• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
অত্যাচার সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা-মা। আদালতে দ্বারস্থ হওয়ার পর পুলিশ তাকে আটক করে।  রোববার (১৪ এপ্রিল) দুপুরে নাদিম নামের ওই ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে শনিবার রাতের দিকে আসামির অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাদিম মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। বৃদ্ধ বাবা রেনু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতে পারি নাই। এ সময় অন্যের বাড়ি বাড়ি গিয়ে রাত্রিযাপন করতে হয়েছে। এমনকি কয়েকবার আমাকে আমার ছেলে হত্যার চেষ্টাও করছে। এলাকায় কয়েকদিন পরপর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছি। পরে পুলিশ তাকে আটক করেছে।’ এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, নাদিম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে আমরা তাকে আটক করি। 
১৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১
পুলিশ কনস্টেবল পদে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার সময় এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।  শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর সিদ্দিকী রহমান এসব কথা জানান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে। সাতক্ষীরা পুলিশ সুপার জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন। সম্প্রতি পুলিশের নিয়োগকে কেন্দ্র করে এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সঙ্গে চাকরি দেয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এ সময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এ সময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
১৬ মার্চ ২০২৪, ০৭:৫৯

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৯০ জন
শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ৯০ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইনে জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনোরকম তদবির বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখছেন বিষয়টি।  বুধবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পরে পুলিশ সুপার সকলের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  কনস্টেবল নিয়োগ পাওয়ার জন্য অনলাইনে ৪ হাজার ৫০ জন চাকরি প্রত্যাশী আবেদন করেন। তাদের মধ্যে ৩ হাজার ৫৮ জন মাঠে উপস্থিত ছিলেন। যাচাই বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৮ জন। আর লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয় ৩০২ জন। এর মধ্যে থেকে চুলচেরা বিশ্লেষণ করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে চূড়ান্ত করা হয় ৯০ জনকে। এর মধ্যে ১৪ জন নারী এবং ৭৬ জন পুরুষ। নিয়োগ প্রাপ্তদের মধ্যে অনেকেই কৃষক, দিনমজুর, অটোচালকসহ হতদরিদ্র পরিবারের সন্তান।   পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় আনন্দিত সবাই। আবার অনেকেই ঘোষণা শুনে আনন্দে কেঁদেও ফেলেন। তাদের অনেকেই জানান, সংসারে আয় রোজগারের কেউ নেই। তাই চাকরিটা খুবই প্রয়োজন ছিল। ভবিষ্যতে পুলিশের চাকরি করে মানব সেবায় নিয়োজিত হবো।  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট পুলিশ দরকার। স্মার্ট পুলিশ প্রদান প্রত্যয় নিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, মেধা ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের খোঁজে বের করেছি। প্রাথমিকভাবে তাদের চূড়ান্ত করা হয়েছে। প্রত্যেকে চাকরি প্রার্থীর ব্যাংক ড্রাফটের জন্য ১২০ টাকা করে খরচ হয়েছে। 
১৪ মার্চ ২০২৪, ২৩:০৭

পুলিশে পদক পেলেন যে ৪০০ জন
সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য পুলিশে পদক দেওয়া হয়। এ পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক। প্রতিবছর পুলিশের সেরা কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে কর্মকর্তাদের এই পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি থেকে। প্রথম দিনই পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেওয়া হবে। এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক হিসেবে বিবেচিত। কর্মকর্তারা এর জন্য আর্থিক সুবিধাও পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারেন। এবার পুলিশ বাহিনীর ৪০০ জনকে এ পদক দেওয়া হচ্ছে। এরই মধ্যে এদের নাম প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন আকারে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুসারে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ৩৫ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ৬০ জন। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক ৯৫ জন এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, এই পদকের যোগ্য কর্মকর্তাদের বাছাই করতে পুলিশ সদর দপ্তরে একটি কমিটি করা হয়। বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা কমিটির কাছে তাদের বছরের সেরা কাজটির বিবরণ পাঠান। তার ভিত্তিতে যাচাই শেষে পুলিশ সদর দপ্তরের কমিটি পদক পাওয়ার মতো কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায়। প্রধানমন্ত্রীর দপ্তর তা চূড়ান্ত করে থাকে। তালিকা দেখতে ক্লিক করুন...  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮

পুলিশে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি
ভারতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার একটি প্রবেশপত্রে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম ও ছবি দেখা গেছে। প্রবেশপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের নাম ও ছবি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়ত উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে সানি লিওনের ছবি দিয়ে নিবন্ধন করেছেন। ফর্ম অনুসারে, সানি লিওনের পরীক্ষার কেন্দ্র ছিল কনৌজের তিরওয়া তহসিলের শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। কনৌজ পুলিশের সাইবার সেল এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ইউপিপিআরবি শনিবার রাজ্যটির ৭৫টি জেলায় ২ হাজার ৩৮৫টি পরীক্ষা কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা নেয়। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডটি যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। পরে যাচাই করে দেখা যায়, অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও ঠিকানা দেওয়া হয়েছে মুম্বাইয়ের। উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবার কমপক্ষে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই ভুয়া পরীক্ষার্থী ছিলেন।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০

বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, নেবে ৩৬০০ জন
‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সারাদেশে ৬৪ জেলা থেকে ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের সংখ্যা: ৩,৬০০টি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান শারীরিক যোগ্যতা: উচ্চতায় পুরুষ- ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী- ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি দৃষ্টিশক্তি: ৬/৬ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়) কর্মস্থল: যেকোনো স্থান বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা বয়স: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ১৮-২০ বছর আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা police.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৪০ টাকা পাঠাতে হবে। আবেদনের সময়সীমা: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
২২ জানুয়ারি ২০২৪, ০৯:০১

এসএসসি পাসে পুলিশে চাকরি, আবেদন যেভাবে
এসএসসি পাসে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা ৩ হাজার ৬০০ । এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন স্থায়ী।  শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান, ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। শারীরিক যোগ্যতা : উচ্চতায় পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি, দৃষ্টিশক্তি: ৬/৬ বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়) কর্মস্থল : যে কোনো স্থান বেতন :  ৯,০০০-২১,৮০০ টাকা বয়স : ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৮-২০ বছর আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৪০ টাকা পাঠাতে হবে। যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা এই police.teletalk.com.bd/home.php এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৯ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়