• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
পঞ্চগড়ে প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদরাসা দাখিল পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় মাহফুজুর রহমান (১৮) নামে একজনকে আটক করে আটোয়ারী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান তাকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ অনুযায়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক হওয়া মাদরাসা ছাত্র মাহফুজুর উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র। তিনি একই মাদরাসার শাহজাহান নামের এক পরীক্ষার্থীর বদলি হিসেবে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পুলিশ ও পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ইংরেজী ২য় পত্রের পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করেন এক শিক্ষার্থী। ঘণ্টাখানেক পরে কেন্দ্র পরিদর্শকদের সন্দেহ হলে ওই শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করা হয়। পরে কাগজপত্রে কোনো মিল পাওয়া না যাওয়ায় বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়। পরে তাকে আটক করে থানা পুলিশে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান বলেন, ওই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা দিতে শুরু করেন। তবে পরীক্ষা কক্ষের দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তারা আমাকে অবগত করেন। তার পরীক্ষার কাগজপত্রের অমিল পাওয়া যায়। পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেই। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আজ দুপুরে এক প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।
০৫ মার্চ ২০২৪, ২৩:৩৫

উপজেলা ভাইস চেয়ারম্যানের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক তরুণী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতুর পক্ষে প্রক্সি দেওয়ার সময় সালমা খাতুন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ১ বছরের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সালমা খাতুন (২৪) একই উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস কোর্সের চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় অংশ নেন আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। কিন্তু তার পরিবর্তে পরীক্ষার হলে প্রক্সি দিচ্ছিলেন সালমা খাতুন নামে এক নারী।  খবর পেয়ে পরীক্ষার হলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। সেখান থেকে আটক করা হয় সালমা খাতুনকে।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বলেন, তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় ভুয়া পরীক্ষার্থী সালমা খাতুনকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০  এর ৩ ধারা অনুযায়ী তাকে ১ বছরের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়। যিনি প্রকৃত পরীক্ষার্থী তাকেও শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫১

প্রেমিকের বিসিএসের প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন প্রেমিকা। তার নাম প্রিয়তি জান্নাত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। বুধবার (২৪ জানুয়ারি) নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। তিনি জানান, পরীক্ষায় দায়িত্ব পালন করা পরিদর্শক হাজিরা শিটে সই নেওয়ার সময় ওই মেয়ে ছেলের নামে স্বাক্ষর করে। পরে তিনি জানতে পারেন ওই ছাত্রী একজন ছেলের হয়ে প্রক্সি দিতে এসেছেন।  তিনি আরও জানান, আটক ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মো. জসিম উদ্দিন বলেন, যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়েটির ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জেনেছি। এর বেশি আর কিছু বলেনি। ওই ছেলের পরিচয় এখনও জানতে পারিনি।
২৫ জানুয়ারি ২০২৪, ১১:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়