• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
নিপুণের প্যানেল থেকে নির্বাচন করবেন শাকিব খান!
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। এবারের নির্বাচনে কেউ সরে দাঁড়াচ্ছেন, আবার কেউ আগের প্যানেল থেকে সরে অন্য প্যানেল গড়ছেন। ইতোমধ্যে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর এক হয়ে নির্বাচন করছেন বলে জানিয়েছেন। এদিকে সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে জানা গেছে। তাই তার প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার খুঁজছেন নতুন সভাপতি। এমন খবর আগেই জানা গেছে। তবে গুঞ্জন উঠেছে নিপুণের প্যানেল থেকে ঢালিউড কিং শাকিব খান নির্বাচন করতে যাচ্ছেন। এই গুঞ্জনের শুরু হয়েছে ঢাকাই সিনেমার অভিনেতা অমিত হাসানের একটি বক্তব্যের পরে। চিত্রনায়ক অমিত হাসান শিল্পী সমিতির পিকনিকে গিয়ে বলেন, তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন শাকিব খান সভাপতি ছিলেন।  সেই প্রেক্ষিতে আসন্ন নির্বাচনে শাকিবকে আনার চেষ্টা করছেন অমিত হাসান। তবে অমিত হাসানের নির্বাচনের বিষয়টি সত্য। তিনি নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন। কিন্তু কি পদে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগির সেই ঘোষণা দেবেন অভিনেতা। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিশা সওদাগরের বিরুদ্ধে জয়লয়াভ করেন অমিত হাসান। প্রসঙ্গত, এরই মধ্যে আসন্ন নির্বাচনের প্রধান কমিশনার ও আপিল বিভাগ চূড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডে অন্য দুই সদস্য হলেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগে প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।
০৩ মার্চ ২০২৪, ১৭:৫৯

কেরালার থিয়েটার উৎসবে প্যানেল আলোচক ইসরাফিল শাহীন
নাট্য শিক্ষক ও নির্দেশক ড. ইসরাফিল শাহীন ভারতের ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অব কেরালায় প্যানেল আলোচক হিসেবে অংশ নিচ্ছেন। প্রতিবছর কেরালার ত্রিশূরে এই থিয়েটার উৎসবের আয়োজন করে কেরালা সংগীত নাটক একাডেমি ও কেরালার সংস্কৃতি বিভাগ।  এবারের আসর শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। উৎসবে কুদুম্বশ্রী সম্প্রদায়ের নারীসহ দেশটির বিভিন্ন এলাকার নারী মঞ্চকর্মীদের নিয়ে ছয় দিনের প্রশিক্ষণ শিবিরে প্যানেল আলোচক হিসেবে যোগ দিয়েছেন তিনি। এর পাশাপাশি বুধবার ‘বেঙ্গলি থিয়েটারস ফ্রম অ্যাক্রস থ্রু বর্ডার’ শিরোনামে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন ইসরাফিল শাহীন। এর আগে ইসরাফিল শাহীন ত্রিশূরের কালিকট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ড্রামা অ্যান্ড ফাইন আর্টস (এসডিএফএ) বিভাগের আমন্ত্রণে দ্বিতীয় আন্তর্জাতিক থিয়েটার স্কুল নাট্য উৎসবে (আইএফটিএস) অংশ নেন। পাশাপাশি গত মাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত, নৃত্য ও নাট্যকলা বিভাগ ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কর্মশালায় যোগ দিয়েছেন তিনি।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল জয়ী
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন আইনজীবী সমিতির সদস্যরা।  নির্বাচনে ৯টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে ছয়টি পদ অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তিনটি পদে জয়লাভ করেছে।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে জয়লাভ করেছেন সভাপতি পদে মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক এএসএম সাইদুর রাজ্জাক। এ প্যানেল থেকে আরও বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য পদে মোখলেছুর রহমান স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে আ ন ম আল মামুন অনল এবং তারিক আহমেদ।  অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধ্যক্ষ পদে রোকেয়া খাতুন এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাগিব মাহফুজ জুয়েল।  সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস।  এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। ৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ১৪১ জন।
২৬ জানুয়ারি ২০২৪, ২১:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়