• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ধাওয়া খেয়ে পায়রা নদীতে হরিণের ঝাঁপ, অতঃপর...
বরগুনা সদর উপজেলার বালিয়াতলীতে স্থানীয় মানুষের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে পায়রা নদীতে একটি হরিণ ঝাঁপ দিয়েছে বলে জানা গেছে। পরে হরিণটি তীরে যাওয়ার চেষ্টা করলে জেলেদের জালে আটক পড়ে। সেসময় জেলেরা হরিণটিকে তীরে নিয়ে আসলে স্থানীয় বন বিভাগের বিট অফিসের লোকজন গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে বাবুগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. সাইফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  মো. সাইফুজ্জামান জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পায়রা নদে ওই হরিণ জেলেদের জালে আটক পড়েছিল। পরে বন বিভাগের সদস্যরা হরিণটিকে উদ্ধার করেন। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, বাবুগঞ্জ বিট এলাকার বনে কোনো হরিণ নেই। চোরাকাবারিদের ধাওয়া খেয়ে পাথরঘাটার হরিণঘাটা বন থেকে হরিণটি বিষখালী নদীতে আসতে পারে। অথবা শিকারিদের কাছ থেকে ছুটে আসতে পারে হরিণটি। হরিণের বর্তমান অবস্থার কথা জানতে চাইলে বাবুগঞ্জ বিট কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা হরিণটি তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কে অবমুক্ত করা হবে। হরিণটি সুস্থ আছে। তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যায় জেলেরা হরিণটিকে উদ্ধার করে তীরে এনে স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়িতে জানান। তাদের কাছ থেকে খবর পেয়ে বাবুগঞ্জ বিট কার্যালয়ের কর্মীরা হরিণটিকে নিয়ে যান। সেখানে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
১২ এপ্রিল ২০২৪, ১৬:০৮

পায়রা বন্দরে ভিড়ল ক্লিংকার ও ক্রেনবাহী ২ জাহাজ
পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৫৪ হাজার ৪০০ টন ক্লিংকার নিয়ে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভ্যাসেল। সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদীপথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে। এ ছাড়াও ১৩৬৫ দশমিক ৮১ টনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নোঙর করেছে এমভি জিন ঝু জিয়াং ৮৮ নামের অপর একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুর থেকে জাহাজটি পৌঁছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটিতে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) এটি। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, একের পর এক জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একই সঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। এ ছাড়াও গত ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার কোটি টাকা।
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়