• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে পিএসজির ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় লেগে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠে ফরাসি ক্লাবটির কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে কাতালানরা। এতে বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে ঘরের মাঠে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেয় রাফিনিয়া। ২৮তম মিনিটে দারুণ সেভে ব্যবধান ধরে রাখেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। বক্সের ভেতর থেকে এমবাপ্পের ডান পায়ের নিচু শট ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক। পরের মিনিটেই বার্সেলোনার লাল কার্ডের ধাক্কা। বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় পিএসজির বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আরাউহো। মিনিট পাঁচেক পর রক্ষণে শক্তি বাড়াতে তরুণ ফরোয়ার্ড ইয়ামালকে তুলে ডিফেন্ডার ইনিগো মার্তিনেসকে নামান বার্সেলোনা কোচ জাভি। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে চাপ বাড়ায় পিএসজি। ৪০তম মিনিটে তাদের ম্যাচে ফেরান দেম্বেলে। বাঁ দিক থেকে বারকোলার বাড়ানো বলে দূরের পোস্টে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। চাপ ধরে রেখে ৫৪তম মিনিটে আবার বার্সেলোনার জালে বল পাঠায় পিএসজি। বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ভিতিনিয়া। পরের মিনিটে অল্পের জন্য গোল পায়নি বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ইলকাই গিনদোয়ানের শট পোস্টের বাইরের দিকে লাগে। একটু পরই রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টাচলাইনে থাকা পানির বোতলে লাথি মারেন জাভি, কিছু একটা বলতে থাকেন রেফারিকে। বার্সেলোনা কোচকে লাল কার্ড দেখান রেফারি। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন এমবাপ্পে। জোয়াও কানসেলো বক্সে দেম্বেলেকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। দুই মিনিট পর প্রতিপক্ষের চ্যালেঞ্জে বক্সে পড়ে যাওয়ার পর পেনাল্টির আবেদন করেন গিনদোয়ান, তবে রেফারির সাড়া মেলেনি বরং রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন জার্মান মিডফিল্ডার। একই সঙ্গে ডাগআউটে বার্সেলোনার এক সাপোর্ট স্টাফ দেখেন লাল কার্ড। ম্যাচের বেশিরভাগ সময় নিষ্প্রভ থাকা রবের্ত লেভানদোভস্কি ৭৩তম মিনিটে গোল পেতে পারতেন। বক্সের বাইরে থেকে পোলিশ তারকার বাঁ পায়ের নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ৮৯তম মিনিটে ডাবল সেভ করেন টের স্টেগেন। মার্কো আসেন্সিওর শট ঠেকানোর পর এমবাপের প্রচেষ্টাও রুখে দেন তিনি। তবে বল ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনার ডিফেন্ডাররা। কাছ থেকে শটে ম্যাচের শেষ গোল করেন এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৬-৪ গোলের ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।
১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৮

এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি
নিজেদের সর্বশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল পিএসজি। ওই ম্যাচে প্রথমার্ধের পরই এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে দেন কোচ লুইস এনরিকে। তবে স্যুট-বুট পরে ডাগ-আউটে না বসে লাউঞ্জে গিয়ে বসেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।  এরপর বিষয়টি নিয়ে বেশ জলঘোলাও হয়েছে। তাই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে শুরুর একাদশে ফরাসি তারকা থাকবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল। এবার শুধু একাদশেই থাকলেন না, জয়ের পথটাও আপন মহিমায় রাঙালেন এই ফরোয়ার্ড। এমবাপ্পের জোড়া গোলে জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই। মঙ্গলবার (৫ মার্চ) স্পেনের রিয়াল এরিনায় রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা।  এর আগে, প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি জায়ান্টসরা। এর মধ্যে এক গোল করেছিলেন এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো পিএসজি। ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়তে থাকে পিএসজি। ম্যাচের ১৫তম মিনিটে পাওয়া কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের বাহিনী। উসমান ডেম্বেলের বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।  বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে। ম্যাচের ৮৯তম মিনিটে মাইকেল মেরিনো পিএসজির জাল খুঁজে নিলে হার ব্যবধান কমায় স্বাগতিক রিয়াল সোসিয়েদাদ। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে সবশেষ আটবারের মধ্যে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। আগের দু’বারের মধ্যে ২০১৯-২০ আসরে ফাইনাল ও ২০২০-২১ আসরে সেমিফাইনালে খেলেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
০৬ মার্চ ২০২৪, ১০:১৫

