• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নির্বাচন কমিশনের পুষ্পস্তবক অর্পণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন। অপরদিকে ইসি সচিবালয়ের পক্ষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিয়া, ও ইভিএম প্রকল্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
১৭ মার্চ ২০২৪, ২৩:৫৮

মোবাইলের আলোতে পুষ্পস্তবক অর্পণ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রশাসনের উদাসীনতায় আলোকসজ্জাহীন রাতের আঁধারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়ি মহালছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ১৯৫২ এর ভাষা শহীদ, ৭১ এর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোকসজ্জাহীন রাতের আঁধারে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মুহূর্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও স্থানীয় সাংবাদিক, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তবে উপজেলার আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ অফিস) কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন না। আলোকসজ্জাহীন প্রথম প্রহরে শহীদ মিনার ও উপজেলা পরিষদ ভবনে আলোকসজ্জা ছিলো না। মোবাইল ও টর্চ লাইটের আলো জ্বালিয়ে মহালছড়ি থানা, উপেজলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মসহ বিভিন্ন সামাজিক সংগঠন মহালছড়ির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়