• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে কাউন্সিলরকে মারধর, পৌরসভার নাগরিক সেবা বন্ধ
বিচার চলাকালীন সময়ে দিনাজপুরের হিলিতে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলালকে মারধরের ঘটনায় হাকিমপুর পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ রেখেছে পৌরসভার সকল কাউন্সিলররা। সোমবার (১১ মার্চ) সকাল থেকে তারা নাগরিক সেবা বন্ধ রেখেছেন। কাউন্সিলরকে মারধরের ঘটনায় হাকিমপুর থানায় মামলা করেছেন ওই কাউন্সিলর। এ দিকে নাগরিক সেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা।  হাকিমপুর (হিলি) পৌরসভাতে সেবা নিতে আসা মনিরা বেগম বলেন, আমি ঢাকাতে থাকি, আমার ভোটার আইডি কার্ডের জন্য কাগজে স্বাক্ষর প্রয়োজন। আমি পৌরসভাতে এসে জানতে পারলাম সকল কাউন্সিলররা কর্মবিরতিতে গেছেন। যার ফলে আমার প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করাতে পারলাম না। এখন আমাকে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা সাধারণ নাগরিকরা চাই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান করে সাধারণ নাগরিকদের দ্রুত সেবা প্রদান করা হোক।  হাকিমপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বলেন, আমি হিলি বাজারে পাবনা স্টোরের পাশে নিজস্ব অফিসে বসে বাদী-বিবাদীকে নিয়ে বিচার করছিলাম। এক পর্যায়ে বিচারের সমাধান হয়। কিন্তু বিবাদী সাবিনা ইয়াসমিন তা মেনে নেননি। পরে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান। পরের দিন শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিবাদী ছাবিনা আক্তারসহ দক্ষিণ বাসুদেবপুর এলাকার রাকেশ, মাসুদ (পচা) হাতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে আমার ব্যক্তিগত অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী ছাবিনা ইয়াসমিন আমার শার্টের কলার ধরে আমাকে সেন্ডেল দিয়ে মারপিট করেন। এ সময় অন্যরা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি আমার অফিসের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা অসৎ উদ্দেশে নিয়ে যায়। এ ছাড়াও কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে আমি হাকিমপুর থানাতে একটি অভিযোগ দিয়েছি।  হাকিমপুর পৌর সভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, কাউন্সিলর ইমরান হোসেন দুলাল চলতি মাসের ৭ মার্চ বাদী আবুল বাসার ও বিবাদী সাবিনা ইয়াসমিনের মধ্যে মনোমালিন্য নিয়ে হিলি বাজারের তার নিজস্ব অফিসে বিচারে বসেন। এক সময় তাদের মধ্যে মীমাংসা করে দিলে বিবাদী সাবিনা ইয়াসমিন বিচার না মেনে কাউন্সিলরকে জুতা এবং দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। যার কারণে সকল কাউন্সিলর নাগরিক সেবা বন্ধ রেখেছেন। এ বিষয়ে হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাকিমপুর পৌরসভার কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। 
১১ মার্চ ২০২৪, ১৭:৪৪

মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন।  শনিবার (৯ মার্চ) বিকেলে শহরের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ। তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌরসভাটিতে মোট ভোটার ৫৭ হাজার ৯৬২ জন। এই নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারকেলগাছ প্রতীকে পান ৬১০ ভোট।  এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ২৫টি ভোটকেন্দ্রে ১৫৭টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। সেই শূন্য পদের উপনির্বাচনে জয়ী হলেন তার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।
০৯ মার্চ ২০২৪, ২৩:৪১

বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন ফকরুজ্জামান মতিন 
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফকরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন বাবুল তালুকদার পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট। এ ছাড়াও বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট ও আনোয়ার হোসেন বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
০৯ মার্চ ২০২৪, ২১:৪৪

ত্রিশাল পৌরসভার মেয়র হলেন বিএনপি নেতা আমিন সরকার
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা আমিন সরকার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।  শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেছেন।  এতে নারিকেল গাছ প্রতীক নিয়ে আমিন সরকার পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বতর্মান সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান আনিসের স্ত্রী মোছা. শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। এর আগে এ দিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে প্রাপ্ত ১৪টি ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের সংখ্যা ১৩ হাজার ৬৪ ভোট। এতে ভোট পড়েছে শতকরা ৪৪ দশমিক ৭৭ শতাংশ।  প্রসঙ্গত, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান মেয়রের পদ থেকে অব্যাহতি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। পরে তিনি গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হন। যে কারণে ওই পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
০৯ মার্চ ২০২৪, ২০:০৫

