• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
পুষ্পা ২ : যত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন
২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী চিত্রনায়ক আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি। মুক্তির পরেই সিনেমাটি রচনা করে নতুন এক ইতিহাস। টিজার থেকে লুক, সবটা এতটাই জনপ্রিয় হয় যে, শুধু ভারত নয় গোটা বিশ্বই ভোগে পুষ্পাজ্বরে। ওই সিনেমায় তিনি পারিশ্রমিক নেন ৪৫ কোটি টাকা।  ‘পুষ্পা’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর এবার ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় দ্বিগুণ। অর্থাৎ ৮৫ কোটি টাকা। অবশ্য তার কারণও আছে। পুষ্পার পর ‘পুষ্পা ২: দ্য রুল’-এও তিনি চরিত্রের খাতিরে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। দর্শক দেখবেন আরও এক কদম এগিয়ে থাকা আল্লু অর্জুনকে। ইউটেউবে প্রকাশিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার টিজারে দেখা গেছে, সবার প্রিয় পুষ্পার খোঁজ চলছে। সর্বত্রই তোলপাড়, তার গায়ে গুলিও লেগেছে। অনেকে মনে করে সে মৃত। এভাবেই এগোতে থাকে গল্প। পরে জানা যায়, সে জীবিত। তখনই সবাই আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে।  সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট ‘পুষ্পা ২: দ্য রুল’ সিমেনাটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।
০৬ এপ্রিল ২০২৪, ১৩:৫০

বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন শান্ত
বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কের পারিশ্রমিক বাড়ানোয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গেছেন শান্ত। সর্বশেষ বোর্ড সভায়, অধিনায়কের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ১ লাখ করা হয়েছে। বর্তমানে তিন ফরম্যাটেই খেলেন শান্ত। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রতি মাসে ৭ লাখ ৯০ হাজার পারিশ্রমিক পান শান্ত।  এবার অধিনায়ক হিসেবে অতিরিক্ত আরও ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে শান্ত সর্বমোট পাবেন ৮ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক ৭ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের অধিনায়ক হলেও, শুধু একটি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত। এ বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ, ওয়ানডেতে প্রতি ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে আড়াই লাখ করা হয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৬

পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
কক্সবাজারের টেকনাফের একটি মসজিদে কোনো হাদিয়া বা বিনিময় ছাড়াই দীর্ঘ ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়াচ্ছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল। জানা গেছে, টেকনাফের সীমান্ত শহরের ফুলের ডেইল এলাকার বাসিন্দা হাফেজ নূর কামাল। তিনি ২০০৪ সালে কোরআনে হাফেজ হয়ে ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন তিনি। কামাল ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে দাখিল, ২০১৬ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা থেকে আলিম ও ২০২০ সালে ফাজিল পাস করেছেন। বর্তমানে উখিয়া কলেজে বাংলা বিভাগের স্নাতকের শেষ বর্ষের ছাত্র তিনি। ২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন হাফেজ নূর কামাল। এরপর ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এ বিষয়ে হাফেজ নূর কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। যত দিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব। রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।  
২৩ মার্চ ২০২৪, ০৩:০৭

পারিশ্রমিক নিয়ে মেহেরপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
মেহেরপুরের গাংনী উপজেলায় জমির কলমি শাকের বীজ মাড়াই করার পারিশ্রমিক নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেপা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- মালিকপক্ষের জেলেহার মন্ডলের ছেলে মজিবর (৫০), দেলোয়ার মন্ডলের ছেলে জিবার মন্ডল (৫৫), নুর ইসলামের ছেলে আশাদুল (৪৮), আশাদুলের ছেলে নয়ন (২০), জেলেহার মন্ডলের ছেলে নুর ইসলাম (৬৪), মজিবরের ছেলে আলামিন (২৬) ও বায়জিদ আলীর ছেলে ফরজ আলী (৩৫)। শ্রমিকপক্ষের আহতরা হলেন- মৃত খোকা শেখের ছেলে রেজাউল ইসলাম, রেজাউলের তিন ছেলে উসমান আলী, হুমায়ন আহমেদ, হযরত আলী, রেজাউলের স্ত্রী হালিমা খাতুন, নাতি স্বপন আলী।  জানা গেছে, মঙ্গলবার মজিবরের ১৩ কাঠা জমির কলমি শাকের বীজ মাড়ানোর জন্য চুক্তি নেয় রেজাউল হকরা। বিঘা প্রতি জমিতে আড়াই হাজার টাকার চুক্তি হয়। শ্রমিকের টাকা পরিশোধ করতে গিয়ে মজিবর অভিযোগ করেন মাড়াই খরচ বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আজ সকালে গ্রামের একটি চায়ের দোকানে উভয় পক্ষ চা পান করছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে দুই পক্ষের ১৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়