• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
পাবনার সাঁথিয়ার বনগ্রামে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদাম ও একটি তেলের মিল পুড়ে গেছে। রোববার (২৪ মার্চ) দুপুরে বনগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ড হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহূর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে যায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি।
২৪ মার্চ ২০২৪, ১৯:০৬

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন শানু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শামীম হোসেন কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে শামীম হোসেন পুকুর সংস্কারের জন্য এস্কেভেটর দিয়ে কাজ করছিল। প্রতিদিনের মতো আজকেও শামীম হোসেন পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প লাগায়। পরে সেচ পাম্পে ত্রুটি দেখে নিজে ইলেকট্রিক তারে হাত দেন। তারটি লিক থাকায় শর্টসার্কিট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।  তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২২ মার্চ ২০২৪, ১৯:০০

বুধবারও পাবনার সব স্কুল বন্ধ ঘোষণা
শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় বুধবারও (২৪ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো পাবনার এক হাজার ৬৬৪ বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। এর মধ্যে রয়েছে ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই নির্দেশনা জারি করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই বিদ্যালয় বন্ধ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার। পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ৯ দশমিক ২ এবং রোববার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সে ক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়