম্যান গ্রুপের লোকজন। বিষয়টি থানা পুলিশ অবগত থাকায় পরবর্তীতে রোববার রাত থেকে চালিভাঙ্গা বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। কাইয়ুম গ্রুপের নলচর, ফরাজিকান্দি, চালিভাঙ্গার লোকজন সোমবার দুপুরে (২৯ জানুয়ারি) ফের যার যার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই টিটু সরকারের নেতৃত্বে তাদের ওপর আবারও হামলা চালানো হয়। এ সময় উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কাইয়ুম গ্রুপের কামরুল ইসলামসহ অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে যুবলীগ নেতা কামরুল ও দাইয়ানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামরুল মারা যান। এ বিষয়ে মেঘনা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৩

প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূর মৃত্যু, আটক ৫
নেত্রকোণার পূর্বধলায় ছেলেকে মারপিটের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ছালেমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১১টার সময় উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে স্বামীর বাড়িতে ছালেমা খাতুন মারা যান। নিহত ছালেমা খাতুন বাড়হা উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি বিকেলে নিহত ছালেমা খাতুনের ছেলে রাকেল (১০) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির পূর্বপাশের মাঠে গোল্লাছুট খেলতে যায়। একপর্যায়ে খেলার সময় ঝগড়া হলে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রমজান ওরফে জুনাইদ রাকেলকে মারপিট করে। রাকেল বিষয়টি তার মা ছালেমা খাতুনকে জানালে, তিনি ছেলেকে মারপিটের বিচার চাইতে প্রতিবেশীর বাড়িতে যান। তখন প্রতিবেশী হেলালের স্ত্রী খাদিজা ঝাড়ু দিয়া ছালেমা খাতুনকে মারপিট করেন। এ সময় হেলাল, তার ছেলে শাহিন, মোসলেম উদ্দিনের ছেলে আলাল এলোপাতাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়েন ছালেমা খাতুন।  স্থানীয়রা তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছালেমা খাতুনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। নিজ বাড়িতে বৃহস্পতিবার রাত ১১টায় বুকের ব্যাথায় ছালেমা খাতুন মারা যান।  ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ৫ জনকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে নিহতের বাবা সাজত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রতিপক্ষের মারপিটের ঘটনায় আহত ছালেমা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের বাবা বাদী সাজত আলীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়