• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
পিকনিকের বাসে সামনে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের অমল হালদার (৫০), সুমন হালদার (২৪), রাধিকা হালদার (৫০), লিটন হালদার (৪২), বিপ্লব হালদার (৫০), মনমোহন মন্ডল (৪০), শ্যামল হালদার (৫৭), বিশু হালদার (৫২), মানিক হালদার (৪৫), অখিল হালদার (৫৫), পরিতোষ হালদার (৩৫), নারায়ণ হালদার (৪৫), প্রতাপ হালদার (২৫), প্রেমানন্দ হালদার (৫৭), খিরোদ বৈরাগী (৬০), অধির রায় (৩৫), মুনমত রায় (৩০), রতন শিকদার (৪৫), প্রকাশ বৈরাগী (১৭), শান্ত মন্ডল (১৮), বাবুল মৃধা (১৮) প্রমুখ। আহতদের মধ্যে বেশ কয়েক জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের ‘নিত্যানন্দ গোষ্মামী স্মৃতি সংঘ’ ক্লাব থেকে নড়াইলে পিকনিকে যান অর্ধশত মানুষ। পিকনিক শেষে ফেরার পথে বাসে সামনে বসা নিয়ে একই এলাকার সুশীন হালদারের ছেলে মিল্টন হালদার ও জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগীর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।  এ নিয়ে রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেন এলাকার মুরব্বিরা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে হালদার ও বৈরাগী বংশের দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় কমপক্ষে ৩০ জন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।    মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।  মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৫ মার্চ ২০২৪, ০৮:১৩

আন্ডারপাসের ছাদের সঙ্গে আটকে গেল পিকনিকের বাস, শিশু নিহত
নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের একটি দোতলা বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক শিশু নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পিকনিকের বাসটি পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের (শেখ হাসিনা সরণির) একটি আন্ডারপাসের ছাদের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পড়ে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর চন্দ্র সাহা। তিনি বলেন, এখন পর্যন্ত একজন শিশু নিহত হয়েছে। বাকি অন্তত ২২ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জের ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ বলেন, পিকনিক বাস দুর্ঘটনায় আমাদের এক সহকর্মীর সন্তান মারা গেছেন। তার নাম আখিল (১২)। সে তার মা নিলুফার সঙ্গে পিকনিকে যাচ্ছিল। নিলুফাও গুরুতর আহত হয়েছেন। তার একটি পা কাটা গেছে। আহতরা হলেন তিতাস কর্মকর্তা রবিন লাল, শাকিল, শাভা, মিনহাজ, শরিফুল, নিলুফা, মনোয়ারা, রেহেনা, শুভ্রত, তানজিম, নজরুল ইসলাম, সুমাইয়া, শিরিন আক্তার, স্বর্ণা রানী, তানিয়া, জেরিন, শাহনাজ, আফরিনসহ অন্তত ২২ জন।   আহতদের প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ এবং নিলুফা ও তার ছেলে আখিলকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখিল মারা যায়।
০২ মার্চ ২০২৪, ২১:০৬

পিকনিকের যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারালো দোতলা বাস, আহত ২২
রাজধানীর পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। পথিমধ্যে একটি ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে বাসটি। এতে বাসটিতে থাকা ২২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।  শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পূর্বাচলের তিনশ ফিটের সড়ক দুর্ঘটনাটি ঘটে। আদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।  তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি পিকনিকের ছিল। পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল বিআরটিসির দোতলা বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায় এবং দুমড়ে মুচড়ে যায় বাসটি। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতাবস্থায় ২২ জনকে উদ্ধার করে। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে। এর আগেও তিনশ ফিটের আন্ডারপাসে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।   
০২ মার্চ ২০২৪, ১৩:৩৭

গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে নিহত ১৫ 
ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন শিক্ষক এবং বাকি ১৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনও ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা নিখোঁজদের কয়েকজন হয়তো কাঁদায় আটকে গেছেন। পিকনিক করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। তবে প্রাথমিক অবস্থায় তিনি ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন। এদিকে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
১৮ জানুয়ারি ২০২৪, ২২:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়