• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
এসি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। পুড়ে গেছে বেড, ওষুধপত্র, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যন্ত্রপাতি। অল্পের জন্য রক্ষা পেল কার্ডিয়াক আইসিইউতে থাকা ৭ শিশু রোগী। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, শিশু হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় নিমজ্জিত হয়ে যায় পুরো হাসপাতাল। হাসপাতাল ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে বিস্ফোরিত গ্যাসের গন্ধ। কার্ডিয়াক আইসিইউতে ৭ শিশু রোগী ছিল, তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এছাড়া অন্যান্য আইসিইউ ও ওয়ার্ড থেকে সব রোগীদেরও সরিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের পর আমাদের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে অনুসন্ধান চালায়। তবে আমরা কোনো ভুক্তভোগীকে পাইনি। আগুন লাগার পরপরই আইসিইউতে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।’ আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ধারণা করছি আইসিইউর ভেতরে এসি ছিল। সেটা থেকে হয় তো আগুন লেগেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।   আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।    
১৫ ঘণ্টা আগে

রাজশাহীতে স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১২ এপ্রিল) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় পঞ্চম শ্রেণির একটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ওই কক্ষের চেয়ার টেবিলসহ প্রয়োজনীয় সব আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, স্কুলে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। একতলা পাকা স্কুলের আশপাশে ইটের দেয়াল থাকায় আগুন সেভাবে ছড়াতে পারেনি। এতে স্কুলের আসবাবপত্র ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কেউ হতাহতও হয়নি।
১২ এপ্রিল ২০২৪, ১৬:০৭

‘ঈদ এলে সেই পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে’
অন্য সবার মতো ঈদ নিয়ে বেশ উচ্ছ্বসিত থাকেন শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। তবে ঈদ এলেই ছোটবেলার কামিজ পুড়ে যাওয়ার স্মৃতি মনে পড়ে তার। ঈদে যতই নতুন কাপড় কেনেন কিংবা উপহার পান না কেন সেই কামিজের কথা এখনও ভুলতে পারেননি এই অভিনেত্রী।   সেসময় মেহজাবীনের বয়স ছয় কি সাত। সবে মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ছেন তিনি। মা–বাবার সঙ্গে ওমানে থাকেন। অন্যান্য বাচ্চাদের মতো ওই বয়সে ঈদের পোশাক নিয়ে মেহজাবীনেরও ছিল আলাদা আগ্রহ। তবে বয়সে ছোট হওয়ায় সালোয়ার–কামিজ পরার সুযোগ তখনও হয়ে ওঠেনি তার। কিন্তু মায়ের মতো ছোট্ট মেহজাবীনেরও চাই সালোয়ার–কামিজ। তাই মায়ের কাছে আবদার করেন সালোয়ার–কামিজ বানিয়ে দেওয়ার জন্য।  যে কথা সেই কাজ। মায়ের সঙ্গে মিলিয়ে মেহজাবীনকেও বানিয়ে দেওয়া হলো সুন্দর সালোয়ার–কামিজ। বিদেশের মাটিতে সেই ঈদের পোশাক নিয়ে উত্তেজনার কোনো কমতি ছিল না। শুধু অপেক্ষায় ছিল, কবে ঈদ আসবে। আর কবেই বা পোশাকটা পরবেন তিনি।  অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো মেহজাবীনের। ঈদ এলো। সকালে উঠেই সেই সালোয়ার–কামিজ চলতে থাকে এদিক–সেদিক ঘোরাঘুরি। একেবারে ভোর থেকে দুপুর পর্যন্ত সেই এক পোশাক পরেছিলেন মেহজাবীন। দুপুরে ঘুমানোর পালা। কিন্তু কিছুতেই সেই সালোয়ার–কামিজ খুলবেন না। সেই পোশাক পরেই ঘুম। কিন্তু ঘুম থেকে উঠে দেখেন তার পোশাকটি অনেকটা কুচকে গেছেন।  
১১ এপ্রিল ২০২৪, ১৪:১৮

