• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
আসন্ন রমজানে দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ খবর জানিয়েছে। জানা গেছে, লেনদেন ১ ঘণ্টা কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডিএসই ও সিএসইর অফিস খোলা থাকবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে। পোস্ট ক্লোজিং সেশন ১টা ২০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর আগের নিয়মে চলবে। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।  
০৭ মার্চ ২০২৪, ১৭:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়