• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
তালাক দেওয়ায় নারী চিকিৎসকের গায়ে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে লতা আক্তার (২৭) নামে এক নারী চিকিৎসকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন তার সাবেক স্বামী। আগুনে ওই চিকিৎসকের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলার রায়পুরা উপজেলায় এ ঘটনা ঘটে। ওই চিকিৎসকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক লতার খালু মো. ফরহাদ হোসেন বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে লতা নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। দুই বছর আগে খলিলুর রহমান নামের এক ছেলেকে ভালোবেসে বিয়ে করেন লতা। বিয়ের পর জানতে ওই ছেলে একজন ড্রাইভার। এরপর তাকে তালাক দেয় লতা। এরই জের ধরে বাসায় এসে লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান খলিলুর। লতার প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ওই নারী চিকিৎসকের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নরসিংদীর রায়পুরা থেকে এক নারী চিকিৎসক দগ্ধ হয়ে এসেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৮

পেট্রোল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক
বাজারে ক্লাসিক ৩৫০-এর ইথানল এডিশন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। নতুন এই মোটরসাইকেলটি পেট্রোল ছাড়াই চলবে। এর ফলে পরিবেশ দূষণ কমবে। জানা গেছে, রয়্যাল এনফিল্ডের নতুন ক্লাসিক ৩৫০ বাইকটিতে ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করা যাবে। বাকি ১৫ শতাংশ পেট্রোল ব্যবহার করতে হবে। বাইকটিতে থাকছে ৩৪৯ সিসি এয়ার-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০ দশমিক ২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি বাইকটিতে ৫ স্পিড গিয়ারবক্স সংযুক্ত করা হয়েছে। ইথানলচালিত রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ফুয়েল ট্যাংকে রয়েছে সবুজ এবং লাল পেইন্ট ফিনিশ। যা এটিকে রেগুলার ক্লাসিক মডেলের থেকে আলাদা করে তুলবে। ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করার সুবিধা থাকার ফলে বাইকটি তেল খরচ কমতে পারে এমনটা দাবি করা হচ্ছে। ভারতের বাজারে বাইকটির দাম ১ লাখ ৯৩ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার রুপি। বাইকটি বাংলাদেশে কবে আসবে, তা এখনও জানা যায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০

পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, দগ্ধ ১ জনের মৃত্যু
সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মতি মিয়া (৬০) মারা গেছেন। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত মতি মিয়া সিলেট নগরীর ঘাসিটুলা বেতের বাজার এলাকার মৃত মিছিল আলীর ছেলে। নিহত মতি মিয়ার ছেলে আলম মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, ওইদিন রি-ফুয়েলিং স্টেশনের পাশে ড্রেন সংস্কারের কাজ করাচ্ছিলো সিলেট সিটি করপোরেশন। এ সময় সিসিকের ড্রেন নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক গ্র্যান্ডার মেশিন দিয়ে রড কাটছিলেন। এ সময় গ্র্যান্ডার মেশিন থেকে বের হওয়া ছুটন্ত অগ্নিস্ফুলিঙ্গ গিয়ে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়লে লরির পেছনের চাকাসহ পাইপে আগুন লেগে যায়। এতে লরির পাশে থাকা ড্রেনের কাজ করা পাঁচ শ্রমিক ও ফিলিং স্টেশনের এক কর্মচারী দগ্ধ হন। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ গণমাধ্যমকে জানান, দগ্ধদের মধ্যে মনতাজ মিয়া ও মতি মিয়ার অবস্থার অবনতি হওয়ায় ২২ জানুয়ারি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মতি মিয়া মারা যান। এর আগে গত ২১ জানুয়ারি বিকেলে পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে তেলবাহী গাড়ি আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১১

পাবনায় পেট্রোল পাম্পে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় পৌনে একঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও র‍্যাব জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জ্বালানিবাহী একটি লরি এসে পেট্রোল পাম্পে তেল খালাস করছিল। এ সময় তেলের লাইনের মুখ খোলার সঙ্গে সঙ্গে স্পার্ক করে আগুন ধরে যায়।  এ সময় লরিচালক পেট্রোল পাম্প থেকে গাড়ি চালিয়ে সড়কের ওপরে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে পেট্রোল পাম্প ও লরিতে আগুন ধরে যায়।  খবর পেয়ে পুলিশ, র‍্যাব সদস্য এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  
১০ জানুয়ারি ২০২৪, ২২:০৪

জুরাইন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনার পর জুরাইন রেলগেট-সংলগ্ন একটি বাড়ি থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর টিকাটুলির র‌্যাব-৩ এর সদরদপ্তরে এক বিফ্রিংয়ে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে জুরাইন রেলগেট-সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত ৬টি টেপসহ ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দাসপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আবুল কাশেম (৩৫), একই জেলার নিকলী থানার শহরমোড় এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. ফজলে রাব্বী (২৭) এবং নিকলী থানার কারপাশা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আলমগীর হোসেন (৩০)। র‌্যাব-৩ জানায়, গত ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশের পর হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতাকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করে আসছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল রক্ষায় র‍্যাব নাশকতাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। সৃষ্ট নাশকতা দমনে গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগকারী এবং ককটেল প্রস্তুতকারীদের গ্রেপ্তারে র‍্যাব-৩ ইতোপূর্বেও উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ শুক্রবার রাতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর জুরাইন রেলগেট-সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুতকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি গ্রেপ্তারদের এই ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করার জন্য নির্দেশ প্রদান করে। এসব ককটেল ও পেট্রোল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য একটি দুষ্কৃতিকারী মহলের রাজধানীতে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা সফল করতে আয়নালের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তাররা রাজধানীর জুরাইন রেলগেইটের পাশের একটি বাড়ি ভাড়া করে সেখানে ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করছিল। র‌্যাব আরও জানায়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য এই ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনের পূর্বে এসব ককটেল ও পেট্রোল বোমা রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, জানমালের ক্ষতিসাধন ও নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালানোর পরিকল্পনা ছিল।  এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও আয়নালসহ এ ঘটনায় যেসব নাশকতাকারীর সম্পৃক্ততা রয়েছে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দগ্ধ কয়েকজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ট্রেনে নাশকতার ওই ঘটনার পর রাতেই গোপীবাগের কাছাকাছি একটি বস্তিতে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পায় র‌্যাব। রাতেই বিষয়টি নিশ্চিত করেছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়