• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) সেই সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা।  এদিকে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।  অন্যদিকে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে অর্থাৎ ২০২৫ সালে এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে টেস্ট দুটি এবারের সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি সময় বের করতেই এই সিদ্ধান্ত। এদিকে এই সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র সফরে যাবে লাল-সবুজেরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই টেক্সাসের হিউস্টনেপ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)  অনুষ্ঠিত হবে।
১৬ মার্চ ২০২৪, ১৫:০৭

ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল ৯ মার্চ। তবে দুই দিন পিছিয়ে ১১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পাশাপাশি রানার্সআপ শেখ জামাল মাঠে নামবে। বিদেশি ক্রিকেটার ছাড়া এবারের লিগ অনুষ্ঠিত হবে।  বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ঢাকা লিগের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে।  ঢাকা লিগে অংশ নিচ্ছে ১২টি দল। গত আসরের শীর্ষ দশ দলের সঙ্গে এবার প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটো দল অংশ নিচ্ছে।  ঢাকা লিগের ১২টি দল- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম রাউন্ডের সূচি: ১১ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, মিরপুর শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, বিকেএসপি-৩ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ফতুল্লা ১২ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, মিরপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ দ্বিতীয় রাউন্ডের সূচি: ১৪ মার্চ, ২০২৪ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম আবাহনী লিমিটেড, ফতুল্লা শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪ ১৫ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ফতুল্লা গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৪ তৃতীয় রাউন্ডের সূচি: ১৭ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ফতুল্লা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ ১৮ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪  মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স, ফতুল্লা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩  
০৭ মার্চ ২০২৪, ১৫:৩৭

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটির অনুমোদন দেন। ঢাবি ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন ৬১ জন, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজিবিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপসম্পাদক এবং সদস্য পদে বাকিদের পদায়ন করা হয়েছে। কমিটিতে এক নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, এক নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা এবং এক নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রায়হান সরকারকে। এর আগে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান সৈকতকে দায়িত্ব দেওয়া হয়। সেই হিসেবে আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩

সংরক্ষিত নারী আসনে আ.লীগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-  ১. পঞ্চগড়ের রেজিয়া ইসলাম,  ২. ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগরওয়াল,  ৩. নীলফামারীর আশিকা সুলতানা,  ৪. জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা,  ৫. নাটোরের কোহেলি কুদ্দুস, ৬. চাঁপাইনবাবগঞ্জের জারা জাবীন মাহবুব,  ৭. খুলনার রুনু রেজা,  ৮. বাগেরহাটের ফরিদা আক্তার বানু,  ৯. বরগুনার ফারজানা সুমি,  ১০. ভোলার খালেদা বাহার বিউটি,  ১১. পটুয়াখালীর নাজনীন নাহার রশীদ,  ১২. নরসিংদীর ফরিদা ইয়াসমিন,  ১৩. ময়মনসিংহের উম্মি ফারজানা ছাত্তার,  ১৪. নেত্রকোণার নাদিয়া বিনতে আমিন,  ১৫. জয়পুরহাটের মাহফুজা সুলতানা,  ১৬. ঝিনাইদহের পারভীন জামান,  ১৭. কুমিল্লার আরমা দত্ত,  ১৮. সাতক্ষীরার লায়লা পারভীন, ১৯. খুলনার বেগম মন্নুজান সুফিয়ান,  ২০. গোপালগঞ্জের বেদৌরা আহমেদ সালাম,  ২১. ঢাকার শবনম জাহান,  ২২. ঢাকার পারুল আক্তার,  ২৩. ঢাকার সাবেরা বেগম,  ২৪. বরিশালের শাম্মী আহমেদ,  ২৫. ঢাকার নাহিদ ইজাহার খান,  ২৬. ফরিদপুরের ঝর্না হাসান,  ২৭. মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা,  ২৮. ঢাকার শাহিদা তারেখ দীপ্তি,  ২৯. ঢাকার অনিমা মুক্তি গমেজ,  ৩০. ঢাকার শেখ আনার কলি পুতুল,  ৩১. নরসিংদীর মাসুদা সিদ্দীক রোজী,  ৩২. টাঙ্গাইলের তারানা হালিম,  ৩৩. টাঙ্গাইলের বেগম শামসুর নাহার,  ৩৪. গাজীপুরের মেহের আফরোজ,  ৩৫. টাঙ্গাইলের অপরাজিতা হক,  ৩৬. ঢাকার হাছিনা বারী চৌধুরী,  ৩৭. গোপালগঞ্জের নাজমা আকতার,  ৩৮. সিলেটের রুমা চক্রবর্তী,  ৩৯. লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, ৪০.  লক্ষ্মীপুরের আশ্রাফুন নেছা,  ৪১. নোয়াখালীর কানন আরা বেগম,  ৪২. চট্টগ্রামের শামীমা হারুন,  ৪৩. নোয়াখালীর ফরিদা খানম,  ৪৪. চট্টগ্রামের দিলোয়ারা ইউসুফ,  ৪৫. চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান,  ৪৬. রাঙ্গামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ,  ৪৭. ঢাকার সানজিদা খানম,  ৪৮. রংপুরের মোছা. নাছিমা জামান (ববি)। দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে এক হাজার ৫৪৯ জন নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে ফরম বিক্রি করে দলটির মোট আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১