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নতুন মেয়র মানিক
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুবারের মেয়র। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু। তিনি হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০টি। ভোট গ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ ভাগ। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।  নির্বাচন কর্মকর্তা আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬। ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে।  নির্বাচনে অপর ২ মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন) ভোট পেয়েছেন ২১০ এবং হামদান মন্ডল (জগ) ভোট পেয়েছেন ১৭২।
০৯ মার্চ ২০২৪, ১৯:৫৬

রাত পোহালেই পটুয়াখালী পৌরসভার ভোটগ্রহণ
রাত পোহালেই ৯ মার্চ পটুয়াখালী পৌরসভার ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম এবং থাকছে ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪টি ভ্রাম্যমাণ টিম। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যপ্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্য।  জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ২৪টি ভোটকেন্দ্রের প্রতি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে পাঁচ প্রার্থী হচ্ছেন ডা. মো. শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক), মহিউদ্দিন আহমেদ (জগ প্রতীক), মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ী) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)।  এবারের পৌর নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ এবং নারী ভোটার ২৬ হাজার ৭৫০ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন দুজন। বিগত ২০১৯ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ৫ হাজার ৫৫৫ জন ভোটার বেশি। ২০১৯ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ৪৫ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ২১ হাজার ৮২২ জন এবং নারী ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৩২২ জন।
০৮ মার্চ ২০২৪, ২৩:৫৩

দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা
দুই সিটির ৬টি পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দুই সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ ও কুমিল্লা। মঙ্গলবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে পাঠানোর খবর জানা গেছে। এতে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস (শিডিউল আই অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  এতে আরও বলা হয়েছে, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং ৩টি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা ও বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  
০৫ মার্চ ২০২৪, ১১:০০

জমির দখল নিয়ে হামলা, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত
মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী উজ্জ্বল মোল্লা (৪০) নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।  স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব এ ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এ ঘটনায় পুলিশ কেবল ব্যবসায়ী হুমায়ূন আহমেদ ও তার ছোট ভাই সোহেলকে আটক করেছে।  নিহত উজ্জ্বল মোল্লা শহরের মাড়পাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার কনজাভেসি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাঠপাড়ায় এলাকায় একটি জমির মালিকানা দখল সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের কেবল ব্যবসায়ী হুমায়ূন আহমেদ ও পৌর কর্মচারী উজ্জ্বল মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ূন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় একদল লোক উজ্জ্বল মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় উজ্জ্বল মোল্লাকে বেধড়ক মারধর করলে উজ্জ্বল মোল্লা গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে নিহতের স্বজনরা ভিড় করেন।  এ ঘটনায় নিহত উজ্জ্বল মোল্লার ছোট ভাই রাজু মোল্লা বলেন, কেবল ব্যবসায়ী হুমায়ূন ও তার ছোট ভাই সোহেল গুলি করতে করতে আমাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা আমার বড় ভাই উজ্জ্বল মোল্লার ওপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে চলে যায়। সদর পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত হুমায়ুন ও তার ছোট ভাই সোহেলকে আটক করা হয়েছে।
০৫ মার্চ ২০২৪, ০৬:৩৮

দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (২১ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা সদর পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। পৌরসভাগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইসির এ অতিরিক্ত সচিব। এর আগে আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।
২১ জানুয়ারি ২০২৪, ২০:১৩

পলাশবাড়ী পৌরসভার মেয়রকে শোকজ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সারোয়ার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের  আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ দেলোয়ার হোসেন এ আদেশ দেন। মেয়রকে শুক্রবার রাত ৯টায় সহকারি জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়। রাতে তিনি ব্যাখ্যা প্রদান করেন।  নোটিশে বলা হয়, গাইবান্ধা-৩ আসনের গত বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা শহরের শহীদ মিনারে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য প্রদানকালে পৌর মেয়র বলেন, কে কী করে জানা আছে; সময় আছে, ফিরে আসেন নৌকায়, নইলে ৮ তারিখে পলাশবাড়ীর মাটিতেই তাদের বিচার হবে। এসব বক্তব্যের মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) নং-এর বিধান লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ ও আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। 
০৫ জানুয়ারি ২০২৪, ২১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়