• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
ভারী বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম অত্যাধুনিক শহর দুবাই। যে শহর কৃত্রিম বৃষ্টি ঝরায়, সে শহরে আচমকা এমন বৃষ্টিতে স্তব্ধ বিশ্ববাসী। শহরটির বাসিন্দারা কখনও ভাবেনি প্রকৃতির এমন খেলায় নিজেদের হার মানতে হবে। দামি দামি সব গাড়ি এখন খেলনা গাড়ির মতো অথৈই জলে ভাসছে। থইথই পানিতেই প্লাস্টিকের নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা যায় শহরের বাসিন্দাদের। ভয়াবহ বন্যায় শহরটি বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে খ্যাত দুবাই বিমানবন্দরের শতশত ফ্লাইট বাতিল করা হয়। ৭৫ বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বের এই ধনী দেশটির জন্য এ বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল বা এর কারণগুলো আসলে কী? এমন পরিস্থিতিতে নেটিজেনরা দাবি করছেন, কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই হয়তো এমন ভয়াবহ বন্যা ঘটিয়েছে দুবাই। বছরে গড়ে ১০০ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাতের শহর দুবাই সাধারণত শুষ্ক থাকে। আর তাই পানির সংকট কমাতে প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়। এটি মূলত আকাশে মেঘ দেখা গেলে উড়োজাহাজ দিয়ে মেঘের উপর ছড়িয়ে দেওয়া হয় সিলভার আয়োডাইডের মতো ছোট ছোট কণা। এর ফলে খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা বৃষ্টিতে পরিণত হয়। নেটিজেনরা কৃত্রিম বৃষ্টিকে দায়ী করলেও দেশটির আবহাওয়াবিদদের বড় অংশই এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে বাতাসের সমস্ত জলীয় বাষ্পকে কাজে লাগানো হয়। এই প্রযুক্তি দিয়ে সারা বছরে ১০ থেকে ১৩ সেন্টিমিটার বৃষ্টি মেলে। কিন্তু সেখানে ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে কৃত্রিম বৃষ্টি নামানোর বিমানগুলো মঙ্গলবার নয়, রোববার এবং সোমবার মোতায়েন করা হয়েছিল।  তবে জলে থৈ থৈ দুবাইকে ফের শুকনো করাও কঠিন। কারণ অত্যাধুনিক এ শহরে বিশাল বিশাল অট্টালিকা, পাঁচ তারকা হোটেলসহ বিলাসবহুল নানা স্থাপনা থাকলেও নেই  যথেষ্ট সংখ্যক নর্দমা।  শহরের কেন্দ্রে যেসব নর্দমা আছে তাতেও অল্প বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। আবার শহরের কোথাও সবুজের ছোঁয়া না থাকায় মাটি জল শুষে নেবে, তেমন পরিস্থিতিও নেই।  
২১ এপ্রিল ২০২৪, ১৪:২৪

অষ্টগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে বায়েজিদ (৮) ও জাহিদ (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল পশ্চিম পাড়ার মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭) ও সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ এপ্রিল) বেলা ২টার সময় বায়েজিদ ও জাহিদ দু’জন মিলে বাড়ির সামনে খেলতে গিয়ে হঠাৎ সবার অগোচরে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেকক্ষণ শিশুদের না দেখতে পেয়ে স্বজনরা খোঁজ করতে গিয়ে দেখেন খালের পানিতে ডুবে রয়েছে দুই শিশু।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কদমচাল বাজারের এক চিকিৎসকের নিকট নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন এসডো।
২০ এপ্রিল ২০২৪, ২১:১৯

দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের ছরআলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলেন বিবি ফাতেমা বেগম (৭) ও তার ছোট ভাই আবিদ হোসেন (৪)। তারা একই গ্রামের ছরআলী মাঝি বাড়ির আব্দুল হাইয়ের সন্তান।   এ তথ্য নিশ্চিত করেছেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু।   স্থানীয়রা জানান, দুই ভাই-বোন সকাল ৮টার দিকে ঘরের পাশে পুকুরে দাঁত ব্রাশ করতে যায়। এ সময় হাত-মুখ ধোয়ার সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে পানিতে নামে। পরে দুজনই পানিতে ডুবে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
২৭ মার্চ ২০২৪, ১৫:১১

জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে বালতির পানিতে ডুবে ৭ মাস বয়সী রিয়া নামের এক শিশু মারা গেছে। রোববার (২৪ মার্চ) উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।  রিয়া ওই এলাকার নুসু মিয়ার সন্তান। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিকেলে শিশুটি তার দাদা বানেজ উদ্দিনের সঙ্গে খাটে ঘুমাচ্ছিলেন। এ সময় বানেজ উদ্দিন জ্বরে কাতরাচ্ছিলেন। দুপুরে তার মাথায় পানি দেওয়ার পর বালতি খাটের নিচে রাখা ছিল। বিকেলে সকলের অগোচরে ঘুমন্ত অবস্থায় শিশুটি উল্টে বালতির পানিতে পড়ে মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।  তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
২৫ মার্চ ২০২৪, ০২:২৪

সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে গার্মেন্টস শ্রমিকদের বাস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে গেছে গার্মেন্টস শ্রমিকদের একটি বাস। এতে কোনও প্রাণহানি ঘটে নি, তবে বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় স্থানীয় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টসের বাসটি শ্রমিকদের নামিয়ে দিয়ে চিটাগাং রোড থেকে আদমজীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে যায় বাসটি। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই চালক জাহাঙ্গীর (৫০) ও তার সহকারী আমানুল্লাহকে (৪৩) উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়। তাদের সেখানে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
১০ মার্চ ২০২৪, ০২:১৮

পানিতে অ্যাসিড, কর্ণফুলীতে সুগার মিলের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ
চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাঁচামাল কর্ণফুলীতে ফেলার পর নদীর পানিতে অ্যাসিডের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। ফলে নদীর পানিতে মৎস্য ও জলজ প্রাণীর অস্তিত্ব সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার এস আলম রিফাইন্ড সুগার মিল পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি টিপ দুদিন আগে সুগার মিলের গোডাউন থেকে নদীতে যাওয়া পানি কর্ণফুলী নদীর পানির নমুনা সংগ্রহ করে একটি উপাদানের পরীক্ষা শেষ করা হয়েছে। এতে পানিতে অ্যাসিডের উপস্থিতি দেখা গেছে। নদীর পানি স্ট্যান্ডার্ড মানের নিচে নেমে গেছে। যার ফলে জলজ প্রাণী মরে পানিতে ভেসে উঠছে। তিনি আরও বলেন, সব পরীক্ষা শেষ হতে পাঁচ দিন লাগবে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদন্ত কমিটিকে এ রিপোর্ট দেওয়া হবে। এদিকে চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে অনতিবিলম্বে চিনিকলের গোডাউনের পোড়া বর্জ্য নদীতে ফেলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষকে এই মুহূর্তে বর্জ্য মিশ্রিত পানি নদীতে ফেলা বন্ধের নির্দেশ দিয়েছি। তারা কারখানার আশপাশে এগুলো ফেলার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।  
০৭ মার্চ ২০২৪, ১৮:৫২

সুনামগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে পানিতে ডুবে ওবায়দুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।  ওবায়দুল নবীন নগর এলাকার ফারুক মিয়ার ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর বক্ষব্যাধী হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিলেন ওবায়দুল হকসহ এলাকার কিছু তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খুঁজে আনতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হন ওবায়দুল হক। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়  স্থানীয়রা।  ডুবরিদলের চেষ্টায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানতো না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। এ সময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী।  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আয়ানের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মোহাম্মদ আয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ওসমানপুর ইউনিয়নের বাঁশাখালী গ্রামের পানা উল্ল্যাহ ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।  আয়ান ওই বাড়ির মোহাম্মদ আলমগীরের পুত্র। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আয়ান। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে আয়ানের নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার ইউনিয়নের বাঁশাখালী গ্রামের আলমগীরের ছেলে পানিতে ডুবে মারা গেছে। সকল অভিবাবকদের নিজের শিশু সন্তানদের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩

সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে নুশরাত জাহান নামের দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকার মুকবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নুশরাত জাহান ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। শিশুটির পরিবার জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে জাহানারা প্রকাশ জানির পুকুরে নুশরাত জাহানকে ভাসতে দেখেন।  পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
২৮ জানুয়ারি ২০২৪, ২০:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়