• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
রুদ্ধদ্বার বৈঠকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি দোষারোপ
মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি হিসেবে একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে ইরান ও ইসরায়েল। পাশাপাশি দুটি দেশই একে অপরকে ‌‌‘চিরশত্রু’ হিসেবে আখ্যা দিয়েছে। ইসরাইলে ইরানের নজিরবিহীন হামলার পর রোববার (১৪ এপ্রিল) এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতরা তাদের স্ব স্ব দেশের অবস্থানের পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন। ইসরায়েলের দূত জিলাড আরডান ইরানকে উদ্দেশ্য করে বলেন, এই হামলার মধ্য দিয়ে মুখোশ খুলে গেছে তাদের। ইরান হলো বিশ্বের এক নম্বর সন্ত্রাসী তৎপরতার মদতদাতা। এই অঞ্চল ও বিশ্বকে অস্থিতিশীল করতে তাদের সত্যিকার চেহারা বেরিয়ে পড়েছে। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়ে দ্রুতই সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে পুনরায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জিলাড আরডান। অন্যদিকে বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ইরান আত্মরক্ষার সহজাত অধিকার চর্চা করছে। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই আত্মরক্ষায় সাড়া দেওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, যুদ্ধের বিস্তৃতি ঘটুক ইরান তা চায় না, তবে আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ সাড়া দেবেই। সাইদ ইরাভানি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে জরুরি ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। এখনই সময় তাদের যুদ্ধের দ্বারপ্রান্তে থেকে ফিরিয়ে আনার। এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) বা বিশ্বের কেউ আর যুদ্ধ চায় না। উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য মারা যায়। এর মধ্যে দুজন জেনারেলও ছিলেন। এর জবাবে গত শনিবার মধ্যরাতে ইসরায়েলে তিনশ’র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নজিরবিহীন হামলা চালায় ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র : এএফপি
১৫ এপ্রিল ২০২৪, ১৪:৩৮

হামলা চলবে, পাল্টাপাল্টি হুঁশিয়ারি হুথি ও যুক্তরাষ্ট্রের 
একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে  হুথি ও যুক্তরাষ্ট্র।  সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের ওপর পঞ্চম দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে হুথিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করলে মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে হুথিরাও। খবর এএফপির।  সর্বশেষ হামলার ব্যাপারে মার্কিন বাহিনীর পক্ষ থেকে থেকে বলা হয়েছে, তারা হুথিদের দুইটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে। এসব দিয়ে তারা লোহিত সাগরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।  শুক্রবার (১৯ জানুয়ারি) এক ব্রিফিংয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুথিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমাদের নেওয়া পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক। এদিকে রুশ পত্রিকা ইজভেৎসিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামেদ আল বুখাইতি নামে  হুথির এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, রাশিয়া ও চীনের জাহাজগুলো আমাদের হাত থেকে নিরাপদ। অন্যান্য দেশের জাহাজগুলোতেও আমাদের হামলা করার কোনো ইচ্ছা নেই। এমনকি লোহিত সাগরে সব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও আমরা প্রস্তুত। তবে, ইসরায়ের সঙ্গে সম্পর্ক আছে এমন সব জাহাজের উপর হামলা অব্যাহত থাকবে। 
১৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

মাদারীপুর-৩ / নৌকা-ঈগলের পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন 
নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুর-৩ আসনের বিভিন্ন জায়গায় হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে নৌকা ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী।  মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে মাদারীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মাদারীপুর-৩ আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ। একই সঙ্গে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই, নির্বাচনের পরপরই আমার নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট আগুন-সন্ত্রাস করে আমার নেতাকর্মীদের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকরা আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই, আমি এই সংঘাত থেকে মুক্তি চাই। ওপর দিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন, নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সব মিথ্যা ও বানোয়াট। তারা নিজেরাই আমার সমর্থকদের হত্যা থেকে শুরু করে হামলা, মামলা বাড়িঘর ভাঙচুর করে জানমালের ক্ষয়ক্ষতি করছে। এখনও তারা সংঘাত বাজানোর জন্য চেষ্টা করছে। আমরা বিজয়ী প্রার্থী, আমরা কেন সংঘাত করব। আমি চাই প্রশাসন এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করুক। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।  
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়