• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে লঙ্কানরা
রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। এরপরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে লঙ্কানরা। বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে মেন্ডিস-সিলভারা। এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের সিরিজের প্রথমেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২

পদ্মায় ফেরিডুবি : পাটুরিয়ায় পৌঁছেছে ঝিনাই-১
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছেছে বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি কাজে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ ঝিনাই-১। রোববার(২১ জানুয়ারি) বিকেল ৫টা দিকে নারায়গঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়া ঘাটে ফেরিডুবি স্থলে পৌঁছায়। ঝিনাই-১ জাহাজটিতে রয়েছে মাল্টিভম ইকো সাউন্ডার। যার মাধ্যমে নদীর তলদেশে বিভিন্ন বস্তু সনাক্ত করা যায়। পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি ও ট্রাক সনাক্তের কাজে ব্যবহার করা হবে এ জাহাজ। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এস এম আজগর আলী গণমাধ্যমকে জানান, উদ্ধার কাজে অনুসন্ধানে গতি আনতে নারায়ণগঞ্জ থেকে ঝিনাই-১ জাহাজ ডাকা হয়। জাহাজটিতে মাল্টিভিম ইকো সাইন্ডার আছে। এটি পানির নিচের বস্তু সনাক্ত করা যায়। এর মাধ্যমব নিখোঁজ ব্যক্তি ও ট্রাকের সন্ধান মিলবে আশা করি। তিনি আরও জানান, সোমবার সকাল থেকে জাহাজটি উদ্ধার কাজে সহযোগিতা করবে। প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ফেরি রজনীগন্ধা ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে পাটুরিয়াঘাটে ভিড়তে না পেরে ফেরিটি পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটের অদূরে আটকা পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।
২১ জানুয়ারি ২০২৪, ২২:৪৮

হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
নোয়াখালী-৬ আসনের হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে ব্যালেটবাক্সসহ নির্বাচনের সরঞ্জাম।  শনিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে হরনী ও চানন্দি নামে দুটি ইউনিয়ন রয়েছে। এই দুটি ইউনিয়নে ২২টি ভোটকেন্দ্রে রয়েছে। হাতিয়া থেকে সি-ট্রাকে নদী পাড়ি দিয়ে কর্মকর্তারা নির্বাচনের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছান। আগামীকাল রোববার ভোটগ্রহণ শেষে তারা আবার  হাতিয়ায় ফিরে আসবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, নদীর ওপারে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা পৌঁছেছেন। কোথাও কোনো সমস্যা হয়নি। হাতিয়ায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। মোটকেন্দ্র ৯৬টি।
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়