• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সৈয়দপুরের পৌর মেয়রের আপত্তিকর ভিডিও ভাইরাল
নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত।  তবে এর আগেও আরও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে এমন পরিস্থিতিতে তিনি ভিডিওগুলো সুপার এডিট দাবি করেছিলেন৷  বুধবার (১৩ মার্চ) দুপুরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন৷  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও ক্লিপ ও ছবিগুলোতে দেখা যায়, মেয়র রাফিকা জাহান ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তিনি বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচছেন। তার পাশে আরও একজনকে নাচতে দেখা যায়। পরে আরেক ভিডিওতে দেখা যায়, ভিডিও কলে অপরপ্রান্তের কারও সঙ্গে বিবস্ত্র হয়ে কথা বলছেন তিনি।  এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা এ বেয়াদবি করছে সেটাও নেত্রী দেখবেন এবং যে সাংবাদিকরা করছেন তাদেরও বিচার হবে।  প্রসঙ্গত, তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আখতার হোসেন বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন রাফিকা জাহান বেবি। এরপর পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের এ নতুন মুখ প্রথমবার নির্বাচনে এসেই গৃহিনী থেকে মেয়র হয়েছেন৷ 
১৪ মার্চ ২০২৪, ১১:৪১

পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন 
পটুয়াখালী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ শফিকুল ইসলামকে ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পরাজিত করে পুনরায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। শনিবার (৯ মার্চ) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।  পটুয়াখালী পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  বর্তমান মেয়র জগ মার্কা প্রতীক নিয়ে ২০ হাজার ৭১৮ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক) ২৩৭ ভোট, আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ৪৪০ ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক) ২০৮ ভোট পেয়েছেন। 
০৯ মার্চ ২০২৪, ২০:৩৩

গরুবোঝাই ভটভটি উল্টে প্রাণ গেল পৌর কাউন্সিলরের 
গরুবোঝাই একটি ভটভটি উল্টে জয়পুরহাট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সামছুল আলমের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন গরু ব্যবসায়ী।  শনিবার (১০ ফেব্রুয়ারি) জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের  আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।   বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির। নিহত সামছুল আলম ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধাপাড়া গ্রামের মৃত হাজি জসিম উদ্দিনের ছেলে। তিনি ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৬৫), ক্ষেতলাল উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে জাফর হোসেন (৫৫) ও একই গ্রামের খালেকের ছেলে নাজমুল (৫০)। ওসি হুমায়ূন কবির জানান, নিহত কাউন্সিলর সামছুল আলমসহ কয়েকজন গরু ব্যবসায়ী নতুনহাট থেকে গরু নিয়ে ভটভটিযোগে বটতলী বাজারে যাচ্ছিলেন। পথে বেলতলী এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাউন্সিলর সামছুল আলম মারা যান। পরে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮

বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপন (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার পাখিমারা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপন বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাখিমারা গ্রামের মৃত খলিল মাস্টারের ছেলে। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে ২০১৭ সালে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। তিনি দীর্ঘদিন ওই মামলায় আদালতে হাজিরা না দিলে বিজ্ঞ আদালত আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত লিপনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩

