• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। অভিনেতার পাশপাশি তিনি একজন প্রযোজক ও পরিচালকও। রোবাবার (২৪ মার্চ) রাতের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন তিনি। রুটিন চেক-আপের পাশাপাশি সেখানে চোখের চিকিৎসা করাবেন। যাওয়ার আগে গণমাধ্যমকে সোহেল রানা বলেন, আমার জন্য দোয়া করবেন। একদিন বিশ্রাম নিয়ে তারপর চিকিৎসকের কাছে যাব। খুব একটা সমস্যা নেই। আশা করছি এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরতে পারব। দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যায় ভুগছেন সোহেল রানা। এর আগেও সিঙ্গাপুর গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। ১৯৭২ সালে চলচ্চিত্র প্রযোজক হিসেবে চিত্রজগতে প্রবেশ করেন সোহেল রানা। চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমাটি প্রযোজনা করেন তিনি। তিনি অভিনয় শুরু করেন ১৯৭৩ সালে। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ওই সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
২৫ মার্চ ২০২৪, ১৫:২৪

গবির আইন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক পারভেজ
সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. পারভেজ আহমেদ।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  জানা যায়, তিনি ২০২৩ সালের ২৫ নভেম্বর এ বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তাকে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।  নতুন দায়িত্ব গ্রহণের পর কর্ম-পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, এ মুহূর্তে অন্যতম কাজ হলো শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মূল গন্তব্যে পৌঁছানোর জন্য কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা। সেক্ষেত্রে উন্নত পাঠদান পদ্ধতি, প্রয়োজন সাপেক্ষে পাঠ্যক্রমের পরিবর্তন, নিয়মিত কোর্ট ভিজিটিং, মুট কোর্ট প্র্যাকটিসের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে নিয়মিত সেমিনার ও ডিবেটে জোর দেয়া হবে।  গণ বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এবং গণমানুষের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের এ দায়িত্ব অনেক আনন্দের এবং একইসঙ্গে চ্যালেঞ্জের বলে মন্তব্য করেন তিনি। এদিকে তার দায়িত্ব গ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তাদের আশাবাদ, গবেষণামূলক জ্ঞান এবং বিভাগের সার্বিক উন্নয়নে লক্ষ্য রাখবেন নতুন সভাপতি। অধ্যাপক পারভেজ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া ইংল্যান্ড, হল্যান্ড থেকেও উচ্চতর ডিগ্রী লাভ করেন। বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে তিনি মহাকাশ আইনে কাজ করেছেন। গণ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।  
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪

মৃত পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বহাল
মৃত্যুর প্রায় এক বছর পরও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১০ জানুয়ারি) পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসার নেতৃত্বাধীন চার সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন। পাকিস্তানের ইতিহাসে বিশেষভাবে এ রায়টি তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো সংবিধানকে বিপর্যস্ত করার জন্য একজন সাবেক সামরিক স্বৈরশাসককে শাস্তি দেওয়া হয়েছিল। এর আগে সংবিধানের পরোয়া না করে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির দায়ে দেশটির নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। প্রসঙ্গত, বিরল রোগ অ্যামিলয়ডোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন মারা যান জেনারেল মোশাররফ। ১৯৯৮ সালে পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার পরের বছর অভুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উৎখাত করে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশররফ। পরে ২০০২ সালে গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হন।
১১ জানুয়ারি ২০২৪, ১৫:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়