• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ করছে ডিএনসিসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ায় প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৭ জানুয়ারি) রাত থেকেই ডিএনসিসির আওতাধীন প্রতিটি অঞ্চলে এ কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করা জন্য ডিএনসিসির বর্জ্য বিভাগকে নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম।  তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার-ব্যানার ব্যাবহার করেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যে এসব অপসারণ করার জন্য। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না। আতিকুল ইসলাম আরও বলেন, আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।
০৮ জানুয়ারি ২০২৪, ১৮:২২

নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। ঘোষণা হয়ে গেছে ফলাফলও। এরই মধ্যে আজ (৮ জানুয়ারি) ভোর থেকে নির্বাচনী পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  আরও পড়ুন : জয়ের পর শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন   সোমবার ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তায় কাজ করতে দেখা যায় সকাল থেকে। সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০, কাফরুল, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী এলাকায় রাস্তার ওপর ঝুলে থাকা ব্যানার-পোস্টার অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের ওপর থেকে ব্যানার-পোস্টারগুলো অপসারণ করতে কিছুটা বেগ পেতে হয় তাদের। সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় ঠিকমতো কাজ করতে পারছিলেন না তারা। এরমধ্যে যেসব সড়কে ব্যানার, পোস্টার খোলা হয়েছে, সেগুলো ভ্যানে করে এসটিএসে নিয়ে যাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা। আরও পড়ুন : ‘নড়াইলের উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করব’   মিরপুর ১০ এলাকায় ঢাকা-১১ আসনের প্রার্থীদের ব্যানার পোস্টার পরিষ্কারে কাজ করছিলেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের ভাষ্য অনুযায়ী, বেশির ভাগ এলাকা পরিষ্কার হয়ে গেছে। দিনের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে। 
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়