বিপিএল ২০২৪ / ঢাকার দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠেছে গত ১৯ জানুয়ারি। ফলে দেখতে দেখতে পেরিয়েছে ১৬ দিন। ৪৬ ম্যাচের মধ্যে ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে ২০টি ম্যাচ। সিলেট পর্ব শেষে এবার হোম অব ক্রিকেটে ফের বিপিএল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা। ঢাকায় দ্বিতীয় পর্বে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৩ ফেব্রুয়ারি বন্দরনগরী চট্টগ্রামে যাবে ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় এই আসর। চট্টগ্রাম পর্বের পর শেষবারের মতো ঢাকায় গড়াবে বিপিএল। আর আগামী ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরোয়া এই টুর্নামেন্টের। সিলেট পর্ব শেষে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। অন্যদিকে পাঁচ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে খুলনা। আর তালিকার শেষের দুই দল ঢাকা ও সিলেট। প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। একনজরে বিপিএলের ঢাকা পর্বের পুরো সূচি...   তারিখ দল সময় ভেন্যু ৬ ফেব্রুয়ারি    ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স   দুপুর ১–৩০ মিনিট     রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা     সন্ধ্যা ৬–৩০ মিনিট মিরপুর  ৭ ফেব্রুয়ারি       কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স     দুপুর ১–৩০ মিনিট     সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা   সন্ধ্যা ৬–৩০ মিনিট মিরপুর ৯ ফেব্রুয়ারি  সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স   দুপুর ২টা     কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬.৩০ মিনিট মিরপুর  ১০ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুপুর ১–৩০ মিনিট     ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা        সন্ধ্যা ৬–৩০ মিনিট                    মিরপুর        
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭

শ্রীলঙ্কা সিরিজের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
চলমান বিপিএলে ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। তবে বিপিএল শেষেও বিশ্রাম পাচ্ছেন না সাকিব-মিরাজরা। আগামী মাসেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে শ্রীলঙ্কার সিরিজের দিনক্ষণ প্রকাশ করে বিসিবি। যেখানে বলা হয় পহেলা মার্চ বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। এদিনই ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের। তিন ফরম্যাটের সিরিজের প্রথমেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।   টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে। তবে এই পূর্ণাঙ্গ সিরিজে ম্যাচ পায়নি মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম।  
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৯

সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
আগামী দুই বছরের জন্য স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২০২২ সালের ৪ ডিসেম্বর আলাউদ্দিন তুষারকে সভাপতি এবং মো. আব্দুর রায়হানকে সাধারণ সম্পাদক করে সোনালী ব্যাংক পিএলসির সবচেয়ে ক্রিয়াশীল ও বৃহৎ এ প্রাতিষ্ঠানিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে নঈম জামালসহ ১৫ জনকে সহ-সভাপতি, আবু সোলায়মানসহ ১৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান বিন ইমরুল কায়েসসহ ১৪ জনকে সাংগঠনিক সম্পাদক, ৯ জনকে সহ-সাংগঠনিক সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। সভাপতি আলাউদ্দিন তুষার বলেন, শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে চলছে ব্যাংকারদের সবচেয়ে বড় সংগঠন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। সাংগঠনিক সম্পাদক হাসান বিন ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি সক্রিয় অবদান রাখবে।
২১ জানুয়ারি ২০২৪, ১২:৫২