৮ বছর ধরে আশরাফুলের দোকানে খেতে আসে ঝাঁকে ঝাঁকে কবুতর
আট বছর আগে দোকানের বারান্দায় একটি অচেনা কবুতর এসেছিল। কবুতরটিকে খেতে দেন দোকানি আশরাফুল ইসলাম। পরদিন একই সময়ে দোকানে আসে তিনটি কবুতর। তাদেরও খেতে দেন তিনি। এর পর থেকে দোকানের সামনে বারান্দায় বাড়তে থাকে কবুতরের সংখ্যা। এখন প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা বাজলেই দুই শতাধিক কবুতর এখানে এসে হাজির হয়। খাবার ছিটিয়ে দিলে তা খেয়ে আবার চলে যায়। কবুতরের প্রতি ভালোবাসা দেখানো দেখাই সবাই সাধুবাদ জানিয়েছে।  প্রতিদিন এমন দৃশ্য দেখা যায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় দয়াল ভান্ডার নামের সবজির আড়তে। আড়তের মালিক ব্যবসায়ী আশরাফুল ইসলামের বাড়ি পৌরসভার মাহমুদপুর মহল্লায়। আট বছর ধরে তিনি এসব কবুতরকে প্রতিদিন নিয়ম করে দুপুরের খাবার হিসেবে গম, সরিষা খাওয়ান। টিনের চালের ওপরে বিদ্যুতের তারে পূর্ব-পশ্চিম লম্বা সারিতে বসে আছে অনেক কবুতর। বাকবাকুম, বাকবাকুম শব্দে মুখর আশপাশ। আশরাফুল যখনই হাতে খাবারের থলে নিয়ে দোকানের বারান্দায় আসেন, তখনই কবুতরগুলো তাকে ঘিরে ধরে। খাবার ছিটিয়ে দিলে পাল্লাপাল্লি করে তা খেয়ে নেয়। তখন বাজারের অন্য দোকানি, ক্রেতা ও সাধারণ মানুষ মুগ্ধ হয়ে এমন দৃশ্য উপভোগ করেন। কবুতরগুলো কোথা থেকে আসে, তা জানেন না আশরাফুল। তবে কবুতরগুলোকে খাবার দিয়ে তিনি আনন্দ পান। এসব কবুতরকে খাওয়ানোর জন্য প্রতিদিন তাকে দেড় থেকে দুই কেজি গম ছিটাতে হয়।  বিরামপুর নতুন বাজারের আছমান আলী, রবিউল ইসলাম, মোসলেম উদ্দীন বলেন, কবুতর ছাড়াও একই সময়ে দোকানের টিনের চালে খাবারের জন্য আসে অচেনা ২০ থেকে ৩০টি কাক। তাদেরও নিয়ম করে খাবার হিসেবে পাউরুটির টুকরা ছিটিয়ে দেন টিনের চালে। এতেই থেমে থাকেননি আশরাফুল ইসলাম। দিনের বিভিন্ন সময় দোকানে খাবার খেতে মা-ছানাসহ আসে চারটি বিড়াল। পাশের আড়তের সবজি ব্যবসায়ী সাব্বির হোসেন আদর করে পুরুষ বিড়ালটির নাম রেখেছেন ‘সম্রাট’। নাম ধরে ডাকলে বিড়ালটি আশরাফুলের দোকানে ছুটে আসে খাবার খেতে। তাদের খাবার হিসেবে দেন পাশের দোকান থেকে কেনা কেক। জীবের প্রতি তার এই ভালোবাসা দেখতে প্রতিদিনই ভিড় করছেন উচ্ছুক জনতা। কবুতরপ্রেমী আশরাফুল ইসলাম বলেন, কবুতরগুলো টিনের চালে ঝাঁকে ঝাঁকে এলে কখনো আশরাফুল নিজে খাবার দেন। কখনো দোকানের কাজে তিনি ব্যস্ত থাকলে দোকানের কর্মচারী খাবার দেন। খাওয়া শেষে কবুতরগুলো চলে যায় যে যার গন্তব্যে। কবুতরগুলোকে এভাবে খাওয়াতে পেরে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, নিজের মধ্যে তৃপ্তি লাগে। বিরামপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, জীবে প্রেম তো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। ব্যবসায়ী আশরাফুল ইসলাম নিঃস্বার্থভাবে এতগুলো পশুপাখিকে প্রতিদিন খাবার দিচ্ছেন, সেটি প্রকৃতির প্রতি তার অকৃত্রিম প্রেম। পশুপাখি থেকে কেউ কোনো স্বার্থ আশা করেন না। কবুতর তো সুখের পায়রা। কবুতর যেখানে ভালোবাসা পায়, সেখানে যায়। বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী মন্ডল বলেন, আশরাফুল ইসলাম একজন ভালো মানুষ এবং সফল ব্যবসায়ী। মানুষকে ভালোবাসার পাশাপাশি তিনি জীবকে অনেক ভালোবাসেন। এটি আসলেই একটি মহৎ কাজ। কবুতরগুলো মানুষটির কাছে ভালোবাসা পাচ্ছে। আমি এটিকে অবশ্যই ভালো চোখে দেখছি। 
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

লক্ষ্মীপুরে পৌর হকার্স মার্কেটে আগুন, পুড়ল ৪ দোকান
লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।  শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের চকবাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।  আরও পড়ুন : এখনও খোঁজ মেলেনি ইঞ্জিন মাস্টার হুমায়ুনের   ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মার্কেটের চারটি দোকান পুড়ে যায়।   প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ভগবতি ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরও দু’তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভগবতি ভান্ডার, ফিরোজ স্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্রেরি পুড়ে যায়। আরও পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট   ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
১৯ জানুয়ারি ২০২৪, ১৪:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়