• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
শিবগঞ্জ পৌরসভায় মেয়র পদের ভোটগ্রহণ চলছে
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।  শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে পদত্যাগ করায় মেয়র পদ শুণ্য হয়। পরে এই আসন জোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ফলে তৌহিদুর রহমান মানিক আবারও উপনির্বাচনে অংশ নিয়েছেন। আরও ৩ প্রার্থী তার সঙ্গে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। শিবগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৯ হাজার ৪শ ৭৩জন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে।
০৯ মার্চ ২০২৪, ১০:৫০

বরগুনার আমতলী পৌরসভায় নির্বাচন শনিবার
বরগুনার আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। নির্বাচনে ৯ জন মেয়র, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনসহ মোট ৫৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হবে ইভিএমে। মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৫৭৮ এবং নারী ভোটার ৮ হাজার ২৫৯ জন। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৫ অক্টোবর আমতলী পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালে পৌর প্রশাসক হিসেবে তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ৬ মে নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মো. আ. ছত্তার মৃধা। ২০০৫ সালের ৩০ জুলাই দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন বীরমুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু। তৃতীয় দফা ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফা নির্বাচিত হন বর্তমান মেয়র মো. মতিয়ার রহমান।   আজকের নির্বাচনে ১৫ হাজার ৮৩৯ জন ভোটার ৯টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২ প্লাটুন বিজিবি, ৯০ জন আনসার ব্যাটালিয়ন, র‌্যাবের ২টি টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান মেয়র মোবাইল প্রতীকের প্রার্থী মো. মতিয়ার রহমান ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নুর মধ্যে। বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
০৯ মার্চ ২০২৪, ০৬:১০

দুই সিটি ও ৬ পৌরসভায় নির্বাচন, ৯ মার্চ সাধারণ ছুটি 
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং ছয়টি পৌরসভার সাধারণ নির্বাচন ও উপনির্বাচন ঘিরে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।   বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশনের (শিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভারসাইড আপ টু ২০১৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ময়মনসিংহ সিটি করপোরেশন ও তিনটি পৌরসভায় (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনের দিন ৯ মার্চ ধার্য করেছে। একইদিন  কুমিল্লা সিটি কর্পোরেশন এবং তিনটি পৌরসভায় (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 
০৭ মার্চ ২০২৪, ১৫:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়