দেখে নিন ২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠছে আজ (১৯ জানুয়ারি)। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—পাঁচটি পর্বে এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি।  আরও পড়ুন : বিপিএলের পর্দা উঠছে আজ   ঢাকার পর আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ হবে। এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল; এই পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি আটটি ম্যাচ হবে। আরও পড়ুন : বিপিএলসহ টিভিতে আজকের খেলা   ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে। এরপর পঞ্চম ও শেষ পর্বে আবারও ঢাকা ফিরবে বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা।  ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চলুন দেখে নেই, ২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি  তারিখ ম্যাচ ভেন্যু সময় ১৯ জানুয়ারি কুমিল্লা-ঢাকা ঢাকা বেলা ২টা ৩০ মিনিট ১৯ জানুয়ারি সিলেট–চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ২০ জানুয়ারি রংপুর-বরিশাল ঢাকা বেলা ১টা ৩০ ২০ জানুয়ারি খুলনা-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ২২ জানুয়ারি চট্টগ্রাম-ঢাকা ঢাকা বেলা ১টা ৩০ ২২ জানুয়ারি বরিশাল–খুলনা ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ২৩ জানুয়ারি সিলেট-রংপুর ঢাকা বেলা ১টা ৩০ ২৩ জানুয়ারি কুমিল্লা-বরিশাল ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ২৬ জানুয়ারি রংপুর-খুলনা সিলেট বেলা ২টা ২৬ জানুয়ারি কুমিল্লা-সিলেট সিলেট সন্ধ্যা ৭টা ২৭ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম সিলেট বেলা ১টা ৩০ ২৭ জানুয়ারি রংপুর-ঢাকা সিলেট সন্ধ্যা ৬টা ৩০ ২৯ জানুয়ারি সিলেট-চট্টগ্রাম সিলেট বেলা ১টা ৩০ ২৯ জানুয়ারি খুলনা-ঢাকা সিলেট সন্ধ্যা ৬টা ৩০ ৩০ জানুয়ারি কুমিল্লা-রংপুর সিলেট বেলা ১টা ৩০ ৩০ জানুয়ারি সিলেট-বরিশাল সিলেট সন্ধ্যা ৬টা ৩০ ০২ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা সিলেট বেলা ২টা ০২ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম সিলেট সন্ধ্যা ৭টা ০৩ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা সিলেট বেলা ১টা ৩০ ০৩ ফেব্রুয়ারি সিলেট-রংপুর সিলেট সন্ধ্যা ৬টা ৩০ ০৬ ফেব্রুয়ারি রংপুর-ঢাকা ঢাকা বেলা ১টা ৩০ ০৬ ফেব্রুয়ারি বরিশাল-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ০৭ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা ঢাকা বেলা ১টা ৩০ ০৭ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ০৯ ফেব্রুয়ারি সিলেট-খুলনা ঢাকা বেলা ২টা ০৯ ফেব্রুয়ারি কুমিল্লা-ঢাকা ঢাকা সন্ধ্যা ৭টা ১০ ফেব্রুয়ারি রংপুর-চট্টগ্রাম ঢাকা বেলা ১টা ৩০ ১০ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম চট্টগ্রাম বেলা ১টা ৩০ ১৩ ফেব্রুয়ারি রংপুর-খুলনা চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০ ১৪ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা চট্টগ্রাম বেলা ১টা ৩০ ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০ ১৬ ফেব্রুয়ারি খুলনা-ঢাকা চট্টগ্রাম বেলা ২টা ১৬ ফেব্রুয়ারি রংপুর-চট্টগ্রাম চট্টগ্রাম সন্ধ্যা ৭টা ১৭ ফেব্রুয়ারি সিলেট-বরিশাল চট্টগ্রাম বেলা ১টা ৩০ ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০ ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট চট্টগ্রাম বেলা ১টা ৩০ ১৯ ফেব্রুয়ারি রংপুর-বরিশাল চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০ ২০ ফেব্রুয়ারি খুলনা-চট্টগ্রাম চট্টগ্রাম বেলা ১টা ৩০ ২০ ফেব্রুয়ারি কুমিল্লা-রংপুর চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০ ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা-বরিশাল ঢাকা বেলা ২টা ২৩ ফেব্রুয়ারি সিলেট-খুলনা ঢাকা সন্ধ্যা ৭টা এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) ঢাকা বেলা ১টা ৩০ ২৫ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) ঢাকা সন্ধ্যা ৬টা ৩০ ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) ঢাকা সন্ধ্যা ৬টা ৩০   ফাইনাল   ০১ মার্চ প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল সন্ধ্যা সাড়ে ৬টা, ঢাকা  
১৯ জানুয়ারি ২০২৪, ১১:১৮

ফখরুলের জামিন নিয়ে পূর্ণাঙ্গ রায়ে যা বললেন হাইকোর্ট
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ফখরুলের জামিন আবেদন নাকচ করে দেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১০ জানুয়ারি এ রায় দিয়েছিলেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, মামলার নথি থেকে সুস্পষ্ট বোঝা যায়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ওই বাড়িতে জোর করে প্রবেশের অভিযোগগুলো সত্যিই অত্যন্ত গুরুতর। প্রধান বিচারপতি প্রজাতন্ত্রের তিনটি অঙ্গের একটির প্রধান। তাই তার বাসভবনে হামলার অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার শামিল। এতে আরও বলা হয়, অভিযুক্ত আবেদনকারী (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তিনি জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলন দাবি করে আসছেন। তবে দুর্ভাগ্যবশত, গত কয়েক মাসে দেখা গেছে, কথিত ওই ভোটাধিকারের দাবি দেশে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত হয়েছে। যাতে প্রাণহানি, অগ্নিসংযোগ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী সরকারি ও ব্যক্তিগত যানবাহন, পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা রয়েছে।  উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
১৬ জানুয়ারি ২০২৪, ১৯:২৬

একনজরে পিএসএলের পূর্ণাঙ্গ সূচি
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। ছয় দলের এই প্রতিযোগিতার পর্দা নামবে ১৮ মার্চ। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং দুইবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তানের চারটি শহর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে এবারের পিএসএল। আসরের ৩৪ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ১১টি ম্যাচের আয়োজন করবে করাচি। এর মধ্যে রয়েছে- কোয়ালিফায়ার রাউন্ড, দুটি এলিমিনেটর ম্যাচ ও ফাইনাল ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৯টি করে ম্যাচের পাশাপাশি মুলতানে গড়াবে পাঁচটি ম্যাচ। একনজরে পিএসএলের পূর্ণাঙ্গ সূচি...
১৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়