• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
পাহাড় কেটে সুইমিং পুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করার অপরাধে মেঘপল্লী রিসোর্টে ২ লাখ টাকা জরিমানা আদায় ও অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।  বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক সাহা আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন তিনি।  মোবাইল কোর্ট পরিচালনা শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌছে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এর আগে গত ২ এপ্রিল মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ’ হাইকোর্টে একটি রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অ্যাডভোকেট মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, ‘সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।’  আদালত এ বিষয়ে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধসহ সাজেক ও পার্শ্ববর্তী এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অনুমতি ছাড়া পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি। 
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৫৩

সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ বন্ধের নির্দেশ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক পর্যটন এলাকায় পাহাড় কেটে রিসোর্টের সুইমিংপুল নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ এপ্রিল) এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। আদেশে অননুমোদিত পাহাড় কাটায় জড়িতদের কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা এ রিট আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি জানান, ‘মেঘপল্লী রিসোর্ট’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। আদালত এ বিষয়ে শুনানি নিয়ে সুইমিংপুল নির্মাণ কাজ বন্ধসহ সাজেক ও আশপাশ এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধের আদেশ দিয়েছেন আজ। এছাড়া অননুমোদিত পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।  পাহাড় কেটে সুইমিংপুর নির্মাণের বিষয়টি তদন্ত করার জন্য যুগ্ম সচিবের নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ আইনজীবী। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানিয়েছেন, প্রাথমিক শুনানি শেষে সাজেকসহ আশপাশের এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। পরিবেশ ও বন ও মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রুইলুই, হামারি এবং কংলাক এই তিনটি পাড়া নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উপরে অবস্থিত এ পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ করছে মেঘপল্লী রিসোর্ট। এতে একদিকে যেমন সাজেকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি অন্যদিকে পাহাড় ধসের মত প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও তৈরি হচ্ছে।     
০২ এপ্রিল ২০২৪, ১৫:৫৮

অভিযানে গিয়ে পাহাড় কাটা চক্রের ট্রাকচাপায় প্রাণ গেল বন কর্মকর্তার
বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে অভিযানের পথিমধ্যে হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাজ্জাদ। পরে তার সঙ্গে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার চালক আলীকে (২৭) আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয় একটি সূত্র বলছে, ঘাতক ডাম্পারটি বনবিভাগের তালিকাভুক্ত হরিণমারার পাহাড়খেকো ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিম এর। বাপ্পি নামের এক যুবক ঐ ডাম্পার চালাচ্ছিল। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান উখিয়া থানা ওসি শামীম হোসাইন। দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, পাহাড়খেকোদের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম। ঘটনার খবর পেয়ে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ছালেহ আহমদ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
৩১ মার্চ ২০২৪, ১৪:৪৩

আভিষ্কার ঝোড়ো ইনিংসে রানের পাহাড় চট্টগ্রামের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দোর ঝোড়ো ইনিংসে ভর করে পাহাড় সমান পুঁজি দাঁড় করিয়েছে চট্টগ্রাম। ফার্নান্দোর ৯১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে তারা। এর মধ্যে শেষ ৫ ওভারেই ৮৪ রান তুলেছে দলটি। শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। প্রথম ওভারেই তানজিদ হাসানের উইকেট হারায় দলটি। তাইজুল বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে দুনিথ ভাল্লালাগের মুঠোবন্দি হন এই ওপেনার। ফেরার আগে তরুণ এই ব্যাটার ১২ রানের ইনিংস উপহার দেন। পরের ওভারে ইমরানউজ্জামানকে ফেরান তাইজুল। ৮ বলে ৪ রানে ক্রিজে থাকা এই ব্যাটারকে বোল্ড করেন তাইজুল। এরপর আভিষ্কা ফার্নান্দো এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটে রানের গতি বাড়ায় চট্টগ্রাম। এই জুটিতে আসে ৭০ রান। দিপুকে বোল্ড করে এই জুটি ভাঙেন ইয়ানিক ক্যারিয়াহ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৯ বলে ৩১ রান করেন দিপু। দিপু ফিরলেও একপ্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন আভিষ্কা। ফিফটির পরই আগ্রাসী হয়ে উঠেন লঙ্কান এই ব্যাটার।  এরপর নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে দলীয় রান বাড়াতে থাকেন তিনি। তবে ইনিংসের ১৯তম ওভারে সাজঘরে ফেরেন নাজিবউল্লাহ। তাদের ৬৮ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। এক্সট্রা কাভারে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৮ রান করে ফেরেন আফগান এই ব্যাটার। রাব্বির পরের তিন বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে দলীয় স্কোর আরও বাড়ান কার্টিস ক্যাম্ফার। শেষ পর্যন্ত ৯ বলে ২৯ রানের এক দুর্ধর্ষ ক্যামিও খেলেন এই ব্যাটার।  তবে সব কিছু ছাপিয়ে নিজের দিকে আলাদা করে নজর কেড়ে নেন আভিস্কা। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। 
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:১৮

আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরি / যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান লক্ষ্য দিলো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা। শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। তবে ইনিংস বড় করতে পারেনি সিদ্দিক। ২৮ বলে ১৩ রান করে আউট হন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিবলি। ৪৫ বলে ২৭ রান করে আউট হন শিবলিও। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন রিজওয়ান। ৪০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। এরপর টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। তাকে যোগ্য সঙ্গ দেন আহার আমিন। ৯৯ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন আরিফুল ইসলাম। এরপর মাত্র তিন রান যোগ করেই গার্গের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাংলাদেশি ব্যাটার।  অন্যদিকে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন আমিন। ৪৯ বলে ৪৪ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন শিহাব জেমস। শেষ পর্যন্ত পারভেজ জীবনের ৭ বলে ১৩ রান এবং রাফির ৬ বলে অপরাজিত ৭ রানের ভর করে সাত উইকেট হারিয়ে করে পাহাড় সমান ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আর্য গার্গ। দুই উইকেট শিকার করেন আরিন সুশীল নাদকার্নী। এ ছাড়াও আতিন্দ্র সুব্রামানিয়ান ও পার্থ প্যাটেল একটি করে উইকেট নেন।
২৬ জানুয়ারি ২০২৪, ২০:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়