• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
টাকা না পাওয়ায় রণবীরের পাশ থেকে সরে দাঁড়ালেন আলিয়া
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। তাদের সংসারে রাহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছেন রণবীর-আলিয়া। সম্প্রতি টাকা না পাওয়ায় রণবীরের পাশ থেকে নাকি সরে দাঁড়িয়েছেন আলিয়া।  জানা গেছে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। এদিন অনুষ্ঠানে অভিনেতার সঙ্গে ছিলেন তার মা নীতু কাপুর এবং ঋদ্ধিমা কাপুর। তবে শোতে উপস্থিত ছিলেন না আলিয়া। কপিল শর্মার শোতে স্বামী এবং পরিবাররে মানুষদের সঙ্গে আলিয়া হাজির না হওয়ায়  জন্ম দিয়েছে নতুন বিতর্ক। গুঞ্জন শোনা যাচ্ছে— টাকা নিয়ে গোলমালের কারণেই নাকি শোতে আসেননি আলিয়া। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণেই নাকি অনুষ্ঠানে হাজির হননি আলিয়া। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নির্মাতারাও তার বদলে বেছে নেয় কাপুর পরিবারকে। তবে ধারণা করা হচ্ছে, পরবর্তী কোনো অ্যাপিসোডে আনা হবে আলিয়াকে।   প্রসঙ্গত, আলিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। তবে ডেবিউ সিনেমা সেভাবে মন কাড়তে না পারলেও ধীরে ধীরে বেশ কয়েকটি সিনেমা দিয়ে দর্শকদের নজরে আসেন আলিয়া। বর্তমান সিনেমা প্রতি ১০-১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।   সূত্র : হিন্দুস্তান টাইমস 
০২ এপ্রিল ২০২৪, ১৩:৪০

পশ্চিমাদের পাশ কাটিয়ে শেখ হাসিনার পাশে জাপান
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত গতিতে জাপান যেভাবে অভিনন্দন জানিয়েছেন সেটিকে ‘অপ্রত্যাশিত’ বলছেন বিশ্লেষকরা। এর বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানান প্রশ্ন তুলেছে। তাই অনেকে ভেবেছিল জাপানও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু পশ্চিমাদের পাশ কাটিয়ে জাপান নির্বাচন প্রক্রিয়াটাকে গ্রহণ করেছে ইতিবাচকভাবে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মিত্রদের প্রতিক্রিয়া দেওয়া পর্যন্ত জাপান অপেক্ষা করেনি। অথচ, বছর দেড়েক আগে ঢাকায় নিযুক্ত তৎকালীন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সমালোচনা করেছিলেন।’ প্রশ্ন হচ্ছে, এত দ্রুত জাপানের অবস্থান বদলে গেল কেন? এর পেছনে কী কারণ থাকতে পারে? বাংলাদেশ নিয়ে জাপানের দৃষ্টিভঙ্গিও কি ভারত, রাশিয়া ও চীনের মতো হয়েছে? এসব নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।  সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির মনে করেন, জাপান নির্বাচন প্রক্রিয়াটাকে গ্রহণ করেছে ইতিবাচকভাবে। তিনি বলেন, ‘এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু খানিকটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা এখানে হয়েছে। বড় বড় প্রজেক্টগুলো যদি দেখেন এক্সপ্রেসওয়ে করেছে চাইনিজরা, মেট্রোরেল করেছে জাপানিরা, পদ্মাসেতু করেছে চাইনিজরা।’ তিনি আরও বলেন, ‘লক্ষ্য করবেন, আমাদের যে প্রয়োজন আমাদের যে চাহিদা সেই প্রয়োজনের যোগান দেয়ার মতো একটা কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আছে। চীনারা যখন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, জাপান কিন্তু তার জাতীয় স্বার্থের আলোকে সেখানে পিছিয়ে থাকতে চায়নি।’ তার মতে, জাপানকে পশ্চিমা জগতের সহযোগী হিসেবে না দেখে চীন এবং জাপানকে পাশাপাশি দেখলে বুঝতে সুবিধা হবে কেন জাপান পশ্চিমা জগত থেকে বেরিয়ে এসে নিজস্ব অবস্থান নিলো। তিনি বলেন, ‘প্রত্যেক দেশ তার নিজস্ব জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক এবং বৈশ্বিক অগ্রাধিকারের আলোকেই বাংলাদেশেকে তাদের পররাষ্ট্র নীতির অংশীদার হিসেবে চিন্তা করে। চীন-জাপান তার ব্যতিক্রম নয়। দুই দেশেরই দৃষ্টিভঙ্গিটা মূলত অর্থনীতি কেন্দ্রিক। কারণ তারা জানে এখানে বিনিয়োগের একটা বড় সুযোগ আছে। সেই সুযোগটা তারা কাজে লাগাতে চায়’। নয়া দিল্লির রিসার্চ অ্যান্ড ইফরমেশন সিস্টেমে ফর ডেভেলপিং কান্ট্রিজ এর অধ্যাপক প্রবীর দে মনে করেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক ‘অর্গানিক’। তৃতীয় কোন দেশের এতে প্রভাব নেই। স্বতঃস্ফূর্তভাবেই এই সম্পর্কটা গড়ে উঠেছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত, চীন, জাপানের প্রতিনিধিদের অভিনন্দন জানানোর ক্ষেত্রে সাদৃশ্য থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নির্বাচন ও নতুন সরকারের ব্যাপারে তাদের সবার অবস্থানই ইতিবাচক।’ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে, বিশেষতঃ দ্বিপাক্ষিক আর্থিক সাহায্যের ক্ষেত্রে জাপান বরাবরই সবচেয়ে বড় সহযোগী ছিলো। বাংলাদেশে এ মুহূর্তে তিনশ’র বেশি জাপানি কোম্পানি কাজ করছে।   
২০ জানুয়ারি ২০২৪, ১৮:০১

নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর পত্নীতলায় আজিজার রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।  পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়রা পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে জানা যায়। ওসি আরো জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মহাদেবপুর থেকে কখন এবং কীভাবে পত্নীতলায় এলেন এবং সড়কের পাশে তার মরদেহ পাওয়া গেলো সেই বিষয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 
১২ জানুয়ারি ২০২৪, ১৩:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়