• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
দরজা খুলতেই মিলল সুঁইবিদ্ধ পুতুল, এলাকায় চাঞ্চল্য
বাড়ির প্রধান সদর দরজা খুলতেই দেখা গেল অসংখ্য সুইবিদ্ধ এক বিভৎস পুতুল। যে পুতুলের বুকের মধ্যে পোঁতা ছিল একটি লোহার পেরেকও। পরের দিন কাফনের কাপড় পাঠানো হয় সেই বাড়িতে। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘাটকুল দক্ষিণপাড়ার রোকনুজ্জামানের বাড়িতে ঘটে এ ঘটনা।  রোকনুজ্জামান জানান, ঘটে যাওয়া এমন ঘটনার পর পরিবারের লোকজনের দিন কাটছে আতঙ্কে। গত ১৮ ফেব্রুয়ারি সকালে তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় রাবেয়া খাতুনের চোখে পড়ে এই পুতুলটি। পরদিন কাফনের কাপড়টি দেখেন বাড়ির অন্য সদস্যরা। কে বা কারা এ কাজ করেছে সেটা বুঝতে না পারলেও এ নিয়ে অস্বস্তিতে দিন কাটছে পরিবারের সদস্যদের।  এলাকায় কারো সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলে জানান তিনি। রোকনুজ্জামানের আত্মীয় রাবেয়া খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলে বাইরে বের হওয়ার সময় আমি পায়ের পাশে একটি পুতুল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশীদের খবর দেই। স্থানীয় মসজিদের ঈমাম তিতুমীর হোসেন বলেন, জাদুটোনা করার উদ্দেশ্যে কেউ এমন কাজ করতে পারে। আবার আতঙ্ক ছড়াতে কেউ এ রকম ঘটনা ঘটাতে পারে। জাদুটোনা করার জন্য কেউ হয়তো এমনটি করেছেন বলে ধারণা স্থানীয়দের।  এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী রোকনুজ্জামানের বাড়িতে ভিড় করছেন।  তবে এ ব্যাপারে পুলিশ কিছুই জানে না বলে জানান যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম।  তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বঙ্গবন্ধুর নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ড. সায়মা ওয়াজেদ পুতুল।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এই নিয়োগ অনুমোদিত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। এর আগে গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন ড. সায়মা ওয়াজেদ। তখন ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলোর অংশগ্রহণে সরাসরি ৮-২ ভোটে নির্বাচিত হন তিনি। সায়মা ওয়াজেদ একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। বিশেষ করে অটিজমের ভূমিকার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। তিনি মানসিক স্বাস্থ্যের জন্য ডাব্লিউএইচও’র মহাপরিচালকের উপদেষ্টা। তার নাম এখন ডাব্লিউএইচও নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে নিয়োগের জন্য জমা দেওয়া হবে। আগামী ২২-২৭ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভাতে ওই অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর তিনি ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। এর সঙ্গে সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশি হবেন, যিনি ডাব্লিউএইচও-এর আঞ্চলিক বিভাগের অংশ হিসাবে ১৯৪৮ সালে তৈরি করা পদে অধিষ্ঠিত হবেন। বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করেছিল। ডব্লিউএইচও দক্ষিণ পূর্ব অঞ্চলবিষয়ক অফিস ওই সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি। এটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করেন।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬

মায়ের সঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন পুতুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে মায়ের পর ভোট দেন পুতুলও।   এই ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় তাদের সঙ্গে ছিলেন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এদিকে ভোট দেয়ার পর শেখ হাসিনা বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।   তিনি আরও বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।   বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।
০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪

নিজেই প্রার্থী নিজেই কর্মী জাসদের আজমুল হক পুতুল
নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোন আসন কার দখলে চলে যাবে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ঠিক সেই মূহূর্তেই নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে নিজের নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন আজমুল হক পাটোয়ারী পুতুল। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হয়ে মশাল প্রতীক নিয়ে আগামী ৭ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আজমুল হক পাটোয়ারী পুতুল। তিনি ছাত্রজীবন থেকেই বাম সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলও খেটেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে তিনি নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন। নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে শহরের অলিগলিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আলোচিত প্রার্থী আজমুল হক পাটোয়ারী পুতুল। একান্ত কথা হয় তার এই প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ভোটারদের উদ্দেশে আমার যা বলার তা আমার নিজের কণ্ঠে রেকর্ড করে নির্বাচনী মাইকিংয়ে প্রতিদিন প্রচার–প্রচারণা চালাচ্ছি। অনেকেই আমার নির্বাচনী প্রচারে অটোরিকশার সামনে এসে আমাকে দেখতে পেয়ে ভিড় জমায়। আবার কেউ কেউ আমার সঙ্গে কথা বলে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। এতে আমার সমাজ পরিবর্তনে কাজ করতে আগ্রহ বৃদ্ধি পায়। লালমনিরহাট-৩ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ৭ জানুয়ারির নির্বাচনে।  জাসদের এই প্রার্থী আজমুল হক ছাড়াও বাকী প্রার্থীরা হলেন সাম্যবাদী দলের আশরাফুল আলম, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মতিয়ার রহমান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. জাবেদ হোসেন বক্কর, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. জাহিদ হাসান, তৃণমূল বিএনপির শামীম আহমেদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হরিশ চন্দ্র রায়। তারা সবাই শেষ মুহূর্তেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে ব্যতিক্রম হচ্ছেন জাসদের আজমুল হক।  তার কাছে জানতে চাওয়া হলে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আপাতত কেন্দ্র থেকে কিছু অর্থসহায়তা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সামান্য কিছু অনুদান পেয়েছি। একজন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ১০ হাজার লিফলেট দিয়েছেন; আমি নিজে থেকেই কয়েক হাজার বড় পোস্টার ছাপিয়েছি। বিগত ২৭ ডিসেম্বর থেকে আমি স্বকণ্ঠে ধারণ করা আমার বক্তব্য নির্বাচনী এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করছি। আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এই ব্যতিক্রম প্রার্থী জাসদের আজমুল হক।  নির্বাচনী ফলাফলের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার পক্ষে হয়তো কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব নয়, তবে ভোটারদের জানান দিতে চাই, শুধু বড় দল নয়; ছোট দলের মানুষও তাদের কথা ভাবেন। আপদ-বিপদে আমি ভোটারদের পাশে থাকতে চাই। বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। এভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। সাফল্য এবার না হোক হয়তোবা  অন্য কোনো নির্বাচনে আসবে ইনশা আল্লাহ।  আজমুল হক পাটোয়ারী পুতুলের প্রচারিত মাইকিংয়ের এ বিষয়টি স্থানীয় ভোটারদের আকর্ষণ করেছে।  সঠিক গণতন্ত্রের অভাবে সাধারণ মানুষ রাষ্ট্র ও রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন বলে প্রচার করছেন তিনি। সমৃদ্ধ লালমনিরহাট ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মশাল মার্কায় ভোট চাচ্ছেন আজমুল হক পুতুল। লালমনিরহাট শহরের অধিবাসী কমল চন্দ্ররায়, সাদিয়া আফরিন, শামিমা নাসরিন, রবিউল ইসলাম, সাব্বির হোসেনসহ অনেকেই বলেন, আমাদের কাছে এবার অনেকেই ভোট চেয়েছেন, জাসদের আজমুল হক পাটোয়ারী পুতুল তাদের মধ্যে একজন। ভোটের ফলাফল কী হবে জানা নেই। কিন্তু আজমুল হক পাটোয়ারী পুতুলের স্বকণ্ঠে ধারণ করা বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে।  প্রার্থী যেই হোক কোন আসন কার দখলে চলে যাবে তার জন্য আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়