• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
এবার জেন্টস পার্লার উদ্বোধনে নাম লেখালেন নিরব
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক ও মডেল নিরব। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নানান ফটোশুটে দেখা যায় তাকে। এবার এই তারকা নাম লেখালেন জেন্টস পার্লার উদ্বোধনে। সম্প্রতি একটি জেন্টস পার্লার উদ্বোধনে করেন নিরব ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। চিত্রনায়ক নিরব বলেন, প্যারিস জেন্টস পার্লারে এসে খুব ভালো লেগেছে। আমি তাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট। আমার ভক্তদের বলব তারাও যেন এই পার্লারে এসে সেবা নেন। আশা করি সকল ফ্যাশনেবল তরুণদের একটি আস্থার জায়গা হবে প্যারিস জেন্টস পার্লার। কোরিওগ্রাফার সোহাগ বলেন, প্যারিস জেন্টস পার্লারের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস  ধানমন্ডিার মতো উন্নত এলাকার তরুণদের মন জয় করবে প্যারিস। প্রসঙ্গত, নির্মাতা অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমায় দেখা যাবে নায়ক নিরবকে। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 
১২ মার্চ ২০২৪, ২৩:২০

যুক্তরাষ্ট্রের কুইনসে ছয়টি পতিতালয় বন্ধ করল এনওয়াইপিডি
নিউইয়র্কের কুইনস বোরোর ছয়টি পতিতালয় বন্ধ করে দিয়েছে এনওয়াইপিডি। কুইনসের করোনায় ম্যাসাজ পার্লারের আড়ালে পতিতাবৃত্তি ও যৌনপাচারের অভিযোগের ভিত্তিতে পতিতালয়গুলো বন্ধ করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে পার্লারগুলো পুরোপুরি চালু দেখতে পায়। পরে সকালে সেগুলো বন্ধ করে দেওয়ার কোর্ট অর্ডার সংগ্রহ করে পুলিশ এবং বিকেলের দিকে অভিযান চালিয়ে ব্যবসার নামে এই অবৈধ ব্যবসার দোকানগুলো বন্ধ করে দেয়। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে রুজভেল্ট এভেনিউর বাসিন্দা ও ব্যবসায়ীরা এসব ম্যাসাজ পার্লারের বিরুদ্ধে তাদের উদ্বেগের কথা জানান ও সেখানে পতিতাবৃত্তি চলে বলে অভিযোগ আনেন। এগুলোর মধ্যে একটি পার্লার স্কুলের ৫০ ফুটের মধ্যে গড়ে তোলা হয়েছে।  সিটি কাউন্সিল মেম্বার ফ্রান্সিসকো মোয়া এ বিষয়ে তার ব্রিফিংয়ে বলেন, মেয়র এরিক অ্যাডামস নিজেই বিষয়টিতে উদ্বিগ্ন এবং তিনিই পুলিশকে এ ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।  কমিউনিটিতে মানসম্মত জীবন-যাপন নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে উল্লেখ করেছেন মেয়র এরিক অ্যাডামস। অভিযানের পর একটি পতিতালয়ের সামনে থেকে তিনি রিপোর্টারদের সঙ্গে কথা বলেন।  এনওয়াইপিডির সহকারী কমিশনার কাজ ডট্রি বলেন, এমন অবৈধ ব্যবসার যারা ভিকটিম তাদের গ্রেপ্তার করার কোনো আগ্রহ নেই কর্তৃপক্ষের। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের কাজ হচ্ছে তাদের সহায়তা করা। তবে যারা এসব অবৈধ ব্যবসায় জড়িত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি।
২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭

চাঁদপুর কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
বন্দীরা প্রশিক্ষণ নিয়ে বাহিরে গিয়ে আত্মকর্মস্থানের সুযোগ পেতে চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা কারাগার পরিদর্শন শেষে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জেলা প্রশাসক বলেন, বন্দীরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাহিরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাছাড়া বন্দীদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইনসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।  
২৫ জানুয়ারি ২০২৪, ২২:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়