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
প্রতিটি দল বদলেই গুঞ্জন ওঠে পিএসজি ছাড়তেন চান কিলিয়ান এমবাপ্পে। এবারে সেই গুঞ্জন সত্যিতে রূপ নিতে যাচ্ছে। কারণ, পিএসজি মালিক নাসের আল খেলাইফিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কা, দ্য গার্ডিয়ান, বিবিসি, স্কাই স্পোর্টসসহ ইউরোপের জনপ্রিয় গণমাধ্যমগুলো।  ২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইনে এসেছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। গোলস্কোরিং দক্ষতায় হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা তারকা। তবে এসবের চেয়ে তিনি বেশি আলোচনায় থাকছেন ট্রান্সফার মৌসুমে।  চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ। ফরাসি ক্লাবটির সঙ্গে আর চুক্তি করতে চান না আগেই জানিয়েছিলেন তিনি। তাই আগে ভাগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই দ্রুত গতির ফুটবলার। তবে পরবর্তী ঠিকানা কোথায় তা এখনও জানা যায়নি। জানা গেছে, রিয়াল মাদ্রিদ ২০২২ সালে যেসব সুবিধা এবং যেমন অর্থ নিয়ে হাজির হয়েছিল, এ দফায় তারচেয়ে অনেক কম প্রস্তাব দেয়া হয়েছে। তাই রিয়ালের প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার ভাবছে এমবাপ্পের প্রতিনিধিরা।  এমবাপ্পে ফ্রি এজেন্ট হলেও তার জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে মাদ্রিদকে। উচ্চ বেতনের পাশাপাশি বড় অঙ্কের সাইনিং বোনাসও চান তিনি। ফরাসি এই ফুটবলারের ইচ্ছে, ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হতে। আর এই কারণে মৌসুম প্রতি পাঁচ কোটি ইউরো বেতন দাবি করছেন তিনি। বেতনের পাশাপাশি এমবাপ্পে প্রায় ১২ কোটি ইউরো সাইনিং বোনাসও নিতে চান রিয়ালের কাছ থেকে। শুধু তাই নয়, ইমেজ স্বত্বের জন্যও বোনাস পেতে চান বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা। কিন্তু এমবাপ্পের চাওয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের দেয়ার ইচ্ছের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। পাঁচ কোটি ইউরো বেতন দাবি করা এমবাপ্পেকে ১ কোটি ৫০ লাখ ইউরো বেতন দিতে রাজি স্প্যানিশ ক্লাবটি। আর ১২ কোটি ইউরো সাইনিং বোনাসের পরিবর্তে ৬ কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায় স্প্যানিশ ক্লাবটি। অর্থ মূল্যে বড় পার্থক্য থাকলেও দুই পক্ষই চায় যত দ্রুত সম্ভব দর-কষাকষি শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৫

পয়েন্ট হারিয়েও টেবিলের শীর্ষে পিএসজি
লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-২ গোল ব্যবধানের ড্রয়ে মাঠে ছেড়েছে পিএসজি।  রোববার (২৮ জানুয়ারি) রাতে পার্ক দ্য প্রিন্সেসে প্রথমার্ধজুড়েই দাপট দেখিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৮তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। বারকোলার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লিড বাড়ান কোলো মুয়ানি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। এরপর বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে ব্রেস্ট। ম্যাচের ৫৫তম মিনিটে ব্রেস্টের হয়ে ব্যবধান কমান মাহদি কামারা। এরপর ম্যাচের ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান পেরেইরা। তবে ম্যাচের ইনজুরি টাইমে তর্কে জড়িয়ে জোড়া হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন পিএসজির ব্র্যাডলি বারকোলা। শেষ পর্যন্ত সমতায় থেকেই শেষ হয় ম্যাচটি। এতে টানা দুই জয়ের পর লিগে পয়েন্ট হারাল ফরাসি জায়ান্টরা। তবে এই ম্যাচে ড্রয়ের পরও লিগ টেবিলে রাজত্ব করছে পিএসজি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৩৫ পয়েন্টে টেবিলের তিনে ব্রেস্ট।
২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৮

ব্রাজিলের ‘জোকার’ বেরালডোকে দলে ভেড়াল পিএসজি
সবসময় হাসিখুশি স্বভাবের কারণে দলের মধ্যে ‘দ্য জোকার’ হিসেবে খ্যাত ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার লুকাস বেরালডো। এবার তাকেই দলে ভিড়িয়েছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে ২০ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টেনেছে পিএসজি। এর মধ্য দিয়ে সাও পাওলোর সঙ্গে তার তিন বছরের চুক্তির অবসান হলো। ২০২৩ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে কোপা ডো ব্রাসিল জয় করেছিলেন বেরালডো। পিএসজিতে যোগদানের পর এই ডিফেন্ডারের মন্তব্য, পিএসজির মতো উচ্চাকাঙ্ক্ষী একটি দলের হয়ে চুক্তি করতে পেরে আমি দারুণ খুশি। এটা আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। পিএসজির জার্সি গায়ে মাঠের নামার অপেক্ষা আর শেষ হচ্ছে না। গত কয়েকটি মৌসুমে লিওনেল মেসি, নেইমারদের মতো সুপারস্টারদের দলে ভিড়িয়ে খুব একটা সফল হয়নি ফরাসি জায়ান্টরা। এবার সেই পরিকল্পনা থেকে বেরিয়ে এসে বোরালডোর মতো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। গুঞ্জন রয়েছে, যুব দলের খেলোয়াড়দের দিকে নজর দিয়েছে তারা। কম বেতনে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা সম্ভব।
০২ জানুয়ারি ২০২৪, ১৭:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়