• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
রাজবাড়ীতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে সাহিদা বেগম (৫৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত সাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। নিহতের বড় মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে পিতাকে রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ২০১২ সালে ৪ ডিসেম্বর মা সাহিদা বেগমকে আসামিকে করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজীর আলী শেখ বলেন, আদালত রায় প্রদানের সময় বলেছে সাহিদা বেগম যে অপরাধ করেছে এ জন্য তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু আসামির বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩

গাজীপুরে কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১  
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান রেজা সাঈদ আল মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই মজিবুর রহমানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  সোমবার (২৯ জানুয়ারি) নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে ওই হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন নিহত রেজা সাঈদ আল মামুনের বড় ভাই মোহাম্মদ আলী (৬০), প্রধান আসামি নিহতের ছোট ভাই মজিবুর রহমানের ছেলে সুমন রহমান (২৮) ও সেজান রহমান (২০)। এ ঘটনায় র‌্যব-১ মামলার এজাহারভুক্ত আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলীকে সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।  গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী (৬০) উপজেলার সাজনধারা এলাকার মৃত হাজী আফাজ উদ্দিনের ছেলে এবং নিহতের বড় ভাই। উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও অর্থনীতি বিভাগের প্রধান রেজা সাঈদ আল মামুনের সঙ্গে তার ছোট ভাই মজিবুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে কলেজ শেষে রেজা সাঈদ আল মামুন বাড়িতে গিয়ে তার জমির আইল ঠিক করছিলেন। এ সময় তার ছোট ভাই মজিবুর রহমান এবং ছোট ভাইয়ের ছেলে সুমন রহমান ও সেজাদ রহমান মিলে ওই প্রভাষকের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, প্রভাষক হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে র‌্যব-১ আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি।   
২৯ জানুয়ারি ২০২৪, ২১:৩০

জমির জন্য বড় ভাইকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।  রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সাজনধরা এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিসক্রান্ত বিরোধের জের ধের তার ছোট ভাই মজিবুর রহমান তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  নিহত বড় ভাই রেজা সাইদ আল মামুন (৫৫) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধরা গ্রামের মৃত হাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রতিষ্ঠাকালীন থেকে অথনীতি বিভাগের প্রভাষক ও পরবর্তীতে ওই বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে তার ছোট ভাই মজিবুর রহমানের জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে কলেজ শেষে রেজা সাইদ আল মামুন বাড়িতে গিয়ে তার জমির আইল ঠিক করছিলেন। এ সময় তার ছোট ভাই মজিবুর রহমান এবং ছোট ভাইয়ের ছেলে সুমন রহমান ও সেজাদ রহমান মিলে ওই প্রভাষকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করলে সে গুরুতর আহত হয়।  পরে তাকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।   খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  নিহতের মেয়ে সূচি আক্তার বলেন, জমি সক্রান্ত বিরোধ নিয়ে আমার চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।  কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সি জুয়েল বিশ্বাস বলেন, জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়