ঈদের সকালে পুড়ে ছাই ২৫ দোকান
শরীয়তপুরের জাজিরায় আগুন লেগে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের সকালে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট বাজারে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাঝিরঘাট বাজারের মুদি দোকানি ইউনূস খাঁনের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই সেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাদবরের মুদি দোকান, রাসেল মাদবরের মোবাইল রিচার্জের দোকান, স্বপন ফকিরের খাবারের হোটেলসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। ভুক্তভোগী ইউনূস খাঁন বলেন, ‘ঈদের বেচাবিক্রির জন্য দোকানে অনেক টাকার মাল উঠাইছিলাম। আগুনে আমার সব শেষ হইয়া গেলো। আমি পথের ফকির হইয়া গেলাম।’  আরেক দোকানি ছালাম মাদবর বলেন, ‘ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ শুনি বাজারে আগুন লাগছে। দৌঁড়ে এসে দেখি আমার পুরো দোকান আগুনে পুড়ে যাচ্ছে। কিছুই বের করতে পারি নাই। এখন সরকার থেকে যদি সাহায্য দেয় তাহলে আবার নতুন করে দোকান চালু করতে পারবো।’  শরীয়তপুর ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার ও জাজিরা উপজেলা ফায়ার ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুটি টিম আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলো। দীর্ঘ ২ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, আমরা ইতোমধ্যে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে যতটুকু সম্ভব উপজেলা প্রশাসন তাদের পাশে দাঁড়াবে। 
১১ এপ্রিল ২০২৪, ১৩:১০

মহিপুরে অগ্নিকাণ্ড, ২৩ মৎস্য আড়ৎ পুড়ে ছাই
পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুরে আগুন লেগে অন্তত ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে।  শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জাপান মৎস্য আড়ৎ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৩ আড়ত মালিকের ৩ কোটি টাকারও ক্ষতি হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ব হলেও পাশাপাশি নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের কাজ চলছে।
০৫ এপ্রিল ২০২৪, ২৩:০৫

শিবগঞ্জে কাঁচাবাজারে আগুন, পুড়ে গেছে ১২ দোকান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।  সোমবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে একটি মুদি দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয় দোকানদাররা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অন্তত ১২টি দোকানে। এতে সেসব দোকানের মালামালও পুড়ে গেছে।  খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, শিবগঞ্জ কাঁচাবাজারে তিনটি মুদি দোকানে আগুন বেশি ছিলো, এসব দোকানে সয়াবিন, সরিষাসহ বিভিন্ন তেল থাকার কারণে আগুন দ্রুত বেড়ে যায়। তবে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।  এ দিকে কাঁচাবাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে পৌরসভার কর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।  
০২ এপ্রিল ২০২৪, ০৯:৫৪

বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শত শত ঘর
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাজধানীর বনানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে বস্তির শত শত ঘর পুড়ে গেছে। রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আমাদের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথামিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, বিকেল ৪টা ৫ মিনিটে বনানীর কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পাঠানো হয়।
২৪ মার্চ ২০২৪, ১৯:১১

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি
বর্তমানে বিভিন্ন জায়গাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে কারও দোকান পুড়ে যাচ্ছে তো কারও বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃটিশ মডেল-অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি।  গত ১৪ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত কারা ডেলেভিনের  বিলাসবহুল বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।  যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে জানায়, বাড়িটির পেছনে প্রচন্ড আগুনের শিখা দেখতে পান ফায়ারকর্মীরা। দুতলা বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৪ জন কর্মী ২ ঘণ্টা কাজ করেন। কিন্তু ততক্ষণে কারা ডেলেভিনের বাড়ির ছাদের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়। সেসময় যুক্তরাজ্যে ছিলেন এই অভিনেত্রী।    ইনস্টাগ্রাম পোস্টে কারা ডেলেভিন লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি এটি বিশ্বাস করি না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়।’      স্টুডিও সিটিতে অবস্থিত কারা ডেলেভিনের বিলাসবহুল এই বাড়িটি। ২০১৯ সালে বাড়িটি কেনেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স জানায়, বাড়িটির মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।  প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষ কারা ডেলেভিন। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ অভিনয় করেছেন তিনি। প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও দেখা গেছে তাকে।  সূত্র : সিএনএন    
১৯ মার্চ ২০২৪, ০৯:৫১

হবিগঞ্জে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও তা জানা যায়নি।  শুক্রবার (১৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ছোট-বড় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তন্মধ্যে সফর আলীর চা দোকান, ফুল মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, টং দোকান ২টি, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিং ছাড়া কয়েকটি টং দোকান পুড়েছে।  উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১৫ মার্চ ২০২৪, ১৭:৩৪

উত্তরার আগুন নিয়ন্ত্রণে, প্রায় সব দোকান পুড়ে ছাই
রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে বেডিং মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে যেয়ে কাজ শুরু করে। কর্মীদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মার্কেটের প্রায় সব দোকানই পুড়ে গেছে।
১২ মার্চ ২০২৪, ০৯:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়