• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, গত বছর হজে যেতে রেইটটা বেশি ছিল। সব মহলের দাবির প্রেক্ষিতে এ বছর হজের প্যাকেজে এক লাখ দুই হাজার টাকা কমানো হয়েছে। তাই এ বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৮৪ হাজার হাজী হজব্রত পালন করতে যাবেন।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, হাজীদের হয়রানি বন্ধ করার জন্য শুধু বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। আগে হজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ছিল না, আমরা তা করেছি। যে কারণে গত দুই বছর হজব্রত পালন নিয়ে কোনো সমস্যা হয়নি।  তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা নিয়েও সুন্দর নীতিমালা করার জন্য সরকার চিন্তাভাবনা করছে।  এ সময় মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
১৪ এপ্রিল ২০২৪, ১৫:৪২

নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশে : রিজভী
বিএনপির নেতাকর্মীদের এক শোকাচ্ছন্ন পরিবেশে ঈদ পালন করতে হয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১০ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এমন এক দুঃসময় পার করছি, আমাদের বিএনপির নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় এক শোকাচ্ছন্ন পরিবেশে। যার বাসায় যাব, দেখব গুলিতে তার এক পা পঙ্গু, নাহলে তার চোখ অন্ধ। অথবা পরিবারের একটি সন্তান গুম হয়ে গেছে। হয়তো তিন মাস-চার মাস, তিন বছর-পাঁচ বছর-দশ বছর। যদি কারও বাসায় যাই দেখব, তার সন্তানটি কিছু দিন আগেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দ যেন এক নিরানন্দ পরিবেশের মধ্যে পালন করতে হয়।’ তিনি বলেন, ‌‘জনগণ কষ্টে আছে। ঈদের আগে বাজারে তেমন ভিড় নেই। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, বিশেষ করে খাদ্যপণ্য। এ যেন ছোঁয়া যায় না! একটা লেবুর দাম ২৫ থেকে ৩০ টাকা। ইফতারের জন্য মানুষ লেবু কিনতে পারে না। চিনি অধরা থেকে গেছে। এই তো পরিস্থিতি।’ তিনি আরও বলেন, ‘সরকারের কাছে জনগণের ইচ্ছা-অনিচ্ছার দাম নেই। একটি দেশ তাদের সঙ্গে রয়েছে। তারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে। ভোট নিয়ে যে তেলেসমাতি, সেখানেও এই পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে। পিনাক রঞ্জন নামে তাদের একজন কূটনীতিক, বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন। তিনি দিল্লিতে বলেছেন, যখন সবকিছু হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর আত্মগোপনে চলে গেছেন।’ রুহুল কবির রিজভী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে জালিয়াতির নির্বাচন, আমরা আর মামুরার নির্বাচন, ডামি নির্বাচন, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নিজেদের নির্বাচন এবং এটি প্রতিযোগিতামূলক নির্বাচন নয়; এটা আজকে প্রতিষ্ঠিত। পৃথিবীর বিভিন্ন গণতন্ত্রকামী দেশের এই মত।’
১০ এপ্রিল ২০২৪, ১৯:৩২

ঈদের দিন যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
পবিত্র ঈদুল ফিতরের দিন (বৃহস্পতিবার (১১ এপ্রিল) কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঈদের দিন সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন। এরপর রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন। এদিকে, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোকে বিএনপি নেতা তারেক রহমান বিশেষ ঈদ উপহার পাঠানো হয়েছে। একই সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। তারেক রহমানের পক্ষে পাঁচটি টিম এসব ঈদ উপহার সামগ্রী নেতাদের বাসায় পৌঁছে দেন। বিশেষ এই ঈদ উপহারে বগুড়ার সুস্বাদু লাচ্ছা সেমাই, বগুড়ার বিখ্যাত ননী ঘি, বগুড়ার বিখ্যাত ‘হাগড়ি আলু’ (ভর্তা), বগুড়ার স্বনামধন্য ‘অনুপম’ কলা এবং বগুড়ার বিখ্যাত লাল মরিচ।
১০ এপ্রিল ২০২৪, ১৪:০৭

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।  স্থানীয় সময় মঙ্গলবার (২৬ন মার্চ) সকাল ১১ টায় রাজধানী কুয়ালালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।  এ সময় কর্মকর্তাদের নিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের পুস্পস্তবক অর্পন করেন হাইকমিশনার মো. শামিম আহসান। পরে মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন দলটির নেতাকর্মীরা।  দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনের সঞ্চালনায় রাষ্টপ্রতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।   হাইকমিশনার মো. শামীম আহসান বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং ঐতিহাসিক এই দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।   তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন তার স্বপ্নের সোনার বাংলার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব ও অসাধারণ ব্যক্তিত্ব সমগ্র বাঙালি জাতিকে এক সুতায় সংযুক্ত করে নয় মাসে বাংলাদেশের দীর্ঘ লালিত স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে।  হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের স্বপ্নকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। তার কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশ একটি গতিশীল অর্থনীতি ও সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে।  গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আনন্দঘন অনুষ্ঠানে হাইকমিশনার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যের আহ্বান জানান এবং মিশনের কাঙ্খিত সেবা সম্প্রসারণে আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭ মার্চ ২০২৪, ১২:৪৫

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে রেড ক্রিসেন্ট
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ভবনে আলোকসজ্জা, শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম জাতীয় পতাকা ও ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এসময় সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পরপরই জাতীয় সদর দপ্তর চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। পরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এদিকে সকাল সাড়ে ৯টায় যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে জাতীয় সদর দপ্তরের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোসাইটির মহাসচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিশুদের প্রস্তুত করতে হবে। প্রতিযোগিতা শেষে দুটি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  পরে ঢাকা রক্ত কেন্দ্রের উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টসহ সারাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। এছাড়াও দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিট পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে।
১৭ মার্চ ২০২৪, ১৫:৫৩

ওমরাহ পালন করলেন আয়মান ও মুনজেরিন
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ব্যক্তিজীবনে গত বছর জুটি বেঁধেছেন একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদের সঙ্গে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। ছবিতে তাদের দুজনকে শুভকামনা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এই জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার।
১৩ মার্চ ২০২৪, ০৯:৫৩

মালয়েশিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।  বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান। এসময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। এরপর আলোচনা সভায় হাইকমিশনার মো. শামিম আহসান দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ইউনেস্কো স্বীকৃত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধুই একটি ভাষণ নয়, এ ভাষণ পুরো জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল। এই ভাষণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাও দিয়ে গেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন হাইকমিশনের কাউন্সেলর (কনসুলার)  জি এম রাসেল রানা ও প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।  এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ প্রদর্শন করা হয়। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।  অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন।
০৭ মার্চ ২০২৪, ১৫:৫৯

রেড ক্রিসেন্টের ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সোসাইটির জাতীয় সদর দপ্তরে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। সদর দপ্তর ছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। সকাল ৯টায় জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ। পরে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. নূর-উর-রহমান বলেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির আন্দোলনের আলোকবর্তিকা। এই ভাষণই মূলত এদেশের মানুষকে স্বাধীনতা ছিনিয়ে আনতে অনুপ্রাণিত করেছে। আজ বিশ্ব পরিমন্ডলে এই ভাষণ ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত এবং জাতি হিসেবে আমরা গর্বিত।” সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ বলেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজও একইভাবে আমাদের উজ্জীবীত করে এবং প্রেরণা যোগায়। আমরা যেন সেই প্রেরণা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করি।” পরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রেড ক্রিসেন্টের বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা।
০৭ মার্চ ২০২৪, ১৩:৪৫

‘যারা ৭ মার্চ পালন করে না তাদের নিয়ে সন্দেহ আছে’
‘যারা ঐতিহাসিক ৭ মার্চ পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে কি না, সন্দেহ আছে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।  ড. হাছান মাহমুদ বলেন, ৭ মার্চকে যারা অস্বীকার করে বা যারা ৭ মার্চ পালন করে না, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে, এটিই সন্দেহের বিষয়। কারণ, বাংলাদেশের ইতিহাস, আমাদের স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না। এর আগে, সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরও একবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  পরে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমণ্ডির ৩২ নম্বর।
০৭ মার্চ ২০২৪, ০৯:৫৭

বৃষ্টি উপেক্ষা করে প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই মেলা ও চিত্র প্রদর্শনী’র মাধ্যমে ব্যতিক্রমী মাত্রা যোগ হয় প্যারিস এর সেইন্ট ডেনিস মিউনিসিপালিটি স্থায়ী শহীদ মিনারে। সেন্ট ডেনিসের সহকারী মেয়র ও বাংলাদেশ থেকে আগত যুগ্ম সচিব মাফুজা আক্তার স্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে এর আনুষ্ঠানিকতার উদ্বোধন  করেন। পরে সিকানু বাঙালি এসোসিয়েশন এর সভাপতি সরুফ ছদিওল, উপদেষ্টা ও আয়েবার মহাসচিব তুলুস এবং প্যারিসের স্থায়ী শহীদ মিনারের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ ইনু, বীর  মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন সহ ফ্রান্স প্রবাসী বাঙালি সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বাংলাদেশ এসোসিয়েশন, ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্স, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, ইকোনমিক চেম্বার ফ্রান্স, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স, দোহা নবাবগঞ্জ এসোসিয়েশন, ইপি এস বাংলা, যুব ইউনিয়ন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন, বাংলাদেশ মানবাধিকার কমিউনিটি ফ্রান্সসহ প্যারিসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ  ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সকল শ্রেণি-পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার অঙ্গন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন ভাষা আন্দোলন ছিলো আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলন। ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে এবং সারা বিশ্বে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।  নতুন প্রজন্মের মাঝে একুশের সুদূরপ্রসারী চেতনাকে ছড়